
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো একটি বই,অনেক তথ্য, সবাই কিনতে পারেন Highly recommended
Was this review helpful to you?
or
হিটলারের ইতিহাস জানার জন্য এই বইটা সেরা
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো। এই বইয়ে হিটলারের জীবনের কিছু দিক উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন ইউরোপের কিছু বিষয়ও বর্ণিত আছে। যদিও রিভিউয়ে অন্যরা বলছে যে বইটিতে নাকি কঠিন শব্দ এবং দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে, আমি তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমার কাছে বইটি সহজ ভাষায় বর্ণিত মনে হয়েছে। এই বইটি পড়তে হলে আপনার বই পড়ার অভ্যাস থাকতে হবে আর ইউরোপের বিভিন্ন দেশসহ জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি দেশের কয়েকটা শহরের নাম জানতে হবে। তাহলেই বইটি বুঝতে সুবিধা হবে।
Was this review helpful to you?
or
valoi legece
Was this review helpful to you?
or
Not bad
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
ঐতিহাসিক কোনো ঘটনা বা রাজনৈতিক কোনো ব্যক্তিকে নিয়ে যেকোন লেখার গ্রহণযোগ্যতা পরিমাপের ক্ষেত্রে যে কয়টি বিষয় প্রাধান্য পাবার যোগ্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু'টি হচ্ছে নিরপেক্ষতা এবং রেফারেন্স। মুজতবা আলীর লেখায় আমি দু'টিই পর্যাপ্ত পরিমাণে পেয়েছি... মুজতবা আলী ভিন্ন ভিন্ন সময়ে একাধিকবার জামার্নিতে গিয়েছেন, থেকেছেন। হি ট লা রের বহু বক্তৃতা সরাসরি শুনেছেন। হি ট লা রের পক্ষে বিপক্ষে লেখা শত শত বই-প্রবন্ধ পড়েছেন, বিশ্লেষণ করেছেন। তার এই বই ফ্যুরারের জীবনী না, বরং কিছু বিশেষ উল্লেখযোগ্য দিক নিয়ে লেখা প্রবন্ধসংকলন ধরণের বলা যেতে পারে। যতটুকু লিখেছেন, দোষ-গুণ সবটুকুই লেখার চেষ্টা করেছেন। একদিকে যেমন তিনি লিখেছেন--- ❝পাঠক আদৌ ভাববেন না, গ্যাস-চেম্বার নির্মাতার অন্য কোনো দিকে কোনো প্রকারের স্পর্শকাতরতা থাকে না, (তাহলে কসাইয়ের ছেলে মরলে কাঁদতো না)...❞ তেমনি আবার তীব্র সমালোচনা করতেও ছাড়েননি--- ❝যে ডি ক টে টরের মৃত্যুকালে তাঁর দেশের অধিকাংশ ভগ্নস্তূপে পরিণত, যাঁর সংগ্রামনীতির ফলে লক্ষ লক্ষ সৈনিক দেশে বিদেশে নিহত হয়েছে; যুদ্ধে বোমারু আক্রমণে আরো লক্ষ লক্ষ আহত রক্তাক্ত নরনারী চিৎকার করছে- তাঁকে নিশ্চয়ই অতিমানব, ন র দা ন ব সবই বলা যেতে পারে; শুধু বলা যায় না রাষ্ট্রনির্মাতা... বিনষ্ট রাষ্ট্রের ভস্মস্তূপের মাঝখানে দাঁড়িয়ে যে লোক আ ত্ম হ ত্যা করতে বাধ্য হয় তাকে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনির্মাতা বলা চলে না।❞ মরণ-অবধি পাশে থাকার মতো কিছু অকৃত্রিম সুহৃদ হি ট লা র পেয়েছিলো, একই সাথে পেয়েছিলো দুঃসময়ে তাকে পেলে পালিয়ে যাওয়া চা টু কা রে র দলকেও। একসময়ের আকাশচুম্বী জনপ্রিয় ফ্যুরার নিজের দাম্ভিকতা, একগুঁয়েমি আর সীমালঙ্ঘনের কারণে পেলো এ্যামন এক মৃত্যু, যেখানে তার শেষ সৎকারটুকুও যথাযথভাবে জুটলো না! হয়তো এই জন্যই স্রষ্টা কোরআনে মানবজাতির উদ্দেশ্যে রেখেছেন অমোঘ সতর্কবাণী--- ❝আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহ্র পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো; তবে সীমালঙ্ঘন কোরো না। আল্লাহ্ তো সীমা-অতিক্রমকারীদের ভালোবাসেন না। (সূরা বাকারা, আয়াত ১৯০)❞
Was this review helpful to you?
or
দুর্দান্ত!
Was this review helpful to you?
or
boi ti porte hole apnar bangla sahitte parodorshy hote hobe. around class 10+
Was this review helpful to you?
or
You can get insight of Hitler in his prime time....
Was this review helpful to you?
or
ফালতু বই। মুজতবা আলী তার লিখনিতে এত দুর্বোধ্য ভাষা ব্যবহার করেছেন,যা একজন আদর্শ লেখকের বৈশিষ্ট্য হতে পারেনা
Was this review helpful to you?
or
HAIL HITLER 🫳🙋
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
বইঃ হিটলার লেখকঃ সৈয়দ মুজতবা আলী এই বইয়ে একটি অবাক করা তথ্য আছে। হিটলার আত্মহত্যা করার পর যখন মিত্রবাহিনীর হাতে জার্মানির পতন ঘটে তখন অক্ষশক্তির অন্যতম সদস্য জাপান নিরপেক্ষ রাষ্ট্র সুইডেনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দেয়।ইতিমধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলা আমেরিকান রা এই বুদ্ধিতে জাপানের আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয় যে তারা তাদের নতুন পরমাণু বোমার কার্যকারিতা জাপানের মানুষদের উপর প্রয়োগ করবে বলে ! জাপান আত্মসমর্পণ করলে তো আর পরমাণু বোমা ফেলা যাবে না তাই 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় পরমাণু বোমা নিক্ষেপের মাধ্যমে দুই লক্ষ নিরপরাধ মানুষ হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়.. সৈয়দ মুজতবা আলি কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাঙলা সাহিত্যে রম্য রচনার অন্যতম দিকপাল এই মুজতবা আলির 'রসগোল্লা' গল্প স্কুলজীবনেপড়েনি এমন বান্দা/বান্দি এই দেশে নাই। 'হিটলার' বইয়ে লেখক এত সুন্দর হাস্য রসাত্ম্যক ভাবে জার্মানি ও হিটলারের জীবন কাহিনী বর্ণনা করেছেন যে , যে কেউ এই বইয়ে আবিষ্ট হতে বাধ্য। লেখক নিজেও 1934- 35 সালে হিটলার শাসিত জার্মানি ভ্রমণ করেছেন।




