User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ বই, এই লেখক একজন মূলবান রত্ন।
Was this review helpful to you?
or
Really I got some awesome information
Was this review helpful to you?
or
সমগ্র কোরআন জুড়ে সৃষ্টিকর্তা মানব ও জীন জাতিকে বার বার একটিই তাগিদ দিয়েছেন। মুমিন হওয়ার তাগিদ।মুমিন হওয়ার জন্য কিভাবে কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে হয়তো লক্ষ-কোটি কিতাব রচিত হয়েছে।অধিকাংশ মুর্শিদ বলতে গেলে মুমিন বানানোর সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছেন।ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে জাকজমকপূর্ণ মসজিদ ও নামাজির সংখ্যা বেড়ে গেছে।কিন্তু মুমিনের দেখা পাওয়া দুর্লভ।এর মূল কারণ হলো,আমরা বাহ্যিকভাবে মুমিনের মতো অভিনয় করলেও মনে বা কলবে মুমিনের মতো আধ্যাত্মিক ভাবনা ভাবতে পারি না । এই আধ্যাত্মিক ভাবনার সোপান হলো এই বইটি।চমকে উঠার মতো তথ্য হলো এই বইয়ের লেখক ইমাম গাজ্জালী কিংবা ভুবন বিখ্যাত কোন পীর আউলিয়া নন।ইনি বাংলাদেশের কোন পরিচিত ইসলামী স্কলার নন।উনি একজন ইংরেজি ভাষা শিক্ষার বইয়ের লেখক হিসেবেই সাধারণ্যে পরিচিত।তিনি এস,এম জাকির হোসাইন।এবার বইয়ের প্রসঙ্গে আসি।মহাগ্রন্থ আল-কোরআনের অসংখ্য আয়াত উল্লেখ করে এই বইটিতে যা লিখা হয়েছে তা শুধু অনুধাবন করতে পারলেই যথেষ্ট।জীবন বদলে যাবে নিশ্চিত।বইটিতে একজন রাজা ও দরবেশের কথোপকথনের মধ্যে ফুটে উঠেছে বান্দার প্রতিটি কাজ কিভাবে আল্লাহর ইচ্ছার সঙ্গে জড়িত।তবে সমস্যা হলো বইটি সবার বোধগম্য নয় ।