
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#_বুক_রিভিউ ∞বইঃ দ্য গেইম ∞লেখকঃ কয়েস সামী ∞পেইজ সংখ্যাঃ ১৯২ ∞মুদ্রিত মূল্যঃ ৪০০৳ ∞ব্যক্তিগত রেটিংঃ ০৮/১০ ∞প্রকাশনীঃ অনুজ প্রকাশন ∞ক্যাটাগরিঃ সাইকোলজিক্যাল থ্রিলার শুরুর কথাঃ "দ্য গেইম" হলো মনঃস্তাত্ত্বিক খেলার এক রহস্যের আসর যেখানে সবাই একে অপরকে গুটিরূপে ব্যবহার করতে চায়। কিন্তু কেউ জানে না কে আসল গুটি আর কে খেলোয়াড়। এটি এমন এক খেলা যেখানে ভালোবাসা আছে, আছে বিশ্বাসঘাতকতা, আছে সম্পর্কের জটিল সমীকরণে দ্বন্দ্ব, আছে টানাপোড়েন। বিশ্বস্ত সঙ্গীর কাছে প্রতারিত হয়ে এক সাধারণ মানুষের প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার গল্প "দ্য গেইম"। মূলকাহিনীঃ উপন্যাসের প্রারম্ভেই দেখা মেলে এক দম্পতি ফারাহ আর আতাউরের সাথে। তারা শহুরে ব্যস্ত কর্মময় জীবনের পাঠ চুকিয়ে মানসিক শান্তির উদ্দেশ্যে শ্রীমঙ্গলে নতুন আবাস গড়েছে। এটা অবশ্য আতাউরের ভাষ্যমতে। কিন্তু ফারাহ আছে সংশয়ে- সত্যিই কি তাই? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আরেক দম্পতি শিউলি ও রায়হান ঢাকা থেকেই এসে এখানে বসতি গড়েছে। আয়েশা খালার মাধ্যমে তাদের সম্পর্কে খোঁজ পায় ফারাহ। এ যেন আশা জাগানিয়া এক সন্ধান। কারণ শ্রীমঙ্গলে আসার পর থেকেই আতাউর এবং ফারাহ দুজনেই খুঁজছিল তাদের। তাদের খোঁজার কারণ ও উদ্দেশ্য ভিন্ন। প্রথমে শিউলির স্বামী রায়হানের সাথে ফারাহ ও আতাউরের দেখা হয়। রায়হানের সাথে সাক্ষাতে আতাউর অস্বস্তিতে পড়লেও ফারাহ খুশি। এরপর আলাদাভাবে দুজনের সাথেই দেখা হয় উপন্যাসের অন্যতম চরিত্র শিউলির সাথে। শিউলি ও আতাউরের মাঝে গড়ে উঠে পরকীয়া নামক নিষিদ্ধ সম্পর্ক। কিন্তু আতাউর একদিকে ভালোবাসার মানুষ শিউলিকেও চায় অপরদিকে প্রিয়তমা স্ত্রী ফারাহকেও ত্যাগ করতে নারাজ। সে যেন এক বিধ্বংসী খেলায় এলিয়ে দেয় নিজের জীবনকে। ঘটনাক্রমে শিউলি আর আতাউরের সম্পর্ক জেনেও নীরব দর্শকের ভূমিকায় আসীন হয় ফারাহ। সবকিছু ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎই একদিন নিখোঁজ হয় আতাউর। পুলিশের সহযোগিতায় পুলের পাশে তার লাশ পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয় তার। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সকল প্রমাণ কথা বলে শিউলির বিপক্ষে। কিন্তু চোখে যা দেখা যায় সবসময় কি তা-ই সত্যি হয়? শিউলির ব্যাপারেও এমনটা হচ্ছে না তো? অন্য কারো গেইমের বলি কি আতাউর? এখন কী করবে রায়হান? আর ফারাহ, কী হবে তার? কে আসল অপরাধী? এরপর একে একে বেরিয়ে আসে আরও অনেক রহস্য। সম্পূর্ণ উপন্যাসে জটিল এক চরিত্র রায়হান। কিছুদিন পরে তার নিজ বাড়ি হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা দূর্ঘটনা হলেও কিছু একটা কিন্তু থেকেই যায়। উপন্যাস শেষ হয় আরেক রহস্যময় চরিত্রের উপস্থিতি দিয়ে। কে সে? রাকিব নাকি আবীর? কী হবে "দ্য গেইম" এর ফলাফল? কে জিতবে এই খেলায়? পাঠ প্রতিক্রিয়াঃ উপন্যাসের গতি প্রথম দিকে শ্লথ ছিল। আর কিছুটা গতানুগতিক ধারার মনে হচ্ছিল। কয়েকটা বাক্য কয়েকবার রিপিট করার ব্যাপারটা একটু চোখে লেগেছে। ফলস্বরূপ পাঠে কিছুটা একঘেয়েমি আসলেও ঘটনার প্রবাহে রহস্যের ডালপালা মেললে সেই একঘেয়েমি দূর হতে বেশি সময় লাগেনি। চরিত্রের মাঝে ডুবে গিয়ে যেন খুব কাছ থেকেই উপভোগ করছিলাম শ্রীমঙ্গলে তাদের জীবনটা। উপন্যাস জুড়ে বিভিন্ন সাসপেন্সে পাঠককে বুঁদ করে রাখলেও শেষটায় এসে লেখক এমন এক টুইস্টে দাঁড় করিয়ে ছেড়ে দিলেন যে পাঠক মনঃস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়ে যেতে বাধ্য। অসমাপ্ত পরিণতিতে এই উপন্যাসের রেশ দীর্ঘসময় ছিল মস্তিষ্কে। ভাবতে বাধ্য করায় কী হবে এরপর? তবে সর্বোপরি বলতেই হয় বরাবরের মতোই লেখক এবারও সহজ ও সাবলীলভাবে চমৎকার একটি থ্রিলার বই উপহার দিয়েছেন পাঠকদেরকে। উপন্যাসটিতে আপত্তিকর এডাল্ট দৃশ্য উল্লেখ না থাকায় বইটি যেকোনো বয়সী পাঠকের জন্য পাঠ উপযোগী। আর অনুজ প্রকাশনের প্রোডাকশন খুব চমৎকার হওয়ায় বইটা পড়তেও আরাম। ব্যক্তিগত মতামতঃ খুব খারাপ লাগে যখন দেখি, আতাউরের মতো একজন শিক্ষক যে কিনা শিক্ষার্থীদের নৈতিকতা শেখানোর কথা সেখানে সে-ই জড়িয়ে পড়ে ভয়ঙ্কর সামাজিক অবক্ষয় পরকীয়ার সাথে। সে ফারাহকে স্ত্রীর চোখে দেখলেও শিউলির জন্য তার ভালোবাসার আধার। তাদের একটা অবৈধ সম্পর্কের জেরে ভালোবেসে আকড়ে ধরা এক জোড়া সুখী দাম্পত্যে নেমে আসে কালো ছায়া। এই উপন্যাসে লেখক দেখিয়েছেন দুটি দাম্পত্যের করুণ পরিণতি। এটি হতে পারে একটি সামাজিক বার্তা। এতে করে অনেকেই নিরুৎসাহিত হতে পারে পরকীয়ার ছোবল থেকে। ✍️Syeda Tania Akther.
Was this review helpful to you?
or
এটি একটি শক্তিশালী, অন্ধকারময় সাইকোলজিকাল থ্রিলার বই, যেখানে প্রতিটি চরিত্রই একটি গেম প্লেয়ার, যেখানে সত্য লুকিয়ে থাকে মুখোশের আড়ালে। চরিত্রগুলো খুবই বাস্তব এবং মানসিকভাবে জটিল। বইটির পড়ার শুরুর দিকে ভেবেছিলাম আমি হয়তো ধরে ফেলেছি পরবর্তীতে কি হবে কিন্তু যতই সামনে পড়ছি ততই যেন কৌতূহল বাড়ছে। আশা করছি, আমার মত মনস্তাত্ত্বিক থ্রিলার বইপ্রেমীরা এই বইটি পড়ে মজা পাবে। লেখকের জন্য রইলো শুভকামনা।
Was this review helpful to you?
or
কয়েস সামীর দ্য গেইম একটি বাস্তবধর্মী থ্রিলার গল্প যেখানে বিশ্বাসঘাতকতা, ভালোবাসা এবং মানসিক দ্বন্দ্ব মিশেছে। ফারাহর চরিত্রে তার ভেতরের ক্রোধ, শঙ্কা ও ভালোবাসার দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্লটের টুইস্ট ও রহস্য পাঠককে শেষ পর্যন্ত উত্তেজিত রাখে। ভাষা সহজ ও সাবলীল, যা গল্পকে আরও পাঠযোগ্য করে। কিছু ক্ষেত্রে চরিত্রের সিদ্ধান্ত দ্রুত পরিবর্তিত মনে হলেও সামগ্রিকভাবে এটি সম্পর্কভিত্তিক মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবে ভালো লাগার মতো। রেটিং - ৯/১০
Was this review helpful to you?
or
দ্য গেইম একটি মনস্তাত্ত্বিক বই। ফারাহ ও আতাউর বিবাহিত দম্পতি।আতাউরের গোপন পরকীয়া গড়ে ওঠে শিউলী নামক এক বিবাহিত নারীর সঙ্গে। আতাউর ভাবে তার স্ত্রী কিছু জানে না।তার দিনের পর দিন মিথ্যা বলা,অভিনয় করা। কিন্তু ফারাহ সব জানে। সব কিছু জেনেও সে চুপ করে আছে। কিভাবে সে বিশ্বাসঘাতকতা নিয়ে আতাউরের মুখোমুখি হবে? ফারাহ ভালোবাসার টানে প্রাণপ্রিয় স্বামীকে দ্বিতীয় সুযোগ দিতে চায়। সে তার স্বামীকে অনেক ভালোবাসে তাই চায় না সম্পর্ক নষ্ট হোক। কিন্তু আতাউর কি সেই সুযোগ কাজে লাগায়?সে কি আবার ফারাহরার কাছে ফিরে আসতে পারে? নাকি সে এবারও ফারাহর বিশ্বাস হারায়। এরইমধ্যে আতাউর ঢাকা ছেড়ে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব দেয়। যা শুনে ফারাহর রাজি হয়ে যায়। সে জানে আতাউর কেন শ্রীমঙ্গল যেতে চায়, কারণ সেখানে তার প্রেমিকা শিউলি আছে। আর এখান থেকেই শুরু হয় আসল গেইম। ~~এ গেইমে কে হবে শিকার? আর কে হবে শিকারী? একসময় এ খেলা এক ভয়াবহ রুপ ধারণ করে যার শেষ পরিণত হয় মৃত্যু। কে কাকে মারল?কেন মারল?সে সব প্রশ্নের উত্তর পেতে চাইলে অবশ্যই বইটি পড়তে হবে। নিজস্ব মতামত : ব্যক্তিগত ভাবে আমার কাছে এই বইটি অনেক ভালো লেগেছে। প্রতিটি পাতায় রহস্য আছে।আমার কাছে ফারাহ চরিত্র টিকে অনেক রহস্যময় লেগেছে। মাঝখানে কাহিনী কিছুটা ধীর গতি লেগেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে বইটি ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
আমাকে দ্য গেইম বইটির এডভান্স কপি দেওয়া হয়েছিল। সেখান থেকেই এই রিভিউ দেওয়া। দ্য গেইম বইটি শ্বাসরুদ্ধকর সাইকোলজিকাল থ্রিলার। থ্রিলার প্রেমীদের বইটি বেশ ভালো লাগবে আশা করি। এই বইয়ে পরে বুঝতে পারবেন পরকিয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে। বইটি টুইস্ট ছিল বেশ যা পড়ার আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। গল্পে চরিত্র কম থাকাই বেশ ভালো লেগেছে। চরিত্রে ছিল আতাউর-ফারাহ আর রায়হান-শিউলি। গল্পটা মূলত আতাউর আর শিউলির পরকিয়াকে ঘিরেই। রেটিং : ৮/১০ বই : দ্য গেইম লেখক : কয়েস সামী প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন প্রকাশক : আশরাফুল ইসলাম প্রকাশনী : অনুজ প্রকাশন মুদ্রিত মূল্য : ৪০০৳
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ_দ্য_গেইম — কয়েস সামী এক ভয়ংকর খেলা! এ খেলায় কে হবে শিকার? কে হবে শিকারি? “দ্য গেইম” একটি সাইকোলজিক্যাল থ্রিলার–রোমাঞ্চধর্মী উপন্যাস, যেখানে সম্পর্ক, সন্দেহ আর বিশ্বাস ঘাতকতা মিলিয়ে তৈরি হয় একটি টানটান গল্প। গল্পে ফারাহ নামে এক নারীর চোখ দিয়ে আমরা দেখি তার সংসারের ভেতরের অন্ধকার সত্য, আর সেই সত্য তাকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর অজানা খেলায়। শুরুটা সাধারণ মনে হলেও ধীরে ধীরে গল্পের রহস্য, মানসিক টানাপোড়েন এবং চরিত্রগুলোর দ্বন্দ্ব পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। ফারাহ সব জানে স্বামী আতাউরের গোপন প্রেম, এক বিবাহিত নারীর সাথে লুকোচুরি-সবটাই ফারাহর নখদর্পণে। অন্যদিকে, আতাউর নির্বিকার। সে জানে না, তার নীরব অভিনয়, দিনের পর দিন মিথ্যা বলে যাওয়াটা তার স্ত্রী ধরে ফেলেছে। এত কিছু জেনেও ফারাহ চুপ হয়ে আছে। না জানার ভান করে সংসার জীবন চালিয়ে যাচ্ছে আশ্চর্য দক্ষতায়। লেখার গতি দ্রুত, ভাষা সহজ, আর প্রতিটি অধ্যায়ে নতুন মোড় আছে—যার জন্য বইটি পড়তে পড়তেই শেষ হয়ে যায়। বিশেষ করে ক্লাইম্যাক্সে চমক আছে, যা গল্পটাকে আরও স্মরণীয় করে তোলে। নিজস্ব মতামত : এ বইটি পাওয়া হয়েছিল অনুজ প্রকাশকের লেখকের কপি থেকে নেওয়া বই। এ বইটি পড়ে বোঝা গেল বিশ্বাসঘাতকতা করলে কি শাস্তি দেওয়া যায় যার মাধ্যমে ফুটে উঠেছে "দ্য গেইম বইটি" এই বইটি পাঠকের মনে একটি জায়গা করে নিয়েছে..! যা পাঠকের মনে তৈরি করেছে এক টান টান রহস্যজনক, থ্রিলার এবং ভয়ংকর গেইম! রোমাঞ্চ, সাসপেন্স আর মানসিক রহস্য পছন্দ করলে “দ্য গেইম” হলো একটি।
Was this review helpful to you?
or
#বই_রিভিউ_দ্য_গেইম "দ্য গেইম" বইটি পড়ার প্রথমে তেমন একটা ভালো লাগেনি। গতানুগতিক বইয়ের মতোই লাগছিল। যদিও শেষ পর্যন্ত পড়ার পরও ততটা ভালো লাগেনি যতটা মনে হয়েছিল। এবং নাম দেখে ভেবেছিলাম। আমার মনে হয়েছিল শহরের আধুনিক আদলে এক জটিল গেইমের সম্মুখীন হতে চলেছি। যখন সাইকোলজিক্যাল থ্রিলার বললো তখন মনে হয়েছিল সাইকোলজিক্যাল বিষয়টা খুব দৃঢ়ভাবে ফুটে উঠবে৷ তেমনটা যদিও হয়নি। তবে গল্পটা মন্দ নয়। আমি কিছু পৃষ্ঠা পড়ার পরে লেখকের অটোগ্রাফ টা খেয়াল করি। এর আগে চোখে পড়েনি। যেখানে লিখা ছিল, "এখানে কাউকেই বিশ্বাস করা যাবে না।" তারপরই আমি কিছু টুইস্ট বুঝে গিয়েছিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল পরবর্তীতে কী হবে তা আমি আন্দাজ করতে পারছি। হলোও তাই। আমি যা ভাবলাম কিছুটা তাই ঘটলো। তবে একদম শেষের টুইস্ট টা আমার মাথায় একদমই আসেনি। এটা ছিল দারুণ! তবে ফারাহ'র জীবনটা আবার সেই ভান ধরার মধ্যেই রয়ে গেল। এভাবে একটা জীবন সুখে কাটানো যায়? ভান ধরে আর কত? নাকি এটাই তার কৃতকর্মের শাস্তি? শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে এভাবেই বাঁচতে হবে? এর তো কোনো নিস্তার লেখক দেখাননি শেষ পর্যন্ত। বইটা চাইলে আরেকটু তাড়াতাড়ি আগানো যেত। এগিয়ে আনা যেত কাহিনি গুলোকে। তবে এটাও মন্দ হয়নি। আমার পড়তে পড়তে অস্বস্তি লাগছিলো। কখন মূল গেইমে পৌঁছাবো সেই অপেক্ষায়। অন্যদের যদি ধৈর্য বেশি থাকে নিঃসন্দেহে তাদের কাছে বইটা ভালো লাগবে। তবে আমার ধৈর্য কিছুটা কম। তাই মনে হচ্ছিল দ্রুত যেন ক্লাইমেক্সে পৌঁছাতে পারি। সব মিলিয়ে ভালো লেগেছে শেষটার জন্য। আমি লেখকের "প্রাক্তন" বইটা পড়েই মনে হচ্ছে এটার থেকেও বেশি আগ্রহ পেয়েছি। ওটা অনুবাদ বা বিদেশি গল্প থেকে আশ্রিত হলেও দারুণ লেগেছিল। হয়তো এই বইয়ে লেখক কিছুটা এআই এর সাহায্য নিয়েছেন শুরুর দিকটায়। সেজন্য হয়তো আরও ভালো লাগছিল না। কারণ একটা কৃত্রিমতার ছোঁয়া চলে এসেছিল। এর চেয়ে উনি পুরোটাই নিজের কথাগুলোই বইয়ে রাখলে বইটা আরও প্রাণবন্ত, জীবন্ত ও উত্তেজনাপূর্ণ গেইমে পরিণত হতো। যত যাইহোক একটা টুল ও একজন মানুষের লিখার অনেক পার্থক্য থাকে। প্রাণহীন মনে হয়। আমার সব মিলিয়ে এভারেজ লেগেছে। রেটিং : ৩.৫/৫ শিরোনাম : দ্য গেইম লেখক : কয়েস সামী প্রকাশন : অনুজ প্রকাশন পৃষ্ঠা : ১৯২ মুদ্রিত মূল্য : ৪০০/-
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম 'দ্য গেইম' বইটার এডভান্স কপি পেয়ে বইটা পড়ে শেষ করলাম। মাশাআল্লাহ ভালোই লেগেছে। দুই বসাতে পুরো বইটাই পড়ে শেষ করে ফেলেছি। প্রথম বসাতে ১২০ পৃষ্ঠা আর পরের বার বাকিটা পুরো। তাহলে বুঝতেই পারছেন বইটা কেমন হতে চলেছে। এই থ্রিলার উপন্যাসের থ্রিল ও টুইস্ট গুলো আপনাকে খুব করে টানবে যে পরবর্তীতে কি হবে তা জানতে আপনি মুখিয়ে থাকবেন। থ্রিলার প্রেমিদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে। আমি একজন সৌভাগ্যবান পাঠক হিসেবে এডভান্স কপি পেয়ে পড়তে পেরে খুবই আনন্দিত। লেখকের বাকি বইগুলোও পড়তে চাই ইনশাআল্লাহ। 'দ্য গেইম' পাঠক প্রিয় হোক। শুভকামনা রইল। #ফি_আমানিল্লাহ
Was this review helpful to you?
or
আমাকে বইটির এডভান্স কপি দেওয়া হয়েছিলো। চমৎকার একটা বই পড়ে শেষ করলাম। প্রতিটা পর্বে টান টান উত্তেজনা অনুভব হয়েছে। বিশেষ করে ফারাহ বু্দ্ধিমত্তার প্রশংসা করতেই হয়।তার কৌশলের কাছে সকল অন্যায় সব লেপ্টে গেছে। অসাধারণ বই যেকোনো পাঠক পড়ে দেখতে পারেন। হতাশ হবেন না আশা করি।
Was this review helpful to you?
or
বই: দ্য গেইম (এডভান্স কপি), লেখক: কয়েস সামী। প্রকাশনী: অনুজ প্রকাশন। ওয়াও! চমৎকার একটা বই পড়লাম। কয়েস সামী মানেই দারুণ কিছু। আমার কাছে মনে হয়, বাংলাদেশী লেখকদের মাঝে সবচেয়ে আনডাররেটেড লেখক কয়েস সামী। দারুণ দারুণ লেখা উপহার দিয়েও চর্চার বাহিরে থাকেন। দ্য গেইম, কয়েস সামীর প্রকাশিত সবশেষ গ্রন্থ। সাইকোলজিক্যাল থ্রিলারের সম্রাটের হাতে বইটি হয়ে উঠেছে চমৎকার। বইয়ের মূল চরিত্রে আতাউর, ফারাহ, রায়হান ও শিউলি। সবারই উপস্থিতি সমান। সবাই অপরাধী, আবার সবাই ভিলেন। দ্য গেইম—তার নামের মতো একটা চক্র খেলা। সাপলুডুও বলা যায়। একজন খেলাঘর সাজায়, আবার সে-ই সে খেলার গুটি হয়ে যায়। তার সাথে খেলে ভিন্ন কেউ। প্রকৃতির সৌন্দর্যমন্ডী শ্রীমঙ্গলে চলতে থাকে, অমঙ্গল কার্যকলাপ। কাহিনি সংক্ষেপ বলতে গেলে, আতাউর তার স্ত্রী ফারাহকে ঠকাচ্ছে। সে তার পুরোনো প্রেমিকা শিউলিকে পেতে নানা পরিকল্পনা সাজাচ্ছে। এদিকে ফারাহ এ সংবাদ জেনে গেছে। ফারাহকে সংবাদ জানিয়েছে শিউলির স্বামী রায়হান। ফারাহ আর রায়হান তাদের জীবনসঙ্গীকে কাছে রাখতে—আতাউরের পরিকল্পনার বিপরীতে করে নতুন পরিকল্পনা। জমে ওঠে কৌশল কৌশল খেলা। শেষ পর্যন্ত কে বিজয়ী হয়, জানার জন্য অবশ্যই গল্প পড়তে হবে। আমার কাছে গল্পটি দারুণ লেগেছে। কয়েস সামীর লেখা শুরুর দিকে স্লো থাকে, তবে এ বইটা প্রথম থেকেই চমৎকার ছিল। শেষ দিকের ফিনিশিং দেখে মনে হচ্ছে ২য় পার্ট আসবে। আমি ব্যক্তিগতভাবে বইয়ের রেটিং দেবো—৮/১০। আপনাদেরও বলব, দ্য গেইমের ভিন্ন খেলায় মেতে উঠুন।
Was this review helpful to you?
or
সম্পর্কে বিভিন্ন দিক এবং বর্তমানের বহুল আলোচিত পরকীয়া নিয়ে রচিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সত্যিই অসাধারণ হয়েছে। একজন মেয়ে এতো ঠান্ডা মস্তিষ্কের হতে পারে তা ফারাহ চরিত্রের মাধ্যমে উঠেছে এসেছে। কিছু সম্পর্ক দ্বিতীয়বার সুযোগ দেওয়ার ফলেও যখন অপরাধে লিপ্ত হয় তখন তাকে নিঃশেষ করে দেওয়াই ভালো। সহজ,সরল ও সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখক। দুর্দান্ত এক মাইন্ড গেইমের অংশ হতে পারেন আপনিও যেখানে একটাই নিয়ম কাউকেই বিশ্বাস করা যাবেনা।বইটির এডভান্স কপি পড়েছি আমি।
Was this review helpful to you?
or
"দ্য গেইম" ——— কয়েস সামী " দ্য গেইম " আমাদের শেখায় — সম্পর্ক যত গভীরই হোক, একটামাত্র মিথ্যা — লক্ষ সত্যকে ধ্বংস করে দিতে পারে। এটা শুধু প্রেম বেঈমানির গল্প নয়, এটা মানুষের ভেতরের দুর্বলতা আর মুখোশের গল্প। এই বই মানুষের ভেতরের মুখোশ ও দুর্বলতার জট খুলে দেয়। দ্য গেইম" যেখানে প্রতিটা চরিত্রই এক ধরনের শিকার, আবার এক ধরনের শিকারীও।
Was this review helpful to you?
or
সম্পর্ক, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতা এই তিনটা জায়গা থেকেই আসলে " দ্য গেইম" গল্পটা শুরু। বইটা পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে—মানুষের ভেতরের অন্ধকারটা আসলে কত গভীর হতে পারে। গল্পের শুরুতে সবকিছু খুব সাধারণ। দুইটা দম্পতি, তাদের ব্যক্তিগত টানাপোড়েন, সন্দেহ আর দূরত্ব। কিন্তু যত গল্প এগোয় ততই মনে হয়। না, এখানে কিছু একটা ঠিক নেই। বিশেষ করে ফারাহ চরিত্রটা আমাকে বেশ চমকে দিয়েছে। প্রথমে যাকে একদম শান্ত, সহনশীল, নিরীহ স্ত্রী মনে হয় শেষে গিয়ে সে-ই পুরো গল্পের চালিকা শক্তি হয়ে উঠেছে। আতাউর আর শিউলির পরকীয়ার অংশটা প্রথমে বিরক্তিকরই লাগছিল, কিন্তু পরে বুঝলাম, এই বিরক্তিটাই লেখক কাজে লাগিয়েছেন। কারণ যখন তাদের পরিণতি সামনে আসে, তখন একটা তৃপ্তির মতো অনুভূতি কাজ করে। রায়হান চরিত্রটাও বেশ ঘুরে গেছে। শুরুর সাদামাটা মানুষটা শেষে গিয়ে একদম ভিন্ন রূপ নেয়। সবচেয়ে ভালো লেগেছে লেখক পাঠককে একাধিকবার সন্দেহে ফেলেন। কেউই পুরোপুরি সঠিক বা ভুল নয়। সবাই নিজের মতো করে বাঁচতে চেয়েছে। আবার নিজের মতো করেই ভুল করেছে। শেষটা একটু ঝুলে থাকা টাইপ, তবে সেটা খারাপ লাগেনি। বরং মনে হয়েছে, হ্যাঁ। গল্পটা এখানেই থামানো উচিত ছিল। কারণ মানুষের মনস্তত্ত্ব কখনই পুরোপুরি বন্ধ হওয়া কোন অধ্যায় নয়। বলতে গেলে "দ্য গেইম" বইটা খুব সহজ ভাষায় লেখা, কিন্তু এর ভেতরের মানসিক খেলা পাঠককে ভিতর থেকে নাড়া দেয়। বিশেষ করে সম্পর্ক ভাঙলে মানুষ কতটা ভয়ংকর হতে পারে, এই জায়গাটা লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। রেটিং : ৯/১০
Was this review helpful to you?
or
দ্য গেইম বইটি আমি এডভান্স কপি হিসেবে পাই এবং তারই রিভিউ শেয়ার করবো৷ ' বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক একটা সুন্দর সংসারকে কিভাবে ধ্বংস করতে পারে এবং সেখান থেকে মানুষ কতটা নিচে নামতে পারে, তার বিবেক, মনুষ্যত্ব কিভাবে বিসর্জন দিয়ে দিতে পারে এবং সর্বোপরি পরকীয়া মানুষের জীবনকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে তা জানবেন এই বইটি পড়ার মাধ্যমে।' কাহিনী সংক্ষেপ : ফারাহ এবং আতাউর দুজনে স্বামী-স্ত্রী। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু আতাউর আস্তে আস্তে জড়িয়ে পরে অনৈতিক সম্পর্কে শিউলি নামের একজন মেয়ের সাথে। এভাবে চলতে থাকে একদিন শিউলির স্বামী রায়হান এই বিষয়ে জানতে পারে এবং খোঁজ খবর নিয়ে সে পৌঁছায় ফারাহর কাছে এবং সব তাকে খুলে বলে কিন্তু ফারাহ বিশ্বাস করতে চায়না যে আতাউর এমন কিছু করতে পারে। তারপর রায়হায় ফারাহকে সব প্রমাণ দেখালে সে বিশ্বাস করতে বাধ্য হয়। তারপর রায়হান বলে সে তার স্ত্রী শিউলিকে ভালোবাসে এবং তাকে সুযোগ দিতে চায়। তাই সে শিউলি কে নিয়ে ঢাকা ছেড়ে শ্রীমঙ্গল চলে যায়। অন্যদিকে ফারাহ সব জেনেও আতাউরকে কিছুই বুঝতে দেয়না যে ফারাহ সব জানে,, সেও আতাউরকে নিজেকে সুধরানোর একটা সুযোগ দিতে চায় । কিন্তু আতাউর যখন জানতে পারে শিউলি শ্রীমঙ্গল চলে গেছে তখন সে ফারাহকে বলে তার ঢাকা শহরের যানজট আর কাজের চাপ থেকে বেড়িয়ে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকতে চায় এবং সে চায়ের শহর শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তাব দেয় এবং ফারাহ ও রাজি হয় কারণ ফারাহ জানে আতাউর যা বলেছে তা মিথ্যা। তারপর তারা শ্রীমঙ্গল যায় সেখানে আয়েশা খালা সহ আরো অনেকের সাথে পরিচয় হয় ফারাহ এবং আতাউরের। আতাউর সেখানে শিউলিকে খুঁজতে থাকে এবং পেয়েও যায়। শিউলিকে আতাউর বারবার নিজের করার চেষ্টা করে কিন্তু সে বারবার প্রত্যাখান পায় শিউলির কাছে। এভাবে চলতে থাকে,, এরই মধ্যে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনা। কাউকে হত্যা করা হয়েছে,, চা বাগানের মধ্যে পুলের পাশে একজনের মৃতদেহ পাওয়া যায়। অজ্ঞাত সেই লাশ কার ছিল,,, কাকে হত্যা করলো? কে হলো এই গেইমের শিকার এবং কে ছিল শিকারী?জানতে হলে পড়তে হবে কয়েস সামীর লিখা দ্য গেইম বইটি। পাঠপ্রতিক্রিয়া: দ্য গেইম বইটি সাইকোলজি থ্রিলার জনরার। বইটি সাসপেন্সে পরিপূর্ণ।গল্প পড়ার সময় শুধু আমার মনে হয়েছে মানুষ একটা অনৈতিক সম্পর্ক নিয়ে কতটা মরিয়া হয়ে উঠতে পারে,,যে তার আকাঙ্ক্ষিত বস্তু নিজের করবার জন্য মানুষ তার সমস্ত মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক ধ্বংস করে দেয়। এমন ঘটনা বাস্তবেও অহরহ ঘটে চলেছে যে একটা অবৈধ সম্পর্ক মানুষের জীবনে কেমন বিপর্যয় ডেকে আনতে পারে। গল্প পড়তে থাকি এবং শুধু এই ভাবনা মনে আসতে থাকে যে পরবর্তীতে কি হবে কি রহস্য সামনে লুকিয়ে আছে,,কি চমক রেখেছেন লেখক আমাদের জন্য। বইটি এক কথায় খুবই ভালো। এক বসায় শেষ করার মতো এই বই। যারা থ্রিলার প্রেমী তাদের নিশ্চয়ই এই বইটি হবে দারুণ চয়েস। বেশি কিছু বললে গল্প স্পয়লার হয়ে যেতে পারে তাই আর কিছু না বলি,, যারা বইটি পড়বেন তারাই বুঝবেন আসলে বইটি কেমন। আমার কাছে ভালো লেগেছে ,, আপনারাও চাইলে পড়তে পারেন।
Was this review helpful to you?
or
বইটির এডভান্স কপি প্রকাশনী ও লেখক হতে একটি গিভওয়ের মাধ্যমে আমি পেয়েছিলাম। অগ্রিম বইটি পড়তে পেরে খুবই আনন্দিত। গল্পটির মূল চরিত্র ফারাহ আর রায়হানের ধীরে ধীরে রহস্যময় হয়ে ওঠার ব্যাপারটা বেশ উপভোগ করেছি। আতাউর ও শিউলির পর'কীয়া'র ব্যাপারে একটু অস্বস্তি লাগলেও গল্পের ধারা এগিয়ে তাদের শা'স্তি প্রদান করা হয়েছে, দেখে সন্তুষ্ট। উভয় দম্পতির কারোরই ডি'ভো'র্স না হয় মোক্ষম শাস্তি প্রদানের দিকটা বইটিতে অন্য এক মাত্রার সংযোগ ঘটিয়েছে। পুরো ঘটনায় ফারাহর ধৈর্য্য ধরে স্বামী আতাউর ও শিউলির প্রেম সম্পর্কে জেনেও চুপচাপ থাকা ও সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়টি পাঠকমনে বেশ উত্তে'জনার সৃষ্টি করেছে বলে আমি মনে করি। লেখকের লেখার মান ও বইটির প্লট টুইস্ট খুবই অসাধারণ লেগেছে এককথায়। তবে হুট করে ঘটনাপ্রবাহ দ্রুত এবং ধীর হওয়ার দিকটা কিছুটা অ'স্ব'স্তি'ক'র লেগেছে। বইয়ের চরিত্রগুলোর দ্রুত পালাবদল আর পরি'ণ'তির বিষয়ে লেখক তার অসাধারণ লেখনীর পরিচয় ঘটিয়েছেন।
Was this review helpful to you?
or
"দ্যা গেইম" এই বইটার আমাকে একটা এডভান্স কপি দেওয়া হয়েছে যা পড়ে আমি একটা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করেছি । "দ্য গেইম" একটি মনস্তাত্ত্বিক থ্রিলার ও সম্পর্কভিত্তিক গল্প যেখানে বিশ্বাসঘাতকতা, অপরাধ, আবেগ ও জীবনবদল করা সিদ্ধান্তের জটিলতা তুলে ধরা হয়েছে। গল্পের প্রধান চরিত্র আতাউর, ফারহা, শিউলি ও রায়হানের পারস্পরিক সম্পর্ক ও আঁধারে লুকানো রহস্য পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। শ্রীমঙ্গলকে কেন্দ্র করে তৈরি সাসপেন্স, অতীতের প্রতিশোধ এবং অপ্রত্যাশিত মোড় গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে। দ্য গেইম এমন একটি গল্প যা শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠককে প্রশ্নের ভেতর আটকে রাখে—ভুলটা আসলে কার? মানুষ নাকি পরিস্থিতি? যারা এখনো পড়েননি—একবার পড়ে দেখলে বুঝবেন, বইটি সত্যিই সময় দেওয়ার মতো মূল্যবান।
Was this review helpful to you?
or
"দ্য গেইম" এমন এক খেলা যেখানে ভালোবাসা আছে, আছে বিশ্বাসঘাতকতা। সম্পর্ক আছে, আছে টানাপোড়েন। বিশ্বস্ত সঙ্গীর কাছে প্রতারিত হয়ে এক সাধারণ নারীর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার এক যাত্রা "দ্য গেইম"। আমাদের সমাজের অবক্ষয়ের এক দ্বার পরকীয়া। ভালোবেসে আকড়ে ধরা কত সুখী দাম্পত্যে নেমে আসে কালো ছায়া। এই উপন্যাসে লেখক দেখিয়েছেন এমনই দুটি দাম্পত্যের করুণ পরিণতি। প্রথম থেকেই একের পর এক সাসপেন্স ছিল যা পাঠককে ভীষণ রোমাঞ্চিত করেছিল। কিন্তু শেষটায় এসে লেখক এমন এক টুইস্টে দাঁড় করি ছেড়ে দিলেন যে পাঠক মনঃস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়ে যেতে বাধ্য। বরাবরের মতোই লেখক এবারও চমৎকার একটি থ্রিলার উপহার দিয়েছেন।
Was this review helpful to you?
or
খুবই চমৎকার সময় কাটিয়েছি বইটির সাথে।এই বইটি আমাকে এডভান্স একটি কপি হিসেবে প্রদান করা হয়েছিলো যেটি পড়ে আমি বিবেচনা করে রিভিউ দিয়েছি। আমাদের প্রদান চরিত্র মূলত ফারাহ–আতাউর আর শিউলী–রায়হানকে কেন্দ্র করে গড়া এই সম্পর্ক, পরকিয়া আর প্রতিশোধ মিলিয়ে তৈরি হয়েছে এক ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। আতাউরের পরকিয়া থেকে শুরু হয়ে শ্রীমঙ্গলে ঘটতে থাকা খুন টুইস্ট গল্পটিকে আরও আকৃষ্ট করে তোলে। কে কাকে কীভাবে খু-ন করলো,কেন করলো সব কিছু জানতে হলে বইটা অবশ্যই পড়তে হবে।বইটা না পড়লে টুইস্ট নিয়ে কিছুই জানা যাবে না।এখানে কেউই পুরো ভালো বা পুরো ভিকটিম নয় সব চরিত্রই রহস্য আর ধোয়াশায় ভরপুর। আমরা যারা ডার্ক, টুইস্টি ও রোমাঞ্চকর গল্পপ্রেমী আছি আমাদের জন্য এটা দারুণ। সম্পর্ক নিয়ে সেনসিটিভ হলে মানসিক ধাক্কা লাগবে,উপলব্ধি করা যাবে পরকিয়ার ভয়ংকর পরিণতি ।সবাই এক হয় না কারো কারো মাঝেও জেগে উঠে প্রতিশোধের ভয়াবহ নেশা।যেটি এই বইয়ে সুক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক সাহেব।
Was this review helpful to you?
or
দ্য গেইম কয়েস সামী আতাউর ও শিউলি নিজ নিজ সংসার থাকতে ও তারা পরকীয়ার মতো জঘন্য কাজে লিপ্ত হয়।শিউলি স্বামী আতাউর ও স্ত্রী তাদের এই সম্পর্কে কথা জানার পর কী করে ছিলো এটায় মুলত দ্য গেইম এর আসল রহস্য। জানতে হলে পড়তে হবে দ্য গেইম বইটি যদিও বই টা প্রি অডার শুরু হয়নি তবে প্রথম কয়েক কপি বই এর মধ্যে থেকে আমি এটা সংগ্রহ করতে পেরেছি এবং বই টা আমার বেশ ভালোই লেগেছে। আশা করি অন্য পাঠকদের ও ভালো লাগবে।
Was this review helpful to you?
or
একটি সম্পর্কের প্রধান ভীত হলো বিশ্বাস। সেই বিশ্বাস একবার ভাঙলে পুরো সম্পর্কটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আপনার ভালোবাসার মানুষটা আপনার বিশ্বাস ভাঙলো, আপনাকে ধোঁকা দিলো। আপনি তবুও তাকে সুযোগ দিলেন নিজেকে শুধরে নেওয়ার কিন্তু সে আপনার ভালোবাসার মূল্যায়ন করলোনা, আপনাকে বারবার ধোঁকা দিতে থাকলো। তখন তার প্রতি আপনার কতটা ঘৃণা জন্মাতে পারে? আপনার কাঠগড়ায় তার শাস্তি কি হবে? ‘দ্য গেইম’ বইয়ের গল্পটি এমনি এক ভালোবাসা, ঘৃণা আর প্রতিশোধের গল্প। এই গল্পে কেউ ভালো নয় সবাই অপরাধী। ☞ সংক্ষিপ্ত গল্প : গল্পটা শুরু ফারাহ আর আতাউর নামের এক দম্পতিকে দেখিয়ে যারা শহুরে কোলাহল ছেড়ে শ্রীমঙ্গলে যাচ্ছে তাদের নতুন ঠিকানার উদ্দেশ্যে। আপাত দৃষ্টিতে তাদের সুখি দম্পতি মনে হলেও তারা উভয়ই সুখি থাকার অভিনয় করে যাচ্ছে। কারণ ফারাহর স্বামী আতাউর পরকীয়ায় লিপ্ত শিউলি নামের একটি মেয়ের সাথে যেকিনা ফারহান নামের আরেকজনের স্ত্রী। শিউলি, তার আর আতাউরের সম্পর্কে শেষ করে শ্রীমঙ্গল গিয়েছে নতুন ভাবে জীবন শুরু করতে কিন্তু আতাউর কিছুতেই শিউলিকে ভুলতে পারেনি। যার ফলে সেও শ্রীমঙ্গল পাড়ি জমাতে যাচ্ছে যাতে সেখানে গিয়ে তার আর শিউলির ভেঙে যাওয়া সম্পর্কে আবার জোড়া লাগাতে পারে। আতাউর তার স্ত্রী ফারাহকে মিথ্যে বলেছে যে তার শহুরে কোলাহল ভালো লাগছেনা কিন্তু তার মনে রয়েছে অন্য পরিকল্পনা, শিউলিকে নিজের করার গোপন বাসনা। অপরদিকে ফারাহ যেকিনা আরো কয়েকমাস আগে থেকেই জানে তার স্বামীর পরকীয়ার ব্যাপারে। কিন্তু সে আতাউরকে কিছুই বুঝতে দেয়নি যে সে সবকিছু জেনে গেছে। কারণ ফারাহ তার স্বমীকে অনেক ভালোবাসে, সে আতাউরকে আরেকটা সুযোগ দিতে চায় যাতে সে তার এই পরকীয়ার সম্পর্কে ছেড়ে ফারাহ এর কাছে ফিরে আসে। আতাউর শ্রীমঙ্গল কোন উদ্দেশ্যে যাচ্ছে সেটাও সে জানে তবুও সে নিশ্চুপ, কারণ সে দেখতে চায় তার স্বামী নিজের ভুল সুধরে নিয়ে তার কাছে ফিরে আসে কিনা। শ্রীমঙ্গল গিয়ে শুরু হয় এক লুকোচুরি খেলা। আতাউর যেকিনা তার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে শিউলিকে কাছে পাওয়ার চেষ্টা চালাতে থাকে। অপরদিকে ফারাহ যখন দেখে আতাউর সুধরে না গিয়ে এখনও তাকে ধোঁকা দিচ্ছে তখন সেও পরিকল্পনা করতে থাকে কিভাবে তার স্বমীকে শাস্তি দেওয়া যায়। এভাবে আতাউর আর ফারাহ ধীরে ধীরে এক ভয়ংকর খেলায় মেতে ওঠে। এই লুকোচুরি খেলায় শেষে কার জিত হবে? আতাউর কি তার বাসনা পূরণ করতে পারবে? ফারাহ তার স্বামীকে কি শাস্তি দিবে? এই সকল প্রশ্নের উত্তর জানতে বইটা আপনাদের পড়তে হবে। ☞ পাঠ প্রতিক্রিয়া : পরকীয়া ধীরে ধীরে একটা ভালোবাসার সম্পর্ককে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় একটি বিবাহিত জীবনকে। যে পরকীয়া করে সে একটা বারের জন্যও ভাবেনা যে তার কাছের মানুষটা কতটা কষ্ট পাবে এটা জানতে পারলে। যেমনটা আমরা গল্পের ফারাহকে দেখতে পাই। যখন সে তার স্বামীর পরকীয়ার ব্যাপারে জানতে পারে তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পরে। এক মূহুর্তেই তার পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। ফারাহ এতো কষ্ট পাওয়ার পরেও আতাউরকে দ্বিতীয় সুযোগ দেয় কারণে সে আতাউরকে প্রচন্ড ভালোবাসাতো। কিন্তু আতাউর এই সুযোগের মূল্যায়ন করেনা সে তার নিষিদ্ধ খেলায় মেতে থাকে। ফলে ফারাহর মনে আতাউরের প্রতি যে ভালোবাসা ছিলো তা ধীরে ধীরে তীব্র ঘৃণায় পরিণত হয়। আর এই ঘৃণা থেকেই রচিত হয় এক প্রতিশোধের গল্প। সাইকোলজিকাল থ্রিলারের সকল বৈশিষ্ট্যই ‘দ্য গেইম’ বইটার ভেতর আছে। গল্পের প্লটটাও দারুণ। তবে বইটির প্রথম অর্ধেকের গল্প খুবি ধীর গতিতে আগায়। প্রথমদিকে গল্পটা সাধারণ মনে হলেও ধীরে ধীরে গল্পে যখন টুইস্ট এন্ড টার্ন শুরু হয় তখন গল্পটা ভালোই উপভোগ করি। বইতে চরিত্র ছিলো খুবি কম। অধিকাংশ গল্পই ফারাহ আর আতাউরে দৃষ্টিকোণ থেকে তাদের জবানিতে বর্ণনা করা হয়। এই বিষয়টা বেশ ভালো লাগে। কতক্ষণ ফারাহ গল্প বলছে আবার কতক্ষণ আতাউর। এর দ্বারা তাদের দুইজনের দৃষ্টিকোণ থেকে গল্পটাকে দেখা গেছে যেটা ছিলো খুবি ইন্টারেস্টিং। এখানে লেখক দরুন ভাবে তার লেখক শৈলী দেখিয়েছেন। লেখকের বই এই প্রথম পড়ার সুযোগ হলো। তার লেখার ধরণ সাবলীল। প্রতিটা চরিত্রকে নিজেদের জায়গা থেকে ভালোভাবেই বর্ণনা করেছেন। তাদের নিজস্বতা ধরে রেখে গল্পকে এগিয়ে নিয়েছেন। আর গল্পের শেষেও আরেকটা রহস্য রেখে দিয়েছেন। তবে গল্পের প্রথম অংশে কিছু জিনিসকে একটু বেশিই অতিরঞ্জিত করে লিখেছেন। মনে হয়েছে একি জিনিস বারবার বর্ণনা করছেন। এটা না করলে গল্পটার লেন্থ আরেকটু কম হতো আর পড়তেও তেমন বোরিং লাগতোনা। তবে গল্পের দ্বিতীয় অংশ নিয়ে কোন অভিযোগ নেই। দ্বিতীয় অংশটা ছিলো টুইস্টে ভরপুর। সর্বোপরি ‘দ্য গেইম’ বইটা ভালো পাঠ অনুভূতি দিয়েছে। গল্পের টুইস্ট গুলো অনেকে প্রেডিক্ট করতে পারবেননা। তবে আমার প্রেডিকশনের সাথে অনেক কিছুই মিলে গিয়েছিলো। থ্রিলার প্রেমিরা বইটা পড়তে পারেন আশা করি হতাশ হবেননা। ধৈর্য নিয়ে পড়তে পারলে শেষ পর্যন্ত ভালো লাগবে। কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় জানেনতো।
Was this review helpful to you?
or
বইটা দারুন ছিল।পড়ার সময় একটুও বোরিং লাগেনি।প্রতি পৃষ্টায় থাকা টুইস্টড অসাধারণ ছিল। দ্য গেইম বইটা মাইন্ড গেইমের মত।চরিত্রগুলো নিজেদের সুবিধায় সব করতে প্রস্তুত।সব মিলিয়ে বিশ্বাসঘাতকতা,প্রতারণা,প্রতিশোধ একজন থ্রিলার পাঠককে আনন্দ দেবে।
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ বই : দ্য গেইম লেখক : কয়েস সামী প্রকাশনী : অনুজ প্রকাশনী প্রকাশক :আশরাফুল ইসলাম প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন পৃষ্ঠা সংখ্যা : ১৯২ মূল্য : ৪০০ টাকা কাহিনি সংক্ষিপ্ত : কাহিনি শুরু হয় আতাউর এবং ফারহাকে দিয়ে খুবই সুন্দর একটা কাপল তারা। আতাউর ঢাকার একটা কলেজে চাকরি করে আর ফারহা ঘর সংসার সামলানো খুব সাধারণ একটা মেয়ে, সে আতাউর কে অনেক ভালেবাসে হঠাৎ করে একদিন এক লোক এসে বলে তার স্বামী নাকি পরকীয়া করে এবং তা সেই লোকেরই স্রীর সঙ্গে এবং সে কিছু প্রমান ও দেখায় ফারাহ কে, এটা দেখে ফারাহার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে কোনভবেই যেন বিশ্বাস করতে পারছে না তার স্বামী তার সঙ্গে চিট করছে। রায়হান সাহেব এবং শিউলি আতাউরের সম্পর্ক শিউলির সঙ্গে আর রায়হায় হলো শিউলির-ই স্বামী। রায়হান সাহেব ঠিক করেন শিউলিকে নিয়ে ঢাকা থেকে দুরে চলে যেতে চায় যাতে শিউলির মন আাতাউর কে ভুলতে পারে এবং তারা সুন্দর মতো নিজেদের মতো করে সংসার করতে পারে কারন রায়হান তার স্ত্রী শিউলি কে অনেক ভালোবাসে। তাই সে চেয়েছিলো দুরে গেলে হয়তো বা শিউলি আাতাউর কে ভুলে তার সঙ্গে সংসারে মন দিবে। অন্যদিকে আাতাউর এটা জানতে পেরে সে ও ফারহা কে একদিন বলে তার এখানে ভালো লাগছে না সে একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকতে চায় এটা শুনে ফারহা প্রথমে ভেবেছিলো তার স্বামী ও হয়তো শিউলি কে ভোলার জন্য অন্য কেথাও চলে যেতে চায় তাই সে ও রাজি হয়ে যায় কিন্তু পরে সে জানতে পারে তার স্বামী ও শিউলি যেখানে থাকে ওখানেই যেতে চায় আর সেটা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আসার পর থেকে ফারহা এবং আতাউরের খুব ভালো করেই দিনগুলো যাচ্ছিলো হঠাৎ করে একদিন শ্রীমঙ্গলের এক লেকের পাশে পাওয়া যায় একটা লা*শ। খুবই নির্মম ভাবে হ*ত্যা করা হয় লোকটাকে। আর সেই খু*নে*র আসামি হিসেবে ধরে নেওয়া হয় শিউলি কে। কিন্তু কেন? আর যে লোকটা খু*ন হয়েছে সেই বা কে? আর সেই খু*নে*র আসামী শিউলি কেই বা কেন করা হলো? এসব কিছু জানতে হলে পড়তে হনে কয়েস সামীর দ্য গেইম বইটা। নিজস্ব মতামত : বইটা যখন পড়া শুরু করেছি বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য আমি থমকে গেছিলাম মানুষ এমনও হয়! এভাবেই পরকীয়ার জন্য কতশত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। পুরো বইয়ের মধ্যে এতো টুইস্ট যা না পড়লে বুঝতে পারবেন না। শেষ টা এমন হবে কল্পনা ও করিনি। বইটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগলো আমার কাছে।ভাবতেই পারিনি এমন হবে শেষ টা। বই থেকে লেখক আমাদের একটাই শিক্ষা দিয়েছেন যে পরকীয়া করার আগে তোমরা হাজার বার ভাবো কিভাবে মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যায় এই পরকীয়ার কারনে। রেটিং : ৯/১০




