
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক আগে পড়েছিলাম বইটি, এখন আবার পড়লাম,খূবই ভালো লেখেছে আমার কাছে।
Was this review helpful to you?
or
Very Important Book
Was this review helpful to you?
or
অসাধারন ক্ষুরধার লেখনি চাইলে কিনতে পারেন পারলে পড়তে পারেন
Was this review helpful to you?
or
there are many thing to learn
Was this review helpful to you?
or
একটি কাফেলার গল্প, একটি খান্দানের গল্প, একটি জাতির গল্প। ৪৭ এর দেশভাগে সবচেয়ে রক্তাক্ত হয়েছিল যে কয়টি জনপদ তার শীর্ষে ছিল পাঞ্জাব৷ মাউন্টব্যাটেন এবংং নেহরুর কুমন্ত্রনায় শিখ এবং হিন্দুরা এক নির্মম হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল। জ্বালিয়ে দিয়েছে শত বছরের পড়শিদের ঘর, লুটপাট করেছে সম্পদ। সেলিম এবং মজিদ দুই চাচাতো ভাই। বুদ্ধিবৃত্তিক চিন্তা ও জাগতিক বাস্তবতায় সেলিম নিজেকে গড়ে তোলে এক সচেতন, সজাগ যুবকে। মুসলিম লীগের হয়ে পাকিস্তানের পক্ষে প্রচারণায় সমগ্র দেশ ঘুরে তার চোখে ধরা পড়ে আসন্ন ঘৃণ্য এক চক্রান্তের। কিন্তু প্রস্তুত হবার আগেই এক দরিয়া আগুন নিয়ে নেমে আসে হিংসার অনল। ফৌজ ফেরত মজিদ এবং দাউদ তার সঙ্গী হয় এক অসম ইজ্জত বাঁচানোর লড়াইয়ে। শেষ নিঃশ্বাস পর্যন্ত দরিয়ার তীরে লড়াই চালানো সেলিম কি শেষ পর্যন্ত বাঁচাতে পেরেছিল হারিয়ে যাওয়া সেই কাফেলাকে? কি হয়েছিল সেলিমের বাগদত্তা ইসমতের? কি হয়েছিল দাউদ আর মজিদের? এক অনবদ্য রচনা নসীম হিজাযীর।
Was this review helpful to you?
or
উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হলো ১৯৪৭ এর দেশভাগ।যার ফলাফল তিনটি দেশের মাঝে অনন্তকালের জন্য বিরোধ।যার বীজ সুচতুর ভাবে বপন করে দিয়ে গিয়েছিলেন স্যার র্যাডক্লিফ এবং তার গংরা।একটি নির্দিষ্ট জাতিকে টার্গেট করে সম্মিলিতভাবে সেই জাতিকে ধ্বংস করার যে চেষ্টা তারা চালিয়েছিলেন তারই একটি খন্ড চিত্র ফুটে উঠেছে বইটিতে।আর সেই জাতিটির নাম হলো মুসলিম। যদিও তারা তাদের পরিকল্পনায় কিছুটা সফল হয়েছেন। লেখক নসীম হিজাযী সেই সত্য উপন্যাস আকারে সুনিপুণভাবে ফূটিয়ে তুলেছেন। জাতির সদস্যদের সেই ইতিহাস জানা এবং তাদের অন্তরের জাতি প্রেম আরও বৃদ্ধি করার জন্য বইটি অবশ্য পাঠ্য।




