
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পছন্দের লেখক #Dan_Brown এর নতুন বই “#The_Secret_of_the_Secret” —এখানে consciousness, local & non-local mind, আর human cognition নিয়ে গভীর আলোচনা আছে। Dan Brown সবসময় গল্পের ভেতর দিয়ে বিজ্ঞান, দর্শন, ধর্ম আর ইতিহাসকে এমনভাবে মিশিয়ে দেন, যেন পাঠক একদিকে থ্রিল অনুভব করে, আবার অন্যদিকে নিজের অস্তিত্ব নিয়েও ভাবতে শুরু করে। লেখক এখানে local & non-local consciousness নিয়ে মানুষকে গল্পছলে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সেভাবে বলতে গেলে...as a #Muslim আমি অবশ্যই after life বিশ্বাস করি, এবং হ্যাঁ আমিও জানি যে মৃত্যুই শেষ নয় বরং নতুন শুরু, এই শরীর চেতনার এক বাহন মাত্র যা কেবল নির্দিষ্ট কিন্তু অজ্ঞাত সময় পর্যন্ত বরাদ্দ। তাই তিনি main যে secret বোঝাতে চেয়েছেন আমার জন্য তা আসলে সেভাবে secret না,তবে আমার ভালো লেগেছে তিনি চেতনার যে ক্ষমতা আর human brain level fiction দেখাতে চেয়েছেন, হ্যাঁ এগুলো অসম্ভব না, হয়তো same way তে না তবে একটু ভিন্ন পদ্ধতিতে অবশ্যই মানুষ চাইলে একটা সময় মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা ব্যবহার করে mind to mind communication করতে পারবে কিংবা হতে পারবে একজন আরেকজনের অন্তর্জামী। শেষ দিকে এসে একটা ব্যাপার খুবই দারুণ লেগেছে যে, যখন মানুষের মৃত্যু ভয় শেষ হবে এবং মানুষ তার চেতনার শক্তি বুঝবে আর বস্তুগত লোভাতুর জীবন থেকে বেরিয়ে সব ভয় আর বাধা কে পার করতে পারবে সহানুভূতি দিয়ে এবং মনোসংযোগের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নামক কিছুর প্রয়োজনীয়তাই ফুরাবে,তখন সত্যি এক শান্ত সুন্দর মানসিকতার মানুষের পৃথিবী তৈরি হবে। এবং ভীষণ ভালো লেগেছে একটা কথা যেখানে লেখক বলেছেন জীবনের শেষ মুহূর্তই হয়ে ওঠে সত্যের প্রথম মুহূর্ত... কতটা ভীষণ ভীষণ রকমের দার্শনিক কথা, আমি তো বলব অতি দার্শনিক সত্য। যাদের এই “চেতনার স্তর” বা মস্তিষ্কের জটিল ক্ষমতা সম্পর্কে একেবারে ধারণা নেই, তাদের কাছে বিষয়গুলো বিমূর্ত বা কিছুটা দুর্ভেদ্য মনে হতে পারে। কিন্তু যারা একটু হলেও জানেন কিংবা কৌতূহলী, তাদের জন্য এটা সত্যি এক mind-expanding experience — যা, “জীবন, মৃত্যু আর চেতনার দৃষ্টিভঙ্গি পালটে দেয়।” যারা ধ্যান বা চেতনার শক্তির ব্যবহারের সম্পর্কে জানে তারা অবশ্যই উপলব্ধি করতে পারে মানুষ কতটা super power। এমনকি time travel ও অসম্ভব কিছু নয়। এটা সত্যিই সম্ভব। তবে হ্যাঁ, তার জন্য দরকার অনেক সাধনা, ধৈর্য। এই বিষয়গুলো নিজে যতটা realize করা যায় তা অন্যকে বোঝানো ততটাই অসম্ভব। কারণ এটা intellectual নয়, experiential। চেতনার শক্তি আসলে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের সূক্ষ্ম স্তরের প্রকাশ। আমরা সাধারণত beta তরঙ্গে থাকি (চঞ্চল, সক্রিয়), কিন্তু brain wev er এই 5 লেভেলের মধ্যে Delta -Theta -Alpha-Beta -Gamma — এই Beta লেভেল হচ্ছে সেই স্টোর যার গভীড়ে পৌঁছালে অন্তরের দরজা খুলে যায়। যখন মন শান্ত হয়, তখন চেতনা শুধু চিন্তা করে না — অনুভব করে, উপলব্ধি করে, সংযুক্ত হয়। আর হ্যাঁ, ভাষান্তরে আব্দুল্লাহ ইবনে মাহমুদ এর কৃতিত্ব সত্যিই মন ছুঁয়ে গেছে। পাঠক কে তাঁর সবকিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা এবং বিভিন্ন টার্মস এর detailing গুলো খুব ভালো ছিল। সব মিলিয়ে this book was an wonderful mind-expanding experience... ☺️
Was this review helpful to you?
or
BEST 👏👏👏👏👏👏👏
Was this review helpful to you?
or
রাইডারের ব্যাবহার অসাধারণ। বই ১০/১০
Was this review helpful to you?
or
It's a book by Dan Brown. You won't be disappointed.
Was this review helpful to you?
or
খুবই ভালো এবং প্রাঞ্জল অনুবাদ। অনুবাদকের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
পড়তে কোনো বিরক্তি বা বোর মনে হয়নি।বেশ সাসপেন্স বজায় রেখেছে।কিন্তু মূল গল্পটা কিছু টা পুরোনো ধাঁচের। পড়তে পড়তে মনে হয় পরবর্তীতে এটা হতে পারে এবং তাই হয়।বিশেষ করে গোলেম চরিত্রটা।নিচের ূ ৃ ু ইত্যাদি মুছে গেছে।যা অনেক বিরক্তিকর।পড়তে বেশ সমস্যা হচ্ছিলো।কয়েক পৃষ্ঠা পর পর এমন। আশাকরি পরবর্তী সংস্করণে সব সংশোধন করবে। এমনিতে বেশ ভালো বই নিজের কালেকশনে রাখতে পারেন। গল্পের জন্য রেটিং: ৬.৮/১০।বইয়ের জন্য ৫/১০।
Was this review helpful to you?
or
আমি আসা করি ভালো হবে
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
জীবনে এই প্রথম কোন কিছু আমি প্রি ওয়ার্ডার করছিলাম... রকমারিকে ধন্যবাদ, যেদিন দিবে বলছিল সেই দিনই দিছে।
Was this review helpful to you?
or
ভালো।
Was this review helpful to you?
or
বই এর কন্টেন্ট নিয়ে কোনো অভিযোগ নেই। রবার্ট লেংডন সিরিজ প্রথম থেকেই বেশ ডিটেইলড এবং কন্টিনিউ মনোযোগ ধরে রাখে পড়ার মত। অনুবাদও যথেষ্ট সাবলিল। কিন্তু সমস্যা হলো প্রকাশনায়। পাতার লেখায়। এমন অনেক লাইন আছে যেটার নিচের অংশগুলো মুছে গেছে, মানে ু কার ূকার ৃ কার এগুলো মিশে গেছে। যার জন্য পড়তে যথেষ্ট বিরক্ত লাগে। আর এমন কিন্তু হঠাৎ কোনো পাতায় এমনও না, ২-১ পাতা পরপরই এমন ভুল। আমি বুঝি না কয়েকটা পেজ বা এক সেট মেশিন থেকে বের হওয়ার পরে প্রকাশনীর লোক কি একটু দেখে না যে কেমন প্রিন্ট বের হচ্ছে? আবার এই সমস্যা শুধু এই জ্ঞানকোষ প্রকাশনীর এই বইগুলাতেই, সব বই এই একই সমস্যা। আরেকটা বিশাল সমস্যা হলো, লাস্টের দিকে বেশ কয়েকটা মানে ৫-৬ টা পেজে কোনো লেখাই উঠেনি। সেখানে কি ঘটসে কাহিনীর কিছু জানা যায় না। এমন ভুল খুবই বিরক্তিকর। আমার সাজেশন থাকবে এই বই থেকে দূরে থাকার। অন্য আরেকটা যেটা বের হয়েছে সালমান হক ভাই এর বা প্রিমিয়াম একটা বের করছে যে সেটাতে এমন সমস্যা নেই। আমার এই রিভিউ যিনি পড়ছেন, আমার সাজেশন থাকবে যে এই বই না নিয়ে সামর্থ থাকলে প্রিমিয়ামটা নিতে বা সালমান হক এরটা নিতে। এত টাকা দিয়ে এই বই নিলে মেজাজ খারাপ লাগবে পড়তে পড়তে। ধন্যবাদ এতদূর পড়ার জন্য।




