
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জীবন্ত একটি বইয়ের সাথে কথা বললাম মনে হচ্ছে। ইসলামি সভ্যতার আত্মকথা নামে ছোট্ট এই বইটি একটু বেশিই আলাদা। ভূমিকা পড়ার সময় খুব বেশি আকর্ষণ পাই নি। কিন্তু মূল কথা শুরু হওয়ার পর মুগ্ধ হতেই হলো। বাবা আদম ও মা হাওয়ার কোলে হাসতে শেখা ইসলাম নামক একটি সভ্যতার আত্মজীবনি। পুরোটা বইয়ের স্টাইল ছিলো,"সভ্যতা নামক কিছু একটা নিজেই তার জীবনকাহিনী শোনাচ্ছে। " ইসলামী সভ্যতার বয়স কিন্তু দেড় হাজার বছর না। মানবজীবনের ঢ়ত বছর ইসলামী সভ্যতার বয়স ঠিক ততই। ৯৪ পৃষ্ঠার ছোট্ট এই বইটি এক বসায় শেষ করলাম আজ। প্রথম ৬৪ পৃষ্ঠা ছিলো মূল বই।পরের ৩০ পৃষ্ঠা ছিলো লেখকের জীবনি। বইয়ের অনুবাদ সুন্দর হয়েছে। কিন্তু কবিতাগুলোর অনুবাদ সুন্দর হয় নি। এমনিতেই কবিতাগুলোর ভাবার্থ লেখা হয়েছে তার মধ্যে একটি কবিতার মর্ম উল্টো হয়ে গেছে। খুদ না থে জো রাহ পার আওরো কে হাদী বান গায়ে, কেয়া নজর থী জিসনে মুর্দোঁ কো মাসীহা কার দিয়া। এটির অনুবাদ হবে, "যারা নিজেরাই সঠিক পথে ছিলো না তারাই হয়ে গেলো অন্যদের পথ প্রদর্শক।" এটির অনুবাদ লেখা হয়েছে, " যারা পথের উপর ছিলো না আমরাই তাদেরকে পথ দেখিয়েছি।" উল্টো হয়ে গেছে। বইয়ের উপর আমার আপত্তি হচ্ছে, বইয়ের মধ্যে মূল গ্রন্থের নাম নেই। থাকা দরকার ছিলো। অথবা বই না হয়ে প্রবন্ধ হয়ে থাকলে বা লেকচার হয়ে থাকলে সেটিরও নাম থাকা দরকার ছিলো। অথবা নাম আছে কিন্তু আমি খেয়াল করি নি। ইসলামি সভ্যতার আত্মকথা 🖋️ জহির বিন আইয়ুব ০৯/১২/২০২৫ মঙ্গলবার




