User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By kha****com

      24 Jan 2026 10:33 PM

      Was this review helpful to you?

      or

      আমরা প্রতিদিন পাঁচবার সালাত আদায় করি, কিন্তু আমাদের মন কি আসলেও সেই সালাতে উপস্থিত থাকে? তাহমিনা আক্তার হিরা-র 'সালাতের সুগন্ধি' বইটি পড়ার পর আমার মনে হলো, এতদিন আমি সালাত পড়ছিলাম ঠিকই, কিন্তু এর প্রকৃত সুগন্ধ বা প্রশান্তি অনুভব করতে পারিনি। লেখিকা অত্যন্ত দরদ মাখা ভাষায় বুঝিয়েছেন যে সালাত কোনো যান্ত্রিক উঠবস নয়, বরং এটি রবের সাথে কথা বলার এক পরম মুহূর্ত। বইটির প্রতিটি অধ্যায় আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। বিশেষ করে অজুর প্রতিটি ধাপে গুনাহ ঝরে যাওয়া, আজানের প্রতিটি শব্দে সফলতার ডাক শোনা, এবং সিজদায় গিয়ে রবের একদম কাছে পৌঁছে যাওয়ার অনুভূতিগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমাদের সালাত কেন রোবটের মতো প্রাণহীন হয়ে যাচ্ছে এবং কীভাবে তাতে 'খুশু' বা একাগ্রতা ফিরিয়ে আনা যায়, তার চমৎকার কিছু টিপস এখানে রয়েছে। সবচেয়ে ভালো লেগেছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার কৌশলগুলো এবং সালাতের ভেতরের দুআগুলোর অর্থসহ বিশ্লেষণ। যারা আমার মতো সাধারণ মানুষ এবং সালাতকে অর্থবহ ও প্রশান্তিময় করতে চান, তাদের জন্য এই বইটি একটি পরম নেয়ামত। এটি কেবল পড়ার বই নয়, এটি সালাতকে সুন্দর করার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।"

      By nah****com

      24 Jan 2026 12:52 PM

      Was this review helpful to you?

      or

      বইটির শর্টপিডিএফ পড়তে পড়তেই আমার গলায় কান্না আটকে যাচ্ছিল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি টপিক যেন আমাকে নিয়ে লেখা। শেষ কবে আনন্দের সাথে সালাত পড়েছিলাম, মনে করতে পারছি না। সালাত আদায় করলেও কেন আমি প্রশান্তি পাচ্ছি না, কেনো এত গুনাহ আছে,, এই প্রশ্ন বারবার মনে আসছিল। আমি খুঁজে পাইনি এমন কোনো সেজদা যেটা আমি পরিপূর্ণ খুশু নিয়ে করছি এবং যা আল্লাহ দরবারে পৌঁছাতে পারে। বারবার মনে হচ্ছিল, কেয়ামতের দিন যদি শুরুতেই সালাতের হিসাবে আমি ফেল হয়ে যাই, তাহলে কি হবে আমার। আল্লাহুম্মাগফিরলি! আমি আর ভাবতে পারছি না। আলহামদুলিল্লাহ শর্টপিডিএফ পড়েই এত প্রভাবিত হয়েছি, এখন বইটি পুরোটা পড়ার জন্য আমি আরও আগ্রহী। আল্লাহ তাওফিক দান করুন প্রত্যেক মুমিন বান্দাকে এই বইটি পড়ার জন্য, যাতে তাদের হৃদয় শান্তি ও হেদায়াত খুঁজে পায়। আমিন।

      By TaNia IsLam

      24 Jan 2026 11:41 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, যাদের নামাজে মন বসে না, সালাতের গুরুত্ব বোঝেন না, তাদের জন্য এই বই টা, বুঝে সালাত পড়ার গুরুত্ব বোঝার জন্য। সালাতে মনোযোগ ফেরানোর জন্য।

      By Ummati_ Mustafa_saw

      24 Jan 2026 07:45 AM

      Was this review helpful to you?

      or

      শর্ট পিডিএফ পড়েছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো লেগেছে।সুকুনদায়ক একটা বই। মাস্টারপিস বলা যায়! সালাতে খুশু-খুযু বৃদ্ধি করার জন্য বেস্ট।

      By 880****881

      24 Jan 2026 12:35 AM

      Was this review helpful to you?

      or

      পাঁচ ওয়াক্ত নামাজই পড়া হয়, আলহামদুলিল্লাহ। তবে খুশু–খুজুর যে অভাব আছে, সেটা বুঝতে পারি। এমনকি সেটাকে ঠিক করার চেষ্টা করি—যেন আল্লাহর সাথে আমার কানেকশন আরও দৃঢ় হয়। “সালাতের সুগন্ধি” বইটির রিভিউ এবং শর্ট পিডিএফ থেকে কয়েকটি পৃষ্ঠা পড়ে বুঝলাম, বইটি পড়লে অনেক উপকৃত হব, ইন শা আল্লাহ। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। আমীন।

      By Mahbuba Akter

      24 Jan 2026 12:30 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু (সালাতের সুগন্ধি) বইয়ের কথাই বা কি বলবো, বাজারে হাজারো বই থাকা সত্বেও কিছু বই থাকে, যা জীবনের জন্য খুব প্রয়োজন। সালাতের সুগন্ধি তেমনেই একটা বই কারন বইটি যারা রবের ভালোবাসায় নিয়জিত রাখতে চায় তাদের জন্য অসাধারণ একটা বই, কারন আমাদের কথা বলার মাধ্যম হলো রবের সাথে সালাত, আর সেই সালাত যদি সুন্দর মতো না হয় তাহলে সেই সালাত দিয়ে রবের সাথে কথা বলা যায় না। সালাতের সুগন্ধি বইটি আমাদের কে সে জিনিস গুলো খুজতে সহোযোগিতা করবে। বারাকাল্লাহ ফিকুম। বইটি প্রত্যেক রব প্রেমিদের জন্য খুব উপকারি। 💝

      By Mushfiqa Nazneen Meem

      23 Jan 2026 11:45 PM

      Was this review helpful to you?

      or

      আমরা সালাত পড়ি কিন্তু সেই সালাতে কোন প্রাণ থাকে না। সালাতকে প্রাণবন্ত করতে, সালাতের খুশু ফিরিয়ে আনতে সালাতের সুগন্ধি চমৎকার একটি বই। এই বইয়ে লেখিকা আমাদের জীবনে সালাতকে যেন জীবন্ত করে তুলেছেন। চমৎকারভাবে উপস্থাপন করেছেন আযানের মাধুর্য। তিনি দেখিয়েছেন "আল্লাহু আকবার আল্লাহু আকবার " শুধু ধ্বনি নয় বরং আমাদের জীবনের সবকিছুর চেয়ে আল্লাহই সর্বশ্রেষ্ঠ আযান যেন আমাদের তা জানিয়ে দিচ্ছে। তাই আমাদের সবকিছু ফেলে নামাজের জন্য ছুটে যেতে হবে। এছাড়াও নামাজের জন্য কিভাবে খুশু অর্জন করতে হয় তাও তিনি উপস্থাপন করেছেন। এটা একটি মাস্টরিড বই।

      By bok****com

      23 Jan 2026 11:44 PM

      Was this review helpful to you?

      or

      সুবহানাল্লাহ। সূচিপত্র আর শর্ট পিডিএফ পড়ে যা বুঝলাম বইটি আমাদের সালাতকে আরো বেশি অর্থপূর্ণ ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ইংশাআল্লাহ।

      By 880****697

      23 Jan 2026 10:59 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু সত্যি বলতে সালাতের সুগন্ধি বইটি আমার উইশলিস্টে রয়েছে বহুদিন ধরে আল্লাহর কাছে চেয়েছি যাতে ব্যাবস্থা করে দেন বইটি পড়ার অনেক ইচ্ছে ছিলো কিন্তু এখন বইটির কিছু অংশ পড়ে ইচ্ছে করছে এখনই পড়ে শেষ করি 🥹🥹 আলহামদুলিল্লাহ নামায সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন লেখিকা আপু হতে পারে এই বইটিই হয়তো হাজার হাজার পাঠকের হেদায়েতের উচিলা 🥹😌

      By ABDULLAH AL MURSALIN

      23 Jan 2026 10:40 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ 'সালাতের সুগন্ধি' বইটির নামেই সালাতের মুল বিষয়টি ফুটে উঠেছে, মূলত কিভাবে সালাতে খুশু বজায় রাখা যায়, সালাতের গুরুত্ব কিভাবে বোঝা যায় তার বেশকিছু কুরআন হাদিসের বক্তব্য দিয়ে তুলে ধরা হয়েছে। মাশাআল্লাহ বইটি এক কথায় দারুন। সালাতের মধ্যে নিজেকে ডুবিয়ে নেয়ার দারুন এক পাথেয় আলহামদুলিল্লাহ

      By Ayesha Sawda

      23 Jan 2026 09:50 PM

      Was this review helpful to you?

      or

      সালাত ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলেও আমরা সালাত আদায়ে প্রতিনিয়তই কত তাড়াহুড়ো ও হেয়ালিপনা করি। আল্লাহুম্মাগফিরলী! "সালাতের সুগন্ধি " বইটি পড়েই উপলব্ধি করা যায় প্রতিটি মোমিন বান্দাদের সালাতে মনোযোগী ও উদাসীনতা দূর করতে বইটি অন্নেক উপকারী হবে, ইনশাআল্লাহ! লেখিকা বইয়ের প্রতিটি পাতায় সালাতের গুরুত্ব ও মনোযোগীতা কিভাবে ফিরিয়ে আনা যায় এই বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে বর্ননা করেছেন।

      By mas****com

      23 Jan 2026 08:12 PM

      Was this review helpful to you?

      or

      সালাত অর্থই প্রশান্তি! আমরা মানুষ আমাদের জীবনে রয়েছে নানাবিধ চড়াই উতরাই, কতশত বাঁধা-বিপওি! কিন্তু এই সবকিছুর সমাধান সালাত! কত কান্না, কত দুঃখ, কত কথা,কত প্রাপ্তি-অপ্রাপ্তির কথা আমরা সালাতে বসে আল্লাহর কাছে বলতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই ভালো থাকার জিনিস সালাতে সবচেয়ে অমনোযোগী। আমরা এমনিই নিয়মিত সালাত আদায় করিনা তার উপর করি তাড়াহুড়ো! যে তাড়াহুড়োয় থাকেনা সালাতের প্রতি ভালোবাসা, প্রশান্তি পাওয়ার মাধ্যম, আদব-কায়দা। (হে আল্লাহ আমাদেরকে মাফ করো) আস্তাগফিরুল্লাহ! আমরা সালাতের চেয়ে দুনিয়ার যত কাজে সময় অপচয় করি, তাছাড়া আমাদের মতো অনেকে আছেন যারা সংসারের কাজের ব্যস্ততাই নামাজ পড়তে দেরি হয়ে যায়, সালাতে আমরা আরো কীভাবে মনোযোগী হয়ে উঠতে পারবো, কি কি বিষয় শুদ্ধ করা প্রয়োজন এগুলো জানিনা! সালাতের পরিপূর্ণ সুগন্ধি পাওয়া, তৃপ্তির সাথে আদায় করার বিষয়ে জ্ঞান লাভ করার জন্য সহায়ক হলো "সালাতের সুগন্ধি" বইটি। আল্লাহ এই বইটির মাধ্যমে আমাদের সর্বোত্তম ফায়দা দান করুক!

      By Fatema Yasmin

      23 Jan 2026 08:26 PM

      Was this review helpful to you?

      or

      সালাতের সুগন্ধি বইটি সালাতকে কেবল একটি ইবাদত নয়,বরং অনুভব করার একটি গভীর ও নরম অভিজ্ঞতা হিসেবে তুলে ধরে।এই চমৎকার বইটি এখনো পড়া হয়নি, রব আফিয়াতের সহিত কবুল করুক আমিন।

      By Fahim's Tech

      23 Jan 2026 08:09 PM

      Was this review helpful to you?

      or

      সালাতের সুগন্ধি বইটা দেখতে যেরকম সুন্দর এবং বইয়ের প্রতিটি পাতায় পাতায় রয়েছে এক মনমুগ্ধকর এবং গুরুত্বপূর্ণ পাঠসমূহ।

      By midul m

      23 Jan 2026 07:18 PM

      Was this review helpful to you?

      or

      সালাত মানেই আল্লাহর কাছে জাওয়া আর আল্লাহ সেই একজন যে মানুষের সবচেয়ে কাছের কেও একজন তার কাছে জেতে পারা তো আসলেই ভাগ্যের বেপার জিনি আমার এতো কাছে আছেন আর তিনি পর নন তার কাছে কে না জেতে চায় তাই আমিও জেতে চাই তার কাছে জেতে আর তিনি তাকেই কাছে টেনে নেন জাকে তিনি পছন্দ করেন তাই আমিও জেতে চাই তার কাছে আর আমার রবের কাছে জাওয়ার ঘ্রানটা আমিও নিতে চাই,, তাই এই বইটি আমি পরতে চাই 🥹 🥹

      By Rojina Akter

      23 Jan 2026 07:12 PM

      Was this review helpful to you?

      or

      " সালাতের সুগন্ধি " নামটা শুনলেই অন্তরে প্রশান্তি আসে। সালাতের সুগন্ধি বইটি মূলত হচ্ছে নামাজের খুশু খুযু বৃদ্ধি করার প্রেসক্রিপশন। নামাজের পূর্ব প্রস্তুতি থেকে আপনি কিভাবে নামাজে মন ফিরাবেন, নামাজে কিভাবে খুশু বা মনোযোগ রাখবেন সেটাই বলা আছে বইয়ের প্রতিটি পাতায় পাতায়। আমরা মূলত নামাজ পড়ি যন্ত্রের মতো। নামাজে কি পড়ি, নামাজ কখন শুরু করি আর কখন শেষ হয়ে যায় আমরা টের ই পাইনা। নামাজ শেষে মনে হয় এইতো মাত্র নামাজে দাড়িয়েছিলাম আর এখনই শেষ! নামাজে আমরা স্বাদ অনুভব করিনা, এই কারনে আমরা নামাজ পড়ে মজা পাইনা, পড়তে আলসেমি লাগে। আমরা বছরের পর বছর নামাজ পড়ি অথচ নামাজে আমরা কি পড়ি সেটাই জানিনা। কারন আমরা নামাজে যা পড়ি সেগুলোর অর্থ জানার চেষ্টা করিনা। এই বইটা আপনাকে নামাজ বুঝে পড়ার ব‍্যাপারে উদ্বুদ্ধ করে, নামাজে মনোযোগ বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। বইটা নিয়ে লিখলে লিখে শেষ করা যাবেনা। ইফফাহ পাবলিকেশনের এই বইটা হচ্ছে একটা রত্ন। Must read একটা বই। বইটা পড়তে পারলে যে কেউ উপকৃত হবে ইনশাআল্লাহ।

      By Rusho

      23 Jan 2026 07:04 PM

      Was this review helpful to you?

      or

      আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত আদায় করা। কিন্তু সালাতের মধ্যে আমরা প্রশান্তি খুঁজে পাই না। আমাদের মন সঠিক অবস্থায় থাকে না। প্রতিনিয়ত দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে ঘিরে রাখে। আলহামদুলিল্লাহ যখনই দেখলাম "সালাতের সুগন্ধি" বইটি এসেছে হল এটাই আমার সালাতের প্রশান্তির একটি মাধ্যম হবে । আমি নামাজের খুশবু অনুভূতি পাবো যতটুকু পিডিএফ থেকে পড়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সালাতের আসল অনুভূতি অনুভব করা। কিন্তু কিনা হয়ে উঠছে না আল্লাহ তাআলা আফিয়ার সাথে কল্যাণকর ভাবে বইটি সংগ্রহ করার ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমীন

      By Mahbubul Alam

      23 Jan 2026 06:27 PM

      Was this review helpful to you?

      or

      বই দেখলেই নিতে মন চায়৷ ট্যাকার লাইগা পারি না সবসময়৷ এজন্য কেউ হাদিয়া দিতে শুনলেই মন চায় নিয়ে নেই৷ যদিও কখনও আমি পাই না৷ তবে আশাও ছাড়ি না৷ একারণেই রিভিউটা দিলাম৷ আমার জন্য শুভকামনা৷

      By aye****com

      23 Jan 2026 06:16 PM

      Was this review helpful to you?

      or

      মাশাল্লাহ চমৎকার একটি বই। নামাজে খুশু খুজু ফেরাতে এই বইটি সাহায্য করবে।সুন্দর প্রচ্ছদ, সাবলীল ভাষা,নির্দিষ্ট অধ্যায় বিন্যাস বইটিকে আরো উপকারী করে তুলেছে। নামাজে মনোযোগ বাড়াতে বইটি উপকার করবে।

      By Sinthia Sharmin

      23 Jan 2026 06:13 PM

      Was this review helpful to you?

      or

      সালাতকে আমরা জীবনে একটা রুটিনের মতো করে নিলেও আসলে সালাত যে আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ অংশ সেটা উপলব্ধি করতে পারি তখন কোন কারণে সালাত থেকে একটু দূরে থাকি। এক রাকাত সালাত আদায়ের জন্য মন ছটফট করতে থাকে। কিন্তু, কি আশ্চর্য যখন আমরা সালাত আদায় করি তখন শয়তান সালাত আর আমাদের মাঝে তৈরি করে পাহাড় সমান অন্তরায়। এই বইটা যেন সেসব বাধার পাহাড় ভাঙার একখানা হাতুড়ি, যা সেসব পাহাড় ভেঙে আমাদের হৃদয়ে এনে দিতে পারে সালাতের সেই মিষ্টি, পবিত্র, হৃদয় জুড়ানো সুগন্ধি। একবার যে সালাতের সুগন্ধি জীবনে পেয়ে যায় তার জীবনে ডিপ্রেশনের জন্য আর জায়গা-ই বা থাকে কোথায়! সালাত আমাদের জীবনের সেরা সঙ্গী, যা আমাদেরকে নিয়ে যায় আমাদের রবের কাছে। আর এই বইটা যেন আমাদেরকে সালাতের সাথে রবের কাছে নিয়ে যাওয়ার একখানা রোডম্যাপ।

      By jan****com

      23 Jan 2026 05:47 PM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ! বইটি পুরোপুরি পড়ার আগেই এর প্রথম কয়েক পাতা পড়ে আর সূচিপত্র দেখেই আমি মুগ্ধ। এর বিষয়বস্তু গুলো নামের মতোই স্নিগ্ধ। ​আমরা যারা নামাজকে যান্ত্রিকতা থেকে বের করে হৃদয়ের প্রশান্তিতে রূপান্তর করতে চান, তাদের জন্য এটি একটি অসাধারন গাইড হতে পারে।

      By ari****com

      23 Jan 2026 04:43 PM

      Was this review helpful to you?

      or

      আজ আমাদের সালাত কেমন জানি সুগন্ধিবিহীন হয়ে গেছে-ঠিক না? দাঁড়াই, বসি, রুকু-সিজদা করি; কিন্তু অন্তর থাকে দূরে। কোথায় সেই সুগন্ধিময় খুশুখুজু - নামাজে? এই বইটি সেই যান্ত্রিক সালাত থেকে মুক্তির পথ দেখায়-যেখানে সালাত আবার জীবন্ত ইবাদত হয়ে ওঠে। এই বইয়ে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এমন কিছু বেপার যা অন্য বইয়ে সব একমলাটে পাবেন না -- ১) সালাতের মূল শক্তি হিসেবে অন্তরের অনুভূতি-আশা, ভয় ও ভালোবাসার ভারসাম্য। ২) মাত্র ৪০ মিনিটে কীভাবে দিনভিত্তিক সালাত আমাদের জীবন বদলাতে পারে। ৩) খুশু হারানোর আসল কারণ এবং তা ফেরানোর বাস্তবসম্মত উপায়। ৪) সালাত শুরুর আগেই শয়তানের ধোঁকা ও তা থেকে বাঁচার কার্যকর প্রেসক্রিপশন। ৫) ‘আল্লাহু আকবার’-কে শব্দ নয়, বরং জীবনের ঘোষণা হিসেবে অনুভব করার শিক্ষা। ৬) সুরা ফাতিহাকে মুখস্থ পাঠ নয়, আল্লাহর সাথে সরাসরি সংলাপ হিসেবে আবিষ্কার। ৭) রুকু ও সিজদায় পৌঁছানো রবের সবচাইতে নিকটবর্তী মুহূর্তের স্বাদ। ৮) ভুলে যাওয়া ছোট আমল, যা সালাতে এনে দেয় নতুন সুগন্ধ। এই বই সালাত শেখায় না শুধু - সালাতে প্রাণ ফিরিয়ে আনে। তাই প্রাণবন্ত আর ইখলাসপূর্ণ ইবাদাতের পাথেয় হিসেবে নিজের সংগ্রহে আপন করে নিন বইটিকে ❤️

      By Naznin Sultana

      23 Jan 2026 08:51 PM

      Was this review helpful to you?

      or

      জান্নাতের সুগন্ধি লাভের জন্য সালাতের খুশুর বিকল্প নেই, এই বইটি 2টি অর্জনেই সহায়ক ইং শা আল্লাহ্

      By Fahmina Chowdhury

      23 Jan 2026 05:21 PM

      Was this review helpful to you?

      or

      নামাজ নিয়ে এত সুন্দর একটা বই যা নামাযের প্রান ফিরিয়ে নতুন করে ভাবতে শিখাবে।

      By Kashfia Jannat

      23 Jan 2026 05:06 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা বই 'সালাতের সুগন্ধি' প্রতিটি মুসলিমের পড়া উচিত। বইটার মলাট যেমন স্নিগ্ধ তেমনি বইটার সূচিপত্র, ভিতরে থাকা প্রতিটা টপিক অত্যন্ত গুছানো এবং নজরকাড়া। আমার সামথ্য থাকলে আমার প্রতিটা প্রিয় মানুষকে উপহার দিতাম এত্ত মার্জিত সালাতের সুগন্ধি। দো'আ রইলো সালাতের সুগন্ধি প্রতিটি মুসলিমের বাসাকে মধুর করুক,আমিন🤍

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!