
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Just Amazing
Was this review helpful to you?
or
আমি একজন ফার্মাসিস্ট হিসেবে ওষুধ বিষয়ক বই, গাইডলাইন ও রেফারেন্স পড়ি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, “মেডিসিন কনসেপ্ট” বইটি অন্যান্য ওষুধ বিষয়ক বইয়ের তুলনায় বেশ আলাদা এবং ব্যবহারিক দিক থেকে অত্যন্ত উপযোগী। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো জটিল মেডিসিন কনসেপ্টগুলোকে খুব সহজ, পরিষ্কার ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা। সাধারণত ফার্মাকোলজি বা মেডিসিন সংক্রান্ত বইয়ে যে বিষয়গুলো নতুন শিক্ষার্থী বা সাধারণ পাঠকের জন্য কঠিন মনে হয়, সেগুলো এখানে ধাপে ধাপে বোঝানো হয়েছে। ফলে শিক্ষার্থী, ফার্মাসিস্ট, মেডিকেল প্রতিনিধি এমনকি স্বাস্থ্য বিষয়ে আগ্রহী সাধারণ পাঠকও বইটি থেকে উপকৃত হতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, “মেডিসিন কনসেপ্ট” বইটি ওষুধ নিয়ে শিক্ষা আরও সহজ করার যে লক্ষ্য নিয়ে লেখা, তা সফলভাবে পূরণ করেছে। মেডিসিন শেখাকে সহজ ও উপভোগ্য করতে যারা চান, তাদের জন্য বইটি নিঃসন্দেহে একটি ভালো সংযোজন।
Was this review helpful to you?
or
আমি ফার্মেসি বিভাগের স্টুডেন্ট হয়ে বলতেছি এর থেকে গুছানো বই এর আগে পাইনি, Drug index বইটাও পড়েছি কিন্তু এই বইয়ের মত সব ডিটেইলস সব কিছু এভাবে গুছানো আকারে পাইনি । অসংখ্য ধন্যবাদ মো: হিরক শেখ ভাইয়াকে এত সুন্দর একটা বই আমাদের জন্য পাবলিশড করেছেন। । এই বইটা মূলত ফার্মেসি স্টুডেন্ট, সি গ্রেড ফার্মাসিস্ট, ডাক্তার এমনকি যারা ঔষুধ নিয়ে পড়াশুনা করছেন সবার জন্যই হেল্পফুল মনে করি আমি।
Was this review helpful to you?
or
সরকারি হাসপাতালের একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে গিয়ে প্রতিদিনই উপলব্ধি করি—পেশাগত দক্ষতা ও আপডেট জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। রোগীর সঠিক সেবার জন্য কেবল দায়িত্ব নয়, প্রয়োজন গভীর কনসেপ্ট ক্লিয়ারিটি। এই ভাবনা থেকেই আমি ভর্তি হয়েছি “Medicine Concept Course (8th Batch)”-এ। কোর্সের বইটি হাতে নিয়েই বুঝেছি—এটি শুধু একটি কোর্স ম্যাটেরিয়াল নয়, বরং একজন হেলথ প্রফেশনালের জন্য আত্মবিশ্বাস গড়ে তোলার এক নির্ভরযোগ্য গাইড। বিষয়ভিত্তিক পরিষ্কার ব্যাখ্যা, সাজানো উপস্থাপন এবং বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে শেখানোর পদ্ধতি—সবকিছু মিলিয়ে সত্যিই Clear Concept নামের যথার্থতা প্রমাণ করে। নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে গড়ে তোলার এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। লিখেছেন মো: আনোয়ার উল্যাহ, 8th Batch Pharmacist (Diploma) Upazila Health Complex, Shibchar, Madaripur
Was this review helpful to you?
or
ওষুধ নিয়ে বইটির Visual Presentation অনেক সুন্দর। সব দরকারি তথ্য রয়েছে। কোনো হিজিবিজি লেখা নেই। বিশেষ করে ফার্মাকোলজি, কিভাবে ওষুধ কাজ করে, ডোজ সহ OTC ওষুধ, ব্যবহার এসব অনেক ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
ওরিয়েন্টেশন ক্লাসে মোঃ হিরক শেখ ভাইয়া একটা কথা বলেছিলেন, "আপনারা যারা কোর্সটিতে ভর্তি হয়ে হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাই,ঠিক এই কারনে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন"। সত্যি বলতেই তাই।কোর্স চলাকালিন এবং কোর্স শেষেও আমার তাই মনে হচ্ছে, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।মেডিসিন সম্পর্কে ধারণা আমার আগের চেয়ে অনেক গুন ক্লিয়ার হয়েছে। একটা কমপ্লিট ধারণা পেয়েছি একদম ঔধষ আবিষ্কার থেকে শুরু করে আরোগ্য লাভ পর্যন্ত এবং সেটা বডি সিস্টেম অনুযায়ী। আমি নিজেকে আগের চেয়ে সমৃদ্ধশালী মনে করছি।এবং সেই সাথে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।❤️
Was this review helpful to you?
or
আমি অনেক কিছু জানতে পারলাম বইটা পড়ার পরে আমি আগে ওষুধ সম্পর্কে কিছুই জানতাম না।
Was this review helpful to you?
or
ফার্মেসি গ্র্যাজুয়েট হিসেবে এত কিছু জানতাম না! এই বইটি সত্যিই অসাধারণ। ফার্মেসি গ্র্যাজুয়েট হয়েও এখানে অনেক অজানা বিষয় আবিষ্কার করেছি। জটিল মেডিসিন কনসেপ্ট এতো সহজ বাংলায় ব্যাখ্যা করা আছে যা পড়ে বোঝা যায় সহজ ভাবে, আবার মনেও থাকে। ৩০০+ ওষুধের মেকানিজম, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন এবং বাস্তব কেস স্টাডি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সংগঠিত। চিত্র এবং ডায়াগ্রাম অসাধারণ। সকল ফার্মেসি এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত helpful হবে।
হে আমার মেয়ে ড. শায়খ আলী তানতাবী রাহ.
কুরআনের শব্দাবলি - লেভেল ১ জোবায়ের আল মাহমুদ
শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন] (দুই খণ্ড) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কুরআনের শব্দাবলি - লেভেল ২ জোবায়ের আল মাহমুদ
তাফসীরে তাওযীহুল কুরআন - তৃতীয় খণ্ড (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী 



