
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
একাডেমিক প্রস্তুতির জন্য একটি শ্রেষ্ঠ বই। একজন আপুর পরামর্শে বইটি সংগ্রহ করি এবং হাতে পাওয়ার পর থেকেই পড়তে শুরু করি। বইটি পড়ে আমি সত্যিই অনেক উপকৃত হয়েছি। প্রতিটি টপিক অত্যন্ত সুন্দরভাবে ও গুছিয়ে উপস্থাপন করা হয়েছে, যার ফলে যাদের কোনো বিষয়ে দুর্বলতা রয়েছে তারা সহজেই তা কাটিয়ে উঠতে পারবে। নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত কার্যকর ও সহায়ক বই। এমন মানসম্মত ও প্রয়োজনীয় একটি বই প্রকাশ করার জন্য বন্দি পাঠশালাকে আন্তরিক ধন্যবাদ।❤️
Was this review helpful to you?
or
বইয়ের প্রতিটি টপিক অনেক সুন্দর করে সাজানো। এর পাশাপাশি বাসায় বসে প্রাকটিস করার আলাদা ভাবে অনেক প্রশ্ন যুক্ত করে দেওয়া হয়েছে। যার মাধ্যমে আমার পড়াশোনায় অনেক অগ্রগতি পেয়েছি। আমার ইংরেজিতে অনেকটা দূর্বলতা ছিল।যা আমি ইংরেজি বইগুলো মাধ্যমে অনেক টা কাটিয়ে উঠতে পেরেছি। ধন্যবাদ বন্দিপাঠশালাকে এতো হেল্পফুল বই গুলো আমাদের দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
এই বইগুলো শিক্ষার্থীদের প্রয়োজন মাথায় রেখে অত্যন্ত যত্নের সঙ্গে প্রস্তুত করা হয়েছে। বিষয়ভিত্তিক সাজানো উপস্থাপনা ও পরিমিত কনটেন্টের কারণে পড়তে গিয়ে অপ্রয়োজনীয় চাপ অনুভব হয় না। প্রতিটি টপিক এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত মূল ধারণা বুঝে নিতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে রিভিশন সম্পন্ন করতে পারে। ফলে পড়াশোনার সময় যেমন সাশ্রয় হয়, তেমনি প্রস্তুতির মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বইগুলোর বিষয়বস্তু ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণভাবে প্রস্তুত, ফলে এখানে কোনো অপ্রয়োজনীয় বা পুরোনো তথ্য নেই। প্রতিটি অধ্যায় সহজ, সাবলীল ও অর্থবহ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা জটিল বিষয়গুলোও সহজে বুঝতে সাহায্য করে। আলোচনা শুধু তত্ত্বভিত্তিক নয়, বরং পুরোপুরি বোর্ড পরীক্ষা-কেন্দ্রিক। এই বই সেটের সবচেয়ে বড় শক্তি হলো এর Master CQ সিস্টেম। এর মাধ্যমে প্রায় সব গুরুত্বপূর্ণ টপিককে ৫–৬টি মানসম্মত CQ-এর মধ্যে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যা দ্রুত ও কার্যকর রিভিশনে দারুণ সহায়ক। পাশাপাশি প্রতিটি অধ্যায়ে প্রয়োজনীয় MCQ সংযোজন করা হয়েছে, যা কনসেপ্ট পরিষ্কার করতে ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো—এতে ২০২৫ সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও তার মডেল উত্তর, পাশাপাশি ২০২৫ সালের বোর্ড MCQ প্রশ্নসমূহ সংযুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে বাস্তব ধারণা পায় এবং প্রস্তুতি নিতে পারে আরও কৌশলগতভাবে। এছাড়া এই বই সেটে বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম পত্র অন্তর্ভুক্ত থাকায় এটি হয়ে উঠেছে একটি সম্পূর্ণ প্রস্তুতি প্যাকেজ। সব মিলিয়ে, এই বইগুলো সংক্ষিপ্ত, ফোকাসড এবং অত্যন্ত কার্যকর—দ্রুত রিভিশন, ফাইনাল প্রস্তুতি ও স্মার্ট স্টাডি প্ল্যানের জন্য একদম উপযুক্ত। যারা কম সময়ে সর্বোচ্চ ফলাফল চায়, তাদের জন্য এই বই সেট নিঃসন্দেহে দারুণ উপকারী।
Was this review helpful to you?
or
এই বই গুলাে খুব ই সুন্দর ভাবে সাজানো রয়েছে,,বাংলা সাবজেক্টে প্রতিটা সৃজনশীর খুব ই সুন্দরভাবে সাজানো হয়ছে মাশাআল্লাহ,, এই বই গুলাে স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ,,বন্দিপাঠশালাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর বই প্রভাইট করার জন্য
Was this review helpful to you?
or
বন্দি পাঠশালার ইংরেজি, বাংলা, আইসিটির কম্বো বইগুলো অনেক অনেক হেল্পফুল একাডেমিক এন্ড এডমিশনের জন্যে। বইগুলো এমন ভাবে গুছানো যে... যার ফলে একজন সাধারণ স্টুডেন্ট বইটি পড়লে সে বুঝতে পারবে সকল টপিক গুলো কতোটা গুছানো।। আশা করি বইগুলো প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অনেক কার্য্যকর ভূমিকা রাখবে তার এইচএসসি এন্ড এডমিশন লাইফে।।।
Was this review helpful to you?
or
one of the best combo book acdemic studies ...
Was this review helpful to you?
or
Onak thank you bondi pathsala k ay compecte boi gulo published korar jonno , one of the best combo pack for academic studies
Was this review helpful to you?
or
Bondi Patshala-র EBI Class সত্যিই অসাধারণ একটি লার্নিং প্ল্যাটফর্ম। এখানে পড়াশোনার পরিবেশ খুবই গুছানো, ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট-ফোকাসড। ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয় যেন দুর্বল ছাত্রছাত্রীরাও সহজে বুঝতে পারে। শিক্ষকরা অত্যন্ত যত্নশীল, ধৈর্যশীল এবং বিষয়ভিত্তিক ব্যাখ্যা খুব পরিষ্কারভাবে দেন। প্রতিটি টপিক গভীরভাবে বোঝানো হয়, সঙ্গে প্রয়োজনীয় শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ারিং এবং নিয়মিত প্র্যাকটিসের সুযোগ থাকে। EBI Class-এর সবচেয়ে ভালো দিক হলো— এখানে শুধু মুখস্থ নয়, বরং কনসেপ্ট বুঝে পড়ার ওপর জোর দেওয়া হয়। নিয়মিত ক্লাস টেস্ট, গাইডলাইন ও মোটিভেশন স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করে। যারা ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগোতে চায়, তাদের জন্য Bondi Patshala-র EBI Class নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠান।
Was this review helpful to you?
or
বই গুলোর সকল টপিক সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া আছে। আমি বই গুলো নিয়েছি । বই গুলো এককথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
EBI পরীক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি অল-ইন-ওয়ান কমপ্যাক্ট রিভিশন সমাধান। অল্প সময়ে পুরো সিলেবাস ঝালিয়ে নেওয়ার জন্য বইগুলো যেভাবে সাজানো হয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। এই সেটে বাংলা (১ম ও ২য় পত্র) ICT English (1st & 2nd Paper) সবগুলো বিষয়কে কনসেপ্টভিত্তিক, পরীক্ষামুখী ও সংক্ষিপ্ত নোট আকারে উপস্থাপন করা হয়েছে। অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধুমাত্র যা পরীক্ষায় আসে—সেটাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ✨ যা বইগুলোকে আলাদা করে তোলে: কম সময়ে দ্রুত রিভিশনের জন্য পারফেক্ট সহজ ভাষা ও স্মার্ট উপস্থাপন গুরুত্বপূর্ণ টপিক, শর্ট নোট ও কী-পয়েন্ট ফোকাস শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আদর্শ যারা EBI পরীক্ষায় ভালো করার লক্ষ্য নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই সেটটি হতে পারে একটি নির্ভরযোগ্য গাইড ও আত্মবিশ্বাসের উৎস।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ বইগুলো।
Was this review helpful to you?
or
These books are really very helpful and too much informative for academic students.
Was this review helpful to you?
or
বই টা অসাধারণ ছিল।
Was this review helpful to you?
or
Very helpful for academics
Was this review helpful to you?
or
The books are really well organized and help a lot in solving academic problems.




