
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই দারুন একটি উপন্যাস ছিল। প্রতিটি পাতা আপনাকে পরের পাতা উল্টোতে বাধ্য করবে। একটুও একঘেয়েমি লাগেনি। বাংলাদেশে ইতিহাসের সাথে মিল রেখে এভাবে টানটান উত্তেজনায় ভরপুর থ্রিলার উপন্যাস খুব কমই পড়েছি। অসাধারণ লেগেছে।
Was this review helpful to you?
or
A different thriller with lots of historic informations... Really Enjoyed the Novel. Twist, action, mystery and mind game was just awesome...Highly recommend..
Was this review helpful to you?
or
Amazing! Thanks for letting people know about the true history. Keep continuing this types of work.
Was this review helpful to you?
or
বুক রিভিউ দ্য রেড সুলতান রিভিউয়ারঃ তাসমিয়া বুশরা পড়ে শেষ করলাম সাম্প্রতিক সময়ে পড়া শ্রেষ্ঠ থ্রিলারগুলোর একটি— দ্য রেড সুলতান। শুরু থেকে শেষ পর্যন্ত প্লটের তীক্ষ্ণতা, থ্রিল আর রহস্য আমাকে একদমই হতভম্ভ করে দিয়েছে। যতটা আশা করেছিলাম, তার চেয়েও অসাধারণ ডেলিভারি দিয়েছেন লেখক—মাশাল্লাহ সত্যিই দুর্দান্ত! উপন্যাসের শুরুতেই দেখি, সুলতান আব্দুল হামিদের কক্ষে হঠাৎ ঢুকে পড়ে এক আহত আগন্তুক। তার কাছে রয়েছে এমন এক গোপন তথ্য, যা প্রকাশ পেলে উন্মোচিত হবে পুরো রাজ্য কাঁপিয়ে দেওয়া এক ভয়ংকর ষড়যন্ত্র। কিন্তু সত্য উচ্চারণের আগেই তাকে হত্যা করা হয়—এবং অজানা থেকে যায় সেই গুপ্ত রহস্যটি। পাঠক হিসেবে এখান থেকেই আপনি আটকে যাবেন এক দমবন্ধ করা রহস্যযাত্রায়। গল্পের পটভূমি গড়ে উঠেছে ওসমানীয় সাম্রাজ্যের শেষদিকের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলকে কেন্দ্র করে। পশ্চিমা শক্তি বনাম সুলতানের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মনস্তাত্ত্বিক লড়াই—এ উপন্যাসের সবচেয়ে বড় আকর্ষণ। রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, কূটনীতি আর ক্ষমতার অদ্ভুত খেলাগুলো লেখক এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে মনে হবে আপনি যেন সময়ের স্রোত পেরিয়ে ঠিক সেই যুগটিতেই উপস্থিত। প্রতিটি পাতায় রয়েছে টানটান উত্তেজনা, নিখুঁত রহস্য, দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স—সাথে আছে গোয়েন্দাগিরির তীক্ষ্ণ স্বাদ। সবচেয়ে ভালো লেগেছে সুলতানের বুদ্ধিমত্তার চমৎকার ব্যবহার; তার প্রতিটি পদক্ষেপ পাঠককে মুগ্ধ করবে নিশ্চিতভাবেই। পুরোটা পড়ে মনে হয়েছে—আমি যেন অসাধারণ এক অভিজ্ঞতার সঙ্গী ছিলাম। বইটির রেশ এখনো আমার মন থেকে যাচ্ছে না। আরেকটা কথা না বললেই নয়—লেখক জাহিদ ভাইয়ার লেখনী গত দুই বছরে যে পরিমাণ উন্নতি করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এত শক্তিশালী প্লট, এমন সুন্দর উপস্থাপন—তিনি নিজেকে সত্যিই অন্য এক উচ্চতায় তুলে এনেছেন। সব মিলিয়ে, দ্য রেড সুলতান এমন এক থ্রিলার যা কেউ পড়লে হতাশ হওয়ার কোনো সুযোগই নেই। যারা রহস্য, ইতিহাস, রাজনৈতিক ষড়যন্ত্র এবং স্মার্ট থ্রিল পছন্দ করেন—তাদের জন্য এটি নিঃসন্দেহে মাস্ট রিড একটি বই। 📚🔥
Was this review helpful to you?
or
আমি সাধারণত অ্যাকশন,থ্রিলার আর রহস্যধর্মী বই পছন্দ করি, কিন্তু The Red Sultan সত্যিই থ্রিলারের মধ্যে সেরাদের মধ্যে ছিল। প্রতিটি পাতায় নতুন রহস্য, নতুন উত্তেজনা,এক মুহূর্তের জন্যও মনোযোগ সরাতে পারিনি। যাদেরকে শত্রু ভেবেছিলাম, শেষমেশ দেখলাম সব ভুল! এখন অপেক্ষা শুধু The Red Sultan 2-এর জন্য,আশা করি সেখানে সব রহস্যের সুন্দর অবসান হবে। সত্যি বলতে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম টানটান উত্তেজনায় ভরা একটি বই। প্রতিটি পাতায় মনোযোগ দিয়ে পড়েছি,অসাধারণ এক অভিজ্ঞতা💛
Was this review helpful to you?
or
সুলতান আবদুল হামিদ সানি রহ-কে নিয়ে রচিত বাংলা ভাষায় প্রথম পলিটিকাল থ্রিলার 'দ্য রেড সুলতান' পড়ছি। লেখক Mohammad Zahid Hossain ভাই শুরুতেই বলে দিয়েছেন এটি উপন্যাস, ইতিহাস জানার গ্রন্থ নয়। তাই উপন্যাস হিসেবেই পড়তে হবে। বলা যায় বইটি ফিকশনাল, তবে ক্যারেক্টার অরিজিনাল। পড়ায় গতি আছে, টুইস্ট-টার্ন আছে আর অবশ্যই সুলতানের বুদ্ধির ঝলক তো দেখাই যাবে। মূলত সুলতানের গোয়েন্দা বাহিনীর গল্পগুলোই এখানে প্রাধান্য পেয়েছে। কীভাবে তাঁর গুপ্তচররা ইহুদিদের ষড়যন্ত্র নস্যাৎ করত তা জানা যাবে। ভালোই উপভোগ করেছি। জানা জিনিসকে ভিন্নভাবে জানলাম।




