
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমাজে বহুল প্রচলিত কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্য নয় এমন বিষয়ের উপর লেখা এই বইটি। সকলের উচিত বইটি পড়া। বিশেষ করে যারা ইসলামী জ্ঞান নিয়েছেন বিভিন্ন কিচ্ছা কাহিনী থেকে, ওলামাদের কাছ থেকে নেয়।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। বইটি আমাদের সবারই পড়া উচিত।
Was this review helpful to you?
or
উনার মত আলেম বর্তমানে আর একজন নাই। আব্দুল মালেক সাহেব এর বই এর রিভিউ দেওয়ার যোগ্যতাও আমার নাই।
Was this review helpful to you?
or
প্রতিটা মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই।
Was this review helpful to you?
or
Unbelievable
Was this review helpful to you?
or
অনেক ভালো আপনারাও চাইলে নিতে পারেন
Was this review helpful to you?
or
খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।
Was this review helpful to you?
or
আমার মতে প্রত্যেক মুসলমিমের বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলিমদের এই বইটি একবার হলেও পড়া দরকার। আমরা ধর্মীয় কাজ ভেবে কতোই না কুসংস্কার আর ভ্রষ্টতার কাজ করে চলেছি অথচ কাজগুলো কুরআন ও হাদিসের বিপরীত। বইটি পড়ার মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। মুসলিম সমাজে প্রচলিত কেচ্ছা কাহিনী এবং কুসংস্কার দূর করতে এরকম বই বিশেষ ভূমিকা পালন করে আলহামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
Alhamdulillah, বইটি নিঃসন্দেহে ভালো। Recommend
Was this review helpful to you?
or
বইটি অনেক অনেক ভাল, নিতে পারেন।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বইটি প্রকাশের স্বাধীনতা লাভের সম্ভাবনা রয়েছে
Was this review helpful to you?
or
alhamdulillah onek sundor ekta book
Was this review helpful to you?
or
এই বইটা সবার পড়া দরকার। অনেক ভুল ভেঙ্গে যাবে ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
এটা একটি অসাধারণ বই
Was this review helpful to you?
or
very good book. Every muslim should read
Was this review helpful to you?
or
Somaje procolito vule sonsodhoner akta masterpis
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
★★★★★
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি বই! সমাজে প্রচলিত ভুলগুলোর মধ্যে কিছু তুলে ধরা হয়েছে!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল বই ।
Was this review helpful to you?
or
Masa Allah
Was this review helpful to you?
or
সমাজের প্রচলিত ভুলগুলো জানার জন্য খুবই দরকারি একটি বই।
Was this review helpful to you?
or
খুব ভালো বই
Was this review helpful to you?
or
বইটি খুবই ভালো লেগেছে আমার। আমাদের দেশের লেখক এত সুন্দর করে আমাদের প্রচলিত ভুল নিয়ে যে বইটি লিখেছে এটা অসাধারণ। সাধারনত ভুল ধরে এক মাযহাবি অন্য মাযহাবির, এক এলাকার লোক অন্য এলাকার, এক দেশে মানুষ অন্য দেশের। কিন্তু এই বইটা একেবারেই ব্যতিক্রম। আমাদেরই এক দ্বীনি ভাই আমাদের ভুল গুলো ধরে দেয়ার চেষ্ট করেছেন। বইটি যারা পড়বে তারা অবশ্যই ইসলাম সর্ম্পকে অনেক সত্য জানতে পারবেন যা আমাদের দেশে ইসলাম বলে চালানো হয় কিন্তু প্রকৃতভাবে তা ইসলাম নয়। আশা করি বইটি একবার পড়বেন। রকমারি থেকে শুরু করে বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই মুবারকবাদ। আমিন।
Was this review helpful to you?
or
খুভ ভালো একটি বই। এই বইটির মাধ্যমে অনেক কুসংন্সকার তুলে ধরা হয়েছে এবং ইসলামের নামে ও হাদীসের নামে যে সকল ভুল ভ্রান্তি রয়েছে তা তুলে ধরা হয়েছে। এই বইয়ের প্রকাশক "প্রচলিত ভুল" বইটিতে যে বিষয় গুলো তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনিও।
Was this review helpful to you?
or
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক রচিত অনবদ্য একটি গ্রন্থ। বইটি মূলত মাসিক ‘আল-কাউসার’ পত্রিকাতে প্রকাশিত প্রচলিত ভুল শিরোনামে মাওলানা আব্দুল মালেক সাহেবের কলামের সংকলন।তিনি মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন জাল হাদিস, মওজু তথ্য তথা ভুল ঘটনা, ভুল উচ্চারণ, ভুল মাসআলাগুলোকে সন্নিবেশিত করেছেন। যাতে করে মুসলিম উম্মাহ এসব ভুল থেকে সংশোধিত হয়ে সঠিক পথে পরিচালিত হতে পারে।
Was this review helpful to you?
or
বইয়ের নাম: প্রচলিত ভুল লেখক:মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক রিভিউ: এই উপমহাদেশে ইসলাম প্রবেশের পর থেকে ইসলামের নামে আমাদের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে আগাছার ন্যায় অসংখ্য ধর্মীয় ভুল-ত্রুটি,সাহাবিদের নিয়ে বানোয়াট গল্প, ভুল উচ্চারণ,ভুল মাসআলা, কুসংস্কার,বানোয়াট ও জাল হাদিস ৷ ধর্মীয় অজ্ঞতার কারণেই আজও মানুষ এই ভুলগুলোকে শক্ত করে ধরে রেখেছে ৷ মূলত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক এই সকল ভুল-ভ্রান্তি সমূহ এই বইটিতে অত্যন্ত যুক্তি ও দলিল সহকারে খন্ডন করেছেন ৷ অত্যন্ত সহজ ভাষায় লেখার কারণে বইটি সকল শ্রেণির মানুষের জন্য বোধগম্য ৷
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ....মাশাআল্লাহ যাযাকআল্লাহ খায়ের। খুব সুন্দর এবং বাস্তবসম্মত একটি বই। আমাদের সমাজে যে কুসংস্কার এবং ওলী-আউলিয়াদের নিয়ে যে উদভট চিন্ত-চেতনা, মিথ্যা গল্প, যাল হাদীস তৈরী করা ইত্যাদি বিষয়ে যে মারাত্নক অবক্ষয় এবং অবনতি হয়েছে তা এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সমাজ থেকে এইসব মিথ্যা এবং কুসংস্কার দুর করার জন্য এই বইটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন কেরবে। তাই প্রত্যেক মুমিনের উচিত এই বইটি পড়া।
Was this review helpful to you?
or
অসংখ্য ভুল বিশ্বাস, বিদ’আত, জাল হাদীস, ভুল প্রচলন, ভুল ঘটনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এ ব্যাপারে সতর্কতামূলক বই ‘প্রচলিত ভুল’। যেখানে সমাজে প্রচলিত বেশ কিছু বানোয়াট ও জাল ঘটনা, ভুল রেওয়াজ এবং জাল হাদীস উল্লেখ করা হয়েছে। বইটিতে প্রচলিত অনেক ভুল সম্পর্কে সচেতন করা হয়েছে। এ সম্পর্কে অনেক কিছু জানা যায়। ভুলগুলো সহজে বুঝা যায়। বইটি ভালো লাগবে । মাসিক আল-কাউসার এর বিভিন্ন সংখ্যায় মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক লিখিত প্রচলিত ভুল বিভাগের লেখাগুলোর সমন্বিত রূপ এই ‘প্রচলিত ভুল’ বইটি। বই - প্রচলিত ভুল লেখক - মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। অনেকদিন ধরেই এমন একটি বই খুঁজছিলাম। আমরা প্রতিনিয়তই অনেক ভুল করি। কাজে কথায় কোথায় আমাদের ভুল নেই? শায়খের বই আমার এই সব ভুল এড়িয়ে চলতে সাহায্য করেছে। সুতরাং জীবনে চলার জন্য সহায়ক একটি বই হিসেবে এই বইয়ের তুলনা নেই।
Was this review helpful to you?
or
"প্রচলিত ভুল" বইটিতে মুলত ইসলামের প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ভুলগুলোর শারঈ দিক বিশ্লেষণ করেছেন এবং সঠিক সমাধান উপস্থাপন করেছেন। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কুরআন, হাদিস ও ইসলামি স্কলারদের মতামত তুলে ধরা হয়েছে, যা পাঠককে ইসলামের মূল শিক্ষা সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে। বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে লেখক কোনো বিরূপ সমালোচনা না করে যুক্তি ও প্রমাণের আলোকে ভুলগুলোকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। যারা ইসলামি জ্ঞান নিয়ে গভীরভাবে জানতে চান এবং প্রচলিত ভুল থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি গ্রন্থ।
Was this review helpful to you?
or
এই বইটি খুব ভালো একটি বই।আমার মতে এই বইটির মতো আরো বই লেখা উচিত। তাহলে বাংলাদেশের সাধারন মুসলিম জাল হাদিস এবং কুসংস্কার সম্পর্কে অবগত হতে পারবে।
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ একটি বই। সবার পড়া প্রয়োজন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। উপস্থাপনা খুবই সাবলীল। সবাইকে পড়ার অনুরোধ করছি! আল্লাহ আমার ভাইকে উত্তম প্রতিদান দান করুন।
Was this review helpful to you?
or
মাওলানা আব্দুল মালেক দামাত বারাকাতুহুম এর বইগুলো অনেক উপকারী। বলতে গেলে তাকে মুহাক্কিক এর মুহাক্কিক বলতে হয়। তাহকীকের ব্যাপারে তিনি অনেক সতর্ক থাকেন । বিদআতের ক্ষেত্রে তিনি কখনো আপোষ করেন না। বিশুদ্ধ তাওহীদ প্রতিষ্ঠা তার একমাত্র লক্ষ্য । আল্লাহ তাআলা তাহাকে নেক হায়াত দান করুক। এবং তার লেখনি হতে জনসাধারণকে উপকৃত করুক আমিন ইয়া রব্বাল আলামীন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। বইটি মাসিক আল কাউসার পত্রিকা এর প্রচলিত ভুল বিভাগ এর থেকে সংকলন করা হয়েছে। আমি মনে করি প্রত্যেক মুসলিমের বইটি পড়া উচিত। বইটি বর্তমান সমাজের যত কুসংস্কার এবং ভুল ভ্রান্তি রয়েছে তা তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
সমাজের প্রচলিত ভুল ভ্রান্তি সম্পর্কে জানতে এর চেয়ে ভালো বই আমার জানামতে বাজারে নেই। মাওলানা আব্দুল মালেকের মাসিক পত্রিকা থেকে প্রচলিত ভুল অংশে ছাপা অংশগুলো নিয়েই প্রচলিত ভুল বইটি।
Was this review helpful to you?
or
বইটা এখনও পুরোপুরি পড়া হয়নি। কিন্তু যতটুকু পর্যন্ত পড়লাম এবং যা শিখলাম তাতে বুঝতে পারছি এই রকম বই আরও আগে লেখার প্রয়োজন ছিল এবং আরো অনেকের এগিয়ে আসার প্রয়োজন ছিল এর প্রচার-প্রসারে। যাই হোক, আলহামদুলিল্লাহ্, যে দেরিতে হলেও মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেব আমাদের সেই প্রয়োহন পূরণ করেছেন, আল্লাহ্ তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন। ইসলাম আসার পূর্বে এই উপমহাদেশে হিন্দু ধর্মের প্রসার ছিল, পূর্বপুরুষদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেও পুরোপুরি দ্বীনের জ্ঞান অর্জন না করার ফলে তাদের মধ্যে হিন্দু ধর্মের অনেক ধ্যান-ধারণা, বিশ্বাস নিহিত ছিল, যা বংশানুক্রমে এখনও অনেক মুসলিমদের মধ্যে দেখা যায়; যার একটি উদাহরণ হল চড়ক পূজা। তাছাড়া ইসলাম প্রবেশের পর পারস্য থেকে অনেক রাফিজী শিয়ারা আসার পরে তাদের হাত ধরে মাজার পূজাসহ অনেক ভ্রান্ত কিচ্ছা-কাহিনী, শিরক-কুফরি, বিদাতেরও প্রবেশ হয়েছে এই উপমহাদেশ তথা বাংলাদেশের মুসলিমদের মধ্যে। এই বইটিতে প্রচলিত সকল মিথ্যা বিশ্বাস এবং ভুল-ভ্রান্তিগুলো প্রমাণ ও যুক্তি সহকারে খণ্ডন করা হয়েছে। এই বইটি প্রত্যেক মুসলিমদের ঘরে থাকা প্রয়োজন এবং পরিবারের অন্য সকল সদস্যদের নিয়ে এর তালিম করা উচিৎ। এবং অর্জিত জ্ঞান আমাদের চারপাশের অন্যান্য মুসলিম ভাইদের মাঝে শেয়ার করা দরকার। যদিও দীর্ঘদিনের ভুল শিক্ষা থেকে অনেকেই অনেক বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে দাওয়াতের কাজ একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্যই।
Was this review helpful to you?
or
খুবই উপকারি একটি বই । কত কথাই ত আমরা বলে থাকি । অনেক কিছুই শুনে যাচাই না করে বলে দেই । আশা করি বইটি পড়ে অনেক ভুল কথা , ভুল কাজ থেকে বিরত থাকা যাবে ।
Was this review helpful to you?
or
সমাজের ভুল রীতিনীতি গুলো পুরোপুরি কুরআন, সুন্নাহ, ফিকাহ ভিত্তিতে তুলে ধরা হয়েছে। বইটি সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
বইটি খুবই প্রয়োজনী কারণ বর্তমানে যে কুসংস্কার, ভুল প্রচলন,মিথ্যা হাদীস, বিদআত,শিরকে বড়ে গেছে তাই যদি কোন মুসলিম তার ঈমানকে বাচাতে চায়,জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সে যেন এই বইটা সংগ্রহ করে পড়ে, যাতে করে সকল ভুলগুলো জান্তে পারে। এই বইটি মানুষের ঈমানকে বাচাতে সাহায্য করে তাই আমি তিনটি বই কিনে একটি আমার কাছে রাকছি বাকি দুইটা আমার বন্ধুদের গিফ্ট করেছি।আলহামদুলিল্লাহ বইটি পেয়ে খুবই ধন্য,। ধন্যবাদ লেখক ও রকমারিকে।
Was this review helpful to you?
or
বই খুব ভাল. সবার পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
আমাদের সমাজের অনেক রীতিনীতি রয়েছে যা ভুলে ভরপুর। বিশেষ করে অনেক জাল হাদিস রয়েছে। যার ফলে আমাদের পথভ্রষ্ট হয় এবং ভুল পথে পরিচালিত হই। তাই আমরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ভুল ভুল গুলো সম্পর্কে ধারণা পেতে এবং তা থেকে বিরত থাকার জন্য এই বইটি লেখা হয়েছে । এই বইটিতে প্রচলিত ভুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যার ফলে এসব ভুল থেকে বাঁচতে পারব।
Was this review helpful to you?
or
লেখকের সংক্ষিপ্ত পরিচিতিঃ মাওলানা আব্দুল মালিক সাহেব। দেশের মুহাক্কিক উলামাগণের অন্যতম। তিনি ১৯৬৯ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহন করেন। প্রায় আড়াই বছর তিনি আরব বিশ্বের অন্যতম আলেমে দ্বীন হজরত আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহঃ) এর তত্ত্বাবধানে থেকে ইলমে ফিকাহ এবং এতদসংক্রান্ত গবেষণায় কাটিয়েছিলেন। বর্তমানে দেশের শীর্ষ ইলমী বিদ্যাপীঠ মারকাজুদ দা'ওয়া আল ইসলামীয়ার ফিকাহ ফ্যাকাল্টির প্রধান ও অত্র মারকাজের আমিনুত তালীম। বইয়ের বিষয়বস্তুঃ নামাজ শুরু হয়ে গেছে। দৌড়াচ্ছি কোনরকম রাকাতটি পাওয়ার জন্য। আমার সাথে আরো কয়েকজন। তারাও দৌড়াচ্ছে আমার সাথে। খুব তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করে তাকবীরে তাহরীমা বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে গিয়ে খানিকটা কোঁনা চোখে চাইতে গিয়ে দেখলাম অন্যরা তাকবীরে তাহরীমার পর হাত বেঁধে তারপর রুকুতে যাচ্ছে। ভাবতে লাগলাম বলার কিছুই নেই। এটি সমাজের প্রত্যেকের কাছেই প্রচলিত। তবে শরীয়তসম্মতভাবে ভুল। প্রচলিত ভুল। এই ভুলটি সম্পর্কে আমি 'প্রচলিত ভুল' বইটি পরার আগ পর্যন্ত অবগত ছিলাম না। এমন হাজারে প্রচলিত ভুলে ঠাসা আমাদের সমাজ, রাষ্ট্র। এবং এইসমস্ত ভুল গুলোই এই বইয়ের মূল বিষয়বস্তু। যাতে পাঠক সমাজ সংশোধিত হতে পারেন। রিভিউঃ বইটি 'আল-কাউসারে' ১৪২৬ থেকে ১৪৩৩ হিজরি পর্যন্ত প্রকাশিত প্রচলিত ভুল শিরোনামে হজরত আব্দুল মালেক সাহেবের কলামের সংকলন। এতে তিনি সমাজে প্রচলিত বিভিন্ন জাল হাদীস,মওযু তথা ভুল ঘটনা, ভুল উচ্চারণ, ভুল মাসআলা সন্নিবেশিত করেছেন। যাতে করে উম্মাহ ভুল থেকে সংশোধিত হয়ে সঠিক পথে পরিচালিত হতে পারে। আল কাউসারের প্রচলিত ভুল বিভাগ থেকে মানুষ যখন উপকৃত হয়ে একে একে অভিমত পেশ করতে লাগলো তখন কর্তৃপক্ষ একে বইয়ের কলেবরে বের করার উদ্যেগ গ্রহন করেছে। পাঠক যখন বইটি অধ্যয়ন করতে শুরু করবেন প্রতি পদে পদে আশ্চর্যান্বিত হবেন। এবং নতুন কিছু শিখতে পারবেন আশাকরি। এতে রয়েছে বিভিন্ন অধ্যায়, যেমনঃ ভুল বিশ্বাস,ভুল উচ্চারণ, ভুল ঘটনা, ভুল নাম, হাদীস নয়, বিদআত, সুন্নত, ভুল রীতি ইত্যাদি। পাঠক অভিভূত হবেন বিস্মিত হবেন এবং যারপরনাই উপকৃতও হবেন এতে কোন সন্দেহ নাই। যদি বইটিতে উল্লেখিত কিছু প্রচলিত ভুলের উদাহরণ দিতে বলেন তাহলে, হাদীস নয়ঃদোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো। ভুল বিশ্বাসঃ প্রথম বিক্রেতাকে ফিরিয়ে দিলে পুরোদিন ব্যবসায় মন্দা ভাব বিরাজ করে। ভুল নামঃ আবুল, আব্দুল। ভুল ঘটনাঃ একদা জাবের (রাঃ) রাসুলুল্লাহকে দা'ওয়াত দিলে তার সম্মানে একটি বকরী জবেহ করে। জবেহের স্থানে উপস্থিত ছিলেন তার দুই সন্তান। তারা জবেহকে খেলা মনে করে একে অপরকেও জবেহ করে দেয়। এবং উভয়ে মৃত্যু বরণ করে। জাবের (রাঃ) উক্ত ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন। নিজেকে কোনমতে সামলে নিয়ে সন্তানদ্বয়কে কম্বলের নিচে ঢেকে নিলেন। যাতে রাসুলুল্লাহর কষ্ট না হয়। খাওয়ার সময় রাসুলুল্লাহ (সাঃ) উভয়কে ঢাকা শুরু করলে তারা যখন কোন সাড়া দিল না তখন রাসুলুল্লাহ স্বয়ং কম্বলের নিকট গিয়ে যখন বললেন, হে জাবেরের দুই সন্তান! তোমরা উঠে এসো। তৎক্ষণাৎ তারা উঠে এলো। এইদৃশ্য দেখে জাবের(রাঃ) সেজদায় লুটে পড়লেন। অনেকজন এই ঘটনাকে বেশ রসিয়ে কাঁদো কাঁদো স্বরে ওয়াজ মাহফিলে বলে থাকেন। কিন্তু আদতেই এর কোন অস্তিত্ব নেয়। হয়েছে অনেক বলেছি এর রিভিও দিতে গিয়ে। আর বলবোনা বাকীটুকু আপনারাই পড়ে নিবেন। এইভাবে বহু ভুল আমরা আমাদের সমাজে দেখে থাকি। যা আদতে আমাদের চোখে ভুল নয়। এইসব থেকে আমাদের বেঁচে থাকা ইমানি দায়িত্ব। না জানি এমন কত ভুলের সাগরে আমরা ডুবে রয়েছি। এই বইটি ভুলগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সহায়ক হতে পারে। একেতো হজরত মালিক সাহেব হুজুরের তাহকিক তার উপর হজরতের ইখলাস এইদুই জিনিসে বইটি আল্লাহর দরবারে মকবুল হয়েছে বলে মনে করি। এর প্রমাণ পাঠককূলে এর জনপ্রিয়তা। আশাকরি সকলেই উপকৃত হবেন এবং বইটি কিনতে আগ্রহী হবেন। সকলকেই পড়ার দরখাস্ত রইলো।




