
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"Mystery creates Wonder and wonder is the basis of Man's desire to understand." ▶️ •|- শতাধিক উপন্যাস পড়া হয়ে থাকলেও সিদ্দিক ভাই এর পারঙ্গম হাতে অতিপ্রাকৃত (supernatural), পরাবাস্তববাস (surrealism), ডার্ক কমেডি, ফ্যান্টাসি এবং সাসপেন্স এর সংমিশ্রণে রচিত "মৎস্য মারিব খাইব সুখে" এর মাধ্যমে আমার "অপন্যাস" এবং সিদ্দিক ভাইয়ের লেখা যুগপৎ পড়ার যাত্রার সূচনা ঘটে -|• ▶️ • সারসংক্ষেপ :- "Fearness is a concept that exists in the mind of man, but nature does not recognize it." ওয়াসি আহমেদ, পেশায় একজন চিকিৎসক এবং লেখক। জাহিদ হোসেন এবং তানজীম রহমান তার শ্রদ্ধাভাজন দুই কাছের বড় ভাই। লেখালেখির সুবাদে তাদের পরিচিয় এবং সম্পর্কে সুহৃদ। একুশে বই মেলার শেষদিন তারা সাক্ষাৎ করেন। উল্লেখ্য তানজীম আহমেদ গুরু-গম্ভীর প্রকৃতির মানুষ এবং কালে-ভদ্রে দেখা দেন। অপরদিকে জাহিদ হোসেনের আবাসন সুদূর সিলেট। তাই সচরাচর তাদের সাক্ষাৎ হয়ে ওঠে না। যখনই দেখা হয়, তারা লেখক ওয়াসি আহমেদ কে সওগাত করেন। অনুরূপ মেলার শেষদিনের সাক্ষাতেও তারা ওয়াসি আহমেদ কে ভিন্নধর্মী উপহার দিয়ে চমক দেন। "পানি ভর্তি বাউলের মাঝে শ্বেত বর্ণের একখানা মাগুর"। অ্যালবিনো জাতের না, দেশি মাগুর। এই মাগুরকে অন্য জগতের কোন সত্তাকে তলব করার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিলো বলে এটি কৃষ্ণ বর্ণ থেকে শ্বেত বর্ণ ধারণ করে। বিশেষ ক্ষমতাসম্পন্ন এই সফেদ মাগুরের অন্য জগতের সত্তা তলব করার বিশেষ পদ্ধতি পাঠকের চিত্তকে হতবিহ্বল করতে সক্ষম। বীতশ্রদ্ধ হয়ে বাউল সহ মাগুরকে নিয়ে ওয়াসি আহমেদ মেলা থেকে সরাসরি হাসপাতালে চলে আসেন নাইট ডিউটিতে এবং সেখানে নিজের অবিমৃষ্যকারিতার কারণে গ্যাড়াকলের পতিত হন। যার ফল স্বরূপ তানজীম ভাই এবং জাহিদ ভাইয়ের দেওয়া সফেদ মাগুর "দাগন" হয়ে পশ্চাদ্ধাবন করে ওয়াসি আহমেদ কে। ▶️ •কে এই দাগন? "There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy." মেসোপটোমিয়ান পুরাণ এর এক প্রাচীন সমুদ্রদেবতা, যার অস্তিত্ব জলের গভীরে, যে ইহজগতের গণ্ডি পেরিয়ে মৃতদের জগতে বিচরণ করে। "দাগন (Dagon)"। খুবই নৃশংস অপদেবতা, যে কাউকে কোন রকম রহম দেখায় না। বাইবেলে দাগন-কে ফিলিস্তিনী (Philistine) এবং উত্তর-পশ্চিম সেমিটিক জাতিগোষ্ঠীর প্রধান বা শীর্ষস্থানীয় দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে। যার শরীরের উপরিভাগ মানুষের মতো এবং নিচের অংশ মাছের লেজের মতো। ▶️ • কি তার রূপ? • মাগুর " দাগন" এর রূপ ধারণ করে কীভাবে? • শেষমেশ এই নৃশংস " দাগন" এর হাত থেকে কি ওয়াসি আহমেদ এর নিস্তার মেলে? • দাগন-যুদ্ধের নিষ্পত্তি আদোও কি সম্ভব? • তানজীম রহমান এবং জাহিদ হোসেন এই অভিযাত্রায় কেমন ভূমিকা রাখেন? - জানতে হলে পড়ুন, বাংলাদেশের "ড্যান ব্রাউন" খ্যাত সিদ্দিক আহমেদ এর প্রথম অপন্যাস "মৎস্য মারিব খাইব সুখে"। আপাতত ‘Hasta la vista’ ... ... ... ............................................................ ◾বই : মৎস্য মারিব খাইব সুখে। ◾লেখক : Siddiq Ahamed ◾জনরা : কসমিক হরর - স্যাটায়ার হরর। ◾প্রকাশনী : Afsar Brothers ◾প্রচ্ছদ : আরাফাত করিম ◾প্রথম প্রকাশ : ডিসেম্বর, ২০২৫ ◾পৃষ্ঠা : ১৬০ ◾মুদ্রিত মূল্য : ৩৫০৳ ◾পার্সোনাল রেটিং : ⭐⭐⭐⭐.৫/৫ ..............................................................




