
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কাদিয়ানীরা অমুসলিম কেনো? কাদিয়ানী মতবাদ ও আকীদাহ-বিশ্বাস আর কাদিয়ানীদের অমুসলিম হওয়ার কারণ বিষয়ে খুবই তথ্যনির্ভর একটি বই। এই বইয়ে কাদিয়ানীদের প্রায় সব ভ্রান্ত আকীদাহকে তাদেরই গ্রন্থের পিডিএফ থেকে স্ক্রিনশট সহ যুক্ত করে ভ্রান্তিগুলোর সত্যতা প্রমাণ করা হয়েছে। বারবার হাইলাইট করে এটিও বলা হয়েছে, "আর সব স্ক্রিনশট দেখার ক্ষেত্রে এটা স্মরণ রাখতে হবে, স্ক্রিনশটটির সম্পর্ক এর পূর্বের বক্তব্যের সাথে, পরের নয়।" মূল গ্রন্থে শুরুতেই ইসলামে আকীদাহর গুরুত্ব বয়ান করতে গিয়ে যা বলা হয়েছে তার সংক্ষিপ্ত কথা হচ্ছে, ১/আকীদাহর বিশুদ্ধতা ছাড়া কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। ২/কারও যদি সকল মৌলিক আকীদাহ সঠিক ও বিশুদ্ধ হওয়া সত্ত্বেও মাত্র একটি আকীদাহ ভ্রান্ত হয়,এরপরও তার ঈমান থাকে না। ৩/কারও সকল মৌলিক আকীদাহ বিশুদ্ধ ; কিন্তু তার জীবনে কোনও ভালো আমল নেই, তবুও সে একদিন জান্নাতে যাবে ইন শা আল্লাহ। তবে সমস্ত আমল বিশুদ্ধ হওয়ার পরও কেবল একটি মৌলিক আকীদাহ ভ্রান্ত হলে সে কখনও জান্নাতে যেতে পারবে না। বিস্তারিত বই থেকে পড়ে নিতে পারেন। আকীদাহর মৌলিক আলোচনা তিন ভাগে বিভক্ত : ১/ ইলাহিয়্যাত বা তাওহীদ ২/নবুওয়ত বা রিসালাত ৩/সামইয়্যাত বা আখেরাত খতমে নবুওয়তের মাসআলা দ্বিতীয় প্রকার তথা নবুওয়ত বা রিসালাত এর অন্তর্ভুক্ত। কাদিয়ানীদের কা''ফে*র হওয়ার মৌলিক কারণগুলো হচ্ছে, ১/আকীদায়ে খতমে নবুওয়ত অস্বীকার ২/ঈসা আঃ এর জীবিত থাকা ও অবতরণকে অস্বীকার ৩/ নবীদের অবমাননা ও তাদের সম্পর্কে অপবাদ গোলাম আহমদ কাদিয়ানীর গোমরাহিগুলোর মধ্যে মূল বিষয়ই হচ্ছে তার কথার স্ববিরোধতা। সে নিজেকে মুহাম্মদ ﷺ দাবি করে, আবার মুহাম্মদ ﷺ এর গুণগুলো তার মধ্যে পূর্ণতা পেয়েছে এমন দাবি করে, আবার বলে ঈসা ও মাহদী একই,আবার বলে সে-ই মাহদী,আবার নিজেকে ঈসাও দাবি করে, আবার জিল্লী নবী বলে,আবার নিজেকে খাতামুন নাবিয়্যীন বলে। তার ট্রান্সফরমেশন খুবই চমৎকার কিভাবে সে গোলাম আহমদ থেকে ঈসা হলো! প্রথমে সে গোলাম আহমদ থেকে মারইয়াম হলো। মানে পুরুষ থেকে নারী।ট্রান্সগন্ডার। তারপর জিবরাইল তার মধ্যে ঈসা আঃ এর রুহ ফুঁকে দিলেন। সে হয়ে গেলো গর্ভবতী। তারপর ওই গর্ভের সন্তানই তার নিজের আকৃতিতে ঈসা হয়ে আত্মপ্রকাশ করলো। মানে নারী থেকে আবার পুরুষ। ডাবল ট্রান্সগন্ডার। এজন্যই হয়তো নিজ নবুওয়তের প্রমাণ বা মু'জিযাহ হিসেবে সে বলতো, "পুরুষের হায়েয হয় না কিন্তু আমার হয়।" মিথ্যানবীর কাছে মু'জিযাহ চাওয়া বিষয়ক একটি সতর্কতা। ইমাম আবু হানীফার মানাকেব বিষয় একটি গ্রন্থের সূত্রে এখানে বলা হয়েছে, ইমাম আবু হানীফার সময়ে এক লোক নবুওয়ত দাবি করে বললো, আমাকে সুযোগ দাও আমি তোমাদেরকে মু'জিযাহ দেখাবো। ইমাম আবু হানীফা তার সম্পর্কে ফতোয়া দিয়েছিলেন, যে তার কাছে মু'জিযাহ দেখতে চাইবে সে কা'ফে*র হয়ে যাবে। কেননা রাসূল ﷺ বলেছেন, "আমার পর কোনও নবী আসবে না।" আমরা বলি না যে,কাদিয়ানীরা এই দেশে থাকতে পারবে না। বরং আমরা বলি, তারা থাকুক,কিন্তু নিজেদের পরিচয়ে থাকুক। অন্য অমুসলিমরা যেমন নিজেদের পরিচয়ে থাকে,তারাও তেমন নিজেদের পরিচয়ে থাকুক। কাদিয়ানীদের সাথে সাধারণ অমুসলিমদের পার্থক্য হচ্ছে, অন্য অমুসলিমরা শুধু অমুসলিম, মুশ'রি*ক অথবা কা'ফে*র। কিন্তু কাদিয়ানীরা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণে তারা মুর'তা*দ আবার নিজেদের কুফ"রকে ইসলাম বলে প্রচার করার কারণে তারা জিন''দী*ক্ব। এদের তো মূল শাস্তিই হচ্ছে ক্ব''ত*ল। এছাড়াও এদেরকে মসুলমান পরিচয়ে থাকতে দেওয়ায় আরও অনেক ধর্মীয় ও রাষ্ট্রীয় সমস্যাও আছে। ১/ধর্মীয় সমস্যা হচ্ছে, এদের সাথে বিয়ে-শাদি ও মীরাস বিষয়ক সমস্যা ২/রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে, এরা তো মুসলমান না,তারপরও তারা কোনও আ'কা*ম করলে আঙ্গুলটা ইসলামের দিকে আসবে।বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান রাষ্ট্র হওয়ায় তাদের আ'কা*মের কারণে বলা হবে, মুসলমানরা এমন করেছে।অথচ তারা মুসলমান না। মূল কথা হচ্ছে, ম'দ খাওয়া, খাওয়ানো ও বিক্রি করা সবই খারাপ। এই কাজগুলোই খারাপ। তার উপর কেউ ম'দের বোতলে জমজমের পানির স্টিকার লাগিয়ে বিক্রি করে? সর্বস্তরের মুসসমানদেরকে সতর্ক হতে হবে। আজকে তাদেরকে অমুসলিম ঘোষনা করা না হলে কাল আপনার মেয়েকে মুসলমান মনে করে এক কা'ফে*র কাদিয়ানী ছেলের সাথে বিয়ে দিতে পারেন যা জায়েয নয়। অথবা নিজেই একটা কাদিয়ানী কা'ফে*র নারীকে বিয়ে করে জি''নায় জড়িয়ে যেতে পারেন। এত বড় ভুল আর এত ভয়ংকর হারা'ম ও কু'ফ*রীতে আপনি জড়িয়ে যেতে পারেন অথচ টেরও পাবেন না। সতর্ক হতে হবে। কাদিয়ানীরা জিন''দী*ক কা'ফে*র। তাদেরকে কা'ফে*র বলতেই হবে। কেউ যদি নিজেকে ইহু'দী,খ্রি'স্টা"ন বা হি''ন*দু বলে পরিচয় দেয় তাহলে যেমন সে মুসলমান থাকে না। তেমনি নিজেকে কাদিয়ানী বললেও সে মুসলমান থাকবে না। আল্লাহ এমন ফেতনা থেকে উম্মাহকে হেফাজত করুন। বইটি গতকাল নূরিয়া মাদরাসার মাহফিল থেকে মোহতামিম সাহেব সংগ্রহ করেছিলেন। সুযোগ পেয়ে পড়ে ফেললাম। 🖋️ @জহির বিন আইয়ুব ১৩/১২/২০২৫ শনিবার




