
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ দুঃসাহসী টিনটিনঃ ফারাওয়ের চুরুট । লেখকঃ অ্যার্জে । প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স । মূল্যঃ ৪৫০ টাকা । পৃষ্ঠাঃ ৬২ । অ্যার্জের লেখা টিনটিন সিরিজের চতুর্থ বই দুঃসাহসী টিনটিনঃ ফারাওয়ের চুরুট । জাহাজে করে একটু ঘুরতে বেরিয়েছে টিনটিন আর কুট্টুস । কিন্তু জাহাজে পরিচয় হয় মিশর বিশেষজ্ঞ সেফোক্লিস সার্কোফেগাসের সঙ্গে যে অন্যান্য আরো মিশর বিষেশজ্ঞের মত ফারাও কি-ওস্খের হারানো মমি খুঁজছে । টিনটিনও তার সঙ্গে যোগ দেয় । কিন্তু সে ধারোনাও করতে পারেনি যে যারাই সে মমিটা খুঁজে পেয়েছে তাদের সবাইকেই মমি করে রাখা হয়েছে । আর এর পেছনে আছে অনেক বড় একটা আন্তঃর্জাতিক মাদক পাচারকারী দল যারা চুরুটের মধ্যে করে মাদক পাচার করে । এবার কী করবে টিনটিন? কিভাবে তাদেরকে ধরবে আর নিজেই বা কিভাবে এত বড় বিপদ থেকে বাঁচবে? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।
Was this review helpful to you?
or
From where should I start! Tintin books always make me nostalgic as I have started to read Tintin books from class 6. I highly recommend parents to buy these books for their children as this will help to improve their children's creativity. Fantastic comics from Mr. অ্যার্জে.
Was this review helpful to you?
or
"ফারাওয়ের চুরুট" অনবদ্য 'দুঃসাহসী টিনটিন' সিরিজের চতুর্থ তম বই। এ বইয়ে টিনটিন ও তার বিশ্বস্ত কুকুর কুট্টুস ছুটি উপলক্ষ্যে সমুদ্র ভ্রমণে যাত্রা শুরু করে। হঠাৎ তার এ ভ্রমণ রহস্য অভিযানে রূপ নেয়। টিনটিন বিশিষ্ট দার্শনিক সোফোক্লিস সার্কোফেগাসের সাথে ভূর্জপত্র ফারাও কি-ওসুখ-এর নিখোঁজ সমাধির সন্ধানে রওয়ানা দেয়। দুর্ঘটনাবশত টিনটিন ও কসমস পিকচার্সের মালিকের মধ্যে ভুলবোঝাবুঝি হয়। অবশ্য পরবর্তীতে ইনিই টিনটিনের অনেক উপকার করে। টিনটিনের এ যাত্রায় দুষ্কৃতকারীরা তাকে বাধা দেবার আপ্রাণ চেষ্টা করতে থাকে। টিনটিন শত্রুর প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার লক্ষ্যে পৌঁছায়। এরপর সে ঐ সমাধির মধ্যে আফিমের কারবার আবিষ্কার করে। দুষ্কৃতকারীরা তাকে পথ থেকো সরইয়ে ফেলার ষড়যন্ত্র করে। টিনটিন কি পারবে এ চোরাকারবারিদের পুলিশের আওতায় নিয়ে আসতে? বইটা পড়ে ভালোই লেগেছে। টিনটিনের অন্য বইগুলোর মতো এটাও মজার একটি বই।
Was this review helpful to you?
or
অ্যার্জের কালজয়ী কমিক সিরিজ 'দুঃসাহসী টিনটিন'-এর চতুর্থ খণ্ড 'ফারাওয়ের চুরুট' (Cigars of the Pharaoh) বাংলা অনুবাদে অত্যন্ত জনপ্রিয় একটি রোমাঞ্চকর গল্প। গল্পের মূল কাহিনি : টিনটিন এবং তার বিশ্বস্ত কুকুর কুট্টুস (Snowy) ভূমধ্যসাগরে জাহাজ ভ্রমণের সময় মিশরের প্রাচীন রহস্যের জালে জড়িয়ে পড়ে। তারা বিখ্যাত মিশরতত্ত্ববিদ অধ্যাপক সার্কোফ্যাগাসের দেখা পায় এবং সেখান থেকেই শুরু হয় 'ফারাও কি-ওস্ক'-এর সমাধি খোঁজার অভিযান। রহস্যময় চুরুটের বাক্স এবং তার গায়ে থাকা অদ্ভুত চিহ্নের সূত্র ধরে টিনটিন আন্তর্জাতিক মাদক চোরাকারবারি চক্রের হদিস পায়। এই অভিযানে সে মিশর থেকে শুরু করে আরব মরুভূমি হয়ে ভারতে এসে পৌঁছায়। প্রধান বৈশিষ্ট্যসমূহ: জনসন ও রনসন (Thomson and Thompson): টিনটিন সিরিজের বিখ্যাত দুই ডিটেকটিভ চরিত্র জনসন ও রনসনের প্রথম দেখা মেলে এই বইতেই (প্রথমে তারা এজেন্ট X33 ও X33 বিস নামে পরিচিত ছিল)। রোমাঞ্চকর মোড়: পাগল করে দেওয়ার বিষ (Madness Poison), হাতীর সাথে বন্ধুত্ব, এবং বাঘের সাথে লড়াইয়ের মতো টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা বইটিকে অনন্য করে তুলেছে। বাংলা অনুবাদ: আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নিরেন্দ্রনাথ চক্রবর্তীর সাবলীল অনুবাদে টিনটিন ও অন্যান্য চরিত্রগুলো বাঙালি পাঠকদের কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছে। কেন পড়বেন? এটি টিনটিনের প্রথম দিকের অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে অন্যতম, যেখানে রহস্য ও হাস্যরসের চমৎকার ভারসাম্য রয়েছে। গল্পের পরবর্তী অংশ 'নীল পদ্ম' (The Blue Lotus)-এর পটভূমি এই বই থেকেই শুরু হয়, যা একে সিরিজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় করে তুলেছে। বইটির রঙিন ও বিস্তারিত ছবি (Ligne Claire শৈলী) সব বয়সের পাঠকদের মুগ্ধ করে।
Was this review helpful to you?
or
ফারাওয়ের চুরুট কমিক্সের শুরুই হয় জাহাজ যাত্রা দিয়ে।সেখানে রয়েছে অনেক মজার মজার কাহিনি।কমিক্সের শুরুতে টিনটিনকে একটি গুহার ভিতর থেকে অজ্ঞান করে কফিনে বন্দি করা এবং ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে যাওয়া এবং বণিকদের সাথে আরব সাগরে যাত্রা সবই যেন ভবিষ্যৎতের এক নিয়তিই ছিলো।এর গল্পটাও টিনটিনের অন্যান্য কমিক্সের নায় সুন্দর এবং আঁকা বরাবরের মতই সুন্দর।
হে আমার মেয়ে ড. শায়খ আলী তানতাবী রাহ.
কুরআনের শব্দাবলি - লেভেল ১ জোবায়ের আল মাহমুদ
শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কুরআনের শব্দাবলি - লেভেল ২ জোবায়ের আল মাহমুদ
তাফসীরে তাওযীহুল কুরআন - তৃতীয় খণ্ড (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী 



