
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ চাঁদে টিনটিন। লেখকঃ অ্যার্জে। প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স। মূল্যঃ ৪৫০ টাকা। পৃষ্ঠাঃ ৬২। দুঃসাহসী টিনটিনঃ চাঁদে টিনটিন অ্যার্জের লেখা টিনটিন সিরিজের ১৭তম বই। এর আগের বইয়ে তারা যে চাঁদে রওনা হয়েছিলো এরপর তারা নিরাপদে চাঁদে পৌঁছায়। কিন্তু কর্নেল বরিস জরগেন, উলফের সাহায্যে চুপি চুপি চাঁদের রকেটে উঠে পড়েছিলো। তারপর সে টিনটিন ও কুট্টুসকে মেরে ক্যালকুলাস, ক্যাপ্টেন হ্যাডক এবং জনসন-রনসনকে ফেলে পৃথিবীতে ফিরে যাবার পাঁয়তারা করে। এখন কী হবে? কীভাবে টিনটিন তাদের বাঁচাবে? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে।
Was this review helpful to you?
or
বেলজীয় শিল্পী হার্জের (অ্যার্জে) অমর সৃষ্টি ‘চাঁদে টিনটিন’ (ফরাসি: On a marché sur la Lune) কমিকস জগতের এক অবিস্মরণীয় মাইলফলক। ২০২৬ সালেও এর আবেদন পাঠক মহলে তুঙ্গে। পটভূমি ও প্রেক্ষাপট: এটি দুঃসাহসী টিনটিন সিরিজের ১৭তম বই এবং ‘গন্তব্য চাঁদ’ (Destination Moon) এর পরবর্তী অংশ। ১৯৫৪ সালে প্রকাশিত এই বইটিতে নীল আর্মস্ট্রংয়ের (১৯৬৯) চাঁদে পা রাখার ১৫ বছর আগেই টিনটিনকে চাঁদে অবতরণ করতে দেখা যায়, যা সেই সময়ে একটি যুগান্তকারী বৈজ্ঞানিক কল্পনা ছিল। কাহিনি সংক্ষেপ: টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস এবং কুট্টুস (স্নোয়ি) পারমাণবিক চালিত রকেটে করে চাঁদে পৌঁছান। চাঁদের অন্ধকার রহস্য, অক্সিজেন সংকট এবং রকেটের ভেতর লুকিয়ে থাকা শত্রুদের চক্রান্ত মোকাবিলা করে তাদের পৃথিবীতে ফেরার রোমাঞ্চকর লড়াই এতে চিত্রিত হয়েছে। বাংলা অনুবাদের বৈশিষ্ট্য: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাবলীল ও প্রাণবন্ত অনুবাদে ‘চাঁদে টিনটিন’ বাঙালির কাছে ঘরের গল্প হয়ে উঠেছে। বিশেষ করে ক্যাপ্টেন হ্যাডকের সেই বিখ্যাত সংলাপ এবং রসিকতাগুলো বাংলা ভাষায় এক নতুন মাত্রা যোগ করেছে। কেন পড়বেন: বৈজ্ঞানিক নিখুঁততা: হার্জ সেই সময়ে মহাকাশ গবেষণার সীমাবদ্ধতা সত্ত্বেও অত্যন্ত সূক্ষ্মভাবে রকেট এবং চাঁদের পরিবেশ বর্ণনা করেছেন। অ্যাডভেঞ্চার ও রসিকতা: জনসন ও রনসন (থম্পসন ও থম্পসন) এবং ক্যাপ্টেন হ্যাডকের হাস্যকর কাণ্ডকারখানা বইটিকে এক মুহূর্তের জন্যও একঘেয়ে হতে দেয় না। চিত্রায়ন: বইটির প্রতিটি প্যানেল অত্যন্ত বিস্তারিত এবং দৃশ্যত মুগ্ধকর।
Was this review helpful to you?
or
টিনটিনের চাঁদে পৌঁছানোর গল্প নিয়ে তৈরি কমিকটি।টিনটিনের কমিক্স মানেই অ্যাডভেঞ্চার এবং মাঝ পথে হাজারো বিপদ।চন্দ্রলোক অভিযানের শেষাংশ নিয়ে এই কমিকটি তৈরি।চাদের উদ্দেশে রউনা দেয় টিনটিন, কুট্টুস,ক্যাপ্টেন হ্যাডক,প্রফেসর ক্যালকুলাস।কিন্তু একটা সময় বুঝতে পারে শুধু তারাই নয় আরও ২ জন রয়েছে তাদের রকেটে।এর মধ্যে একজন করে বিশ্বাসঘাতকতা।এরপর কিভাবে পৃথিবীতে ফিরে আসে টিনটিন এবং বাকি সবাই?নিজেই না হয় পড়ে নিন।
Was this review helpful to you?
or
বই রিভিউঃ বইঃ চাঁদে টিনটিন লেখকঃ অ্যার্জে ক্যাটাগরিঃ কমিকস প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স পৃষ্ঠাঃ ৬২ মূল্যঃ ৪৭৫ টাকা রিভিউঃ "চাঁদে টিনটিন" হল "চন্দ্রলোকে অভিযান" গল্পটির শেষাংশ। এ গল্পের মাধ্যমে টিনটিনদের চাঁদে অভিযান শেষ হয়। টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, কুট্টুস, প্রফেসর ক্যালকুলাস এবং ফ্র্যাঙ্ক উলফ সিলডাভিয়ার রকেটে করে চাঁদের দিকে রওয়ানা দেয়। কিন্তু সময় বিড়ম্বনায় পড়ে রকেটে উঠে পড়েছিল জনসন আর রনসন। আর রকেট ছাড়ার পর তাদের দেখতে পায় টিনটিনরা। রেগে যায় ক্যাপ্টেন। অক্সিজেনের ঘাটতি হবে বলে তিনি পাইপ ধরাতে পারবেন না। আর অক্সিজেনে কিনা ভাগ বসাবে জনসন আর রনসন। জনসন, রনসন আর ক্যাপ্টেনের ভূলে নানা রকম বিপত্তি দেখা দেয় রকেটে। কখনো কৃত্রিম অভিকর্ষ বন্ধ হয়ে যায়। কখনোবা হ্যাডক চলে যান রকেটের বাইরে। আবার অদ্ভুত রোগের কারনে চুল, দাড়ি, গোঁফ অনেক বড় হয়ে যায়। অনেক বিড়ম্বনার পর চাঁদে নামে তারা। কিন্তু তাদের জানা ছিল না পৃথিবী থেকে কেউ একজন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা চায় না টিনটিনরা ঠিকভাবে পৃথিবীতে ফিরুক। তাদের একজন লোক আছে রকেটেও। কে সে? কে বিশ্বাসঘাতকতা করছে? টিনটিনরা কি পারবে ফিরতে? নাকি চাঁদেই বড় কোনো দুর্ঘটনা ঘটবে? আর অক্সিজেন কি থাকবে শেষ পর্যন্ত? জানতে চাইলে পড়ে ফেলুন টিনটিন সিরিজের কমিকস- "চাঁদে টিনটিন"। পাঠপ্রতিক্রিয়াঃ টিনটিন সিরিজ সবসময়ই ভালো লাগে। "চাঁদে টিনটিন"ও ভালো লেগেছে। জনসন, রনসন কিংবা হ্যাডকের মজার সব ঘটনা ভালো লেগেছে। ভালো লেগেছে চাঁদে অভিযান। যদিও বৈজ্ঞানিক ব্যাখার ক্ষেত্রে অনেক সমস্যা থেকে যায়। কিন্তু হার্জ সাহেব অনেক আগেই যেহেতু এসব লিখেছেন তাই সেসব গল্পের জন্য মাফ। সব মিলিয়ে ভালো লেগেছে " চাঁদে অভিযান"। ব্যক্তিগত রেটিংঃ ৪/৫
Was this review helpful to you?
or
"চাঁদে টিনটিন" হলো "চন্দ্রলোকে অভিযান" বইটির দ্বিতীয় বা শেষাংশ কমিকস বই। প্রথম বইয়ে টিনটিনরা চাঁদের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করে। এর পরবর্তী অংশ এই বইয়ের মাধ্যমে শেষ করা হয়। এই বইয়ে দেখা যায় তারা অনেক কষ্ট সহ্য করার পর চাঁদে পৌঁছায়। বইয়ের আলোকে টিনটিন প্রথম চাঁদে পদার্পণ করে। সেখানে টিনটিন, কুকুর কুট্টুস, নাবিক হ্যাডাক, প্রফেসর ক্যালকুলাস, প্রফেসরের সহকারী উলফ এই পাচঁজনের যাবার কথা ছিল। কিন্তু যাত্রাপথে দেখা যায় অপদার্থ গোয়েন্দা জনসন রনসন ও ভুলবশত তাদের যাত্রাসঙ্গী হয়ে যায়। তারা চাদেঁ পৃথিবীর সময়সাপেক্ষে ছয়দিন থাকবে। তারা সফলতার সাথে তাদের কার্য সম্পন্ন করে পৃথিবীর উদ্দেশ্যে রওয়ানা দেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে উলফ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সে গোপনে শত্রুপক্ষের একজন গুপ্তচরকে তাদের সাথে নিয়ে আসে। টিনটিনরা কি পারবে এ মহাবিপদ থেকে নিজেদের রক্ষা করে সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসতে? জনার জন্য পড়তে হবে সকলকে এই বইটি। তবে এই বইটি পড়ার আগে "চন্দ্রলোকে অভিযান" বইটি অবশ্যই অবশ্যই পড়তে হবে।




