
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই বইটি পড়া মানে রাজনীতি বিষয়ে মৌলিক একটি কোর্স সম্পন্ন করা।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, ইসলামী রাজনীতি সম্পর্কে ধারণা পেতে এই বইটি অনেক বড় এক ভূমিকা রাখে
Was this review helpful to you?
or
motamoti
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বর্তমান ফিতনার জামানায় সকলের উচিত বইটি অধ্যয়ন করা
Was this review helpful to you?
or
ইসলামী রাজনীতি ও খিলাফত বিষয়ে আলোচিত একটি রত্নভান্ডার। এসকল বই হাতছাড়া করা মোটেও ঠিক হবে না।
Was this review helpful to you?
or
Very informative
Was this review helpful to you?
or
পড়ে খুবই ভালো লাগলো। বাস্তবতা সংকট নিয়ে আলোচনা আপন মনকে প্রস্থশ করে।
Was this review helpful to you?
or
excellent service and full of quality books
Was this review helpful to you?
or
বইটিতে ইসলামিক দঃৃৃষ্টিকোণ থেকে রাজনীতির মুল বিষয়গুলো তুলে ধরা হয়েছে।বইটি মুফতি তাকি উসমমানীর অসাধারন পাণ্ডিত্যের সাক্ষ্য দেয়।বইটিতে রাজনীতির বিভিন্ন ভাগ সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে এবং সেই সাথে ইসলামি হুকুমতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।বইটির অনুবাদক সতর্কতার সাথে সঠিক শব্দ চয়নের চেষ্টা করেছেন যা বইএর প্রাঞ্জলতা ধরে রেখেছে।
Was this review helpful to you?
or
very Inspiring book... I love this book, i alwys looking for motivational and self improvemnt books. This book in my area of interest. I belive this "The first and foremost benefit of reading self-help books is the experience puts the reader on a path to where they can read, practice the strategies learned, and make improvements in their lives without having to ask others for help."
Was this review helpful to you?
or
জাস্টিস মুফতী মুহাম্মদ তকী উসমানী অনুবাদ : মাওলানা মুহাম্মদ আবদুল আলীম প্রকাশক : হাবিবুল্লাহ মিসবাহ প্রথম প্রকাশ : জুলাই ২০১৩ পরিমার্জিত একাদশ প্রকাশ : ডিসেম্বর ২০১৯ প্রচ্ছদ : নাজমুল হায়দার মাকতাবাতুল হেরা মূল্য : ৪৬০টাকা পৃষ্ঠা : ৪১৫ "আমরা মুসলমান হওয়ার কারণে এবং দীনী ইলমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, বর্তমানে আমরা যেই সময় অতিবাহিত করছি, এই সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দীনি মূল্যবোধ, দীনী পরিবেশ, আকিদা-বিশ্বাস এবং ইসলামী আইনশাস্ত্রের জগতে সেইসব প্রশ্নের সমাধান ও জওয়াব অনুসন্ধান করা, যেগুলো উল্লেখিত বড় বড় বিপ্লব জন্ম দিয়েছে ।"- ভূমিকা: মুফতী মুহাম্মাদ রফী উসমানী ১৪২৬ হিজরীর সফর মাসে দারুল উলুম করাচিতে রাজনৈতিক নানান মতবাদ এবং বিভিন্ন শাসনতন্ত্র সম্পর্কে একটি কোর্স অনুষ্ঠিত হয়।সেই কোর্সে মুফতী তকী উসমানী সাহেবের বক্তৃতাগুলো রেকর্ড করা হয়েছিল যেগুলো পরে "ইসলাম ও রাজনীতি" নামক গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে পাঁচটি মৌলিক বিষয়ে স্ব-বিস্তারে যুক্তি,তর্ক এবং তথ্যের ভিত্তিতে আলোচনা তুলে ধরা হয়েছে। রাষ্ট্রের অস্তিত্ব বা রাষ্ট্র কিভাবে সৃষ্টি হল, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক মতবাদের অধীনে প্রশাসন কাঠামো, আইনের উৎস এবং সবশেষে তুলে ধরা হয়েছে রাজনীতির ব্যাপারে ইসলামের তথ্য ভিত্তিক মতামত।ভাবগত বিশ্লেষণে বইটি দুইটি খণ্ডে বিভক্ত হয়েছে।প্রথম চারটি বিষয়ের অসাড়তা গুলো আলোচনা করা হয়েছে প্রথম খণ্ডে আর ইসলাম সেই অসাড়তা গুলোকে কাটিয়ে কিভাবে সুন্দর এবং আদর্শ রাষ্ট্র গঠনের পথ দেখায় তা তুলে ধরা হয়েছে ২য় খণ্ডে। শাসনব্যবস্থার বিভিন্ন রূপ বর্ণনা করতে গিয়ে লেখক অতি দক্ষতার সহিত ধর্মীয় অভিজাততন্ত্র তথা থিওক্রাসি(স্রষ্টার কর্তৃত্ব) ’র মুখোশ খুলে দিয়েছেন পাঠকের সামনে।বিভিন্ন ধর্মে স্রষ্টার কর্তৃত্বের দোহাই দিয়ে কিভাবে ধর্মীয় গুরুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে কিভাবে আজকের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম ফোবিয়ার সৃষ্টি হয় তাও তুলে ধরেছেন সুচারুভাবে। ফ্যাসিবাদ এবং সামন্ততন্ত্রের চাটুকারিতাও ফাঁস করে দিয়েছেন পাঠকের কাছে।কৌশলের সাথে তুলে ধরেছেন গণতন্ত্রের দোষ-গুণ।ব্রিটেন, অামেরিকা, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের গণতন্ত্রের পোস্টমর্টেম রিপোর্ট পৌঁছে দিয়েছেন সচেতন পাঠকের কাছে।ন্যাশনালিজম কেন রাষ্ট্র গঠনের জন্য উপযুক্ত নয় - তুলে ধরেছেন তার বাস্তবভিত্তিক চিত্র। মনুষ্য সৃষ্টি রাষ্ট্র পরিচালনায় এই রাজনৈতিক মতবাদগুলোর ব্যর্থতার বেড়াজালের বাহিরে স্রষ্টার একমাত্র সুপরিকল্পিত, সুচিন্তিত এবং মনোনীত ধর্ম ও জীবন ব্যবস্থা 'ইসলাম' কিভাবে সমাধান দিয়েছেন- দ্বিতীয় খণ্ড তারই আলোচ্য বিষয়।আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠায় খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষদভাবে আলোচিত হয়েছে। সালাত কায়েম, যাকাত প্রদান, আমর বিল মারূফ ও নাহি আনিল মুনকার এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যেই খেলাফত, এটি কারো অধিকার নয়।আল্লাহ যাকে চাইবেন তাকে এই দায়িত্ব অর্পন করবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শাসক(আমির) ’র পুরুষ হওয়া কেন বাঞ্ছনীয় তা তুলে এনেছেন বাস্তবভিত্তিক যুক্তি-তর্কের মাধ্যমে। ইসলাম নারীকে কেন শাসনব্যবস্থা থেকে বঞ্চিত করল - দিয়েছেন এই প্রশ্নের যোগ্য জবাব। একটি ইসলামী রাষ্ট্রের গঠন-কাঠামো কেমন হবে তার একটি মডেল এই বইয়ে খুঁজে পাওয়া যাবে। শাসক কিভাবে নির্বাচিত হবে, বিচার ব্যবস্থা কিভাবে হবে, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের সুবিধা কেমন হবে, সবার জান মালের নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে, রাষ্ট্রীয় অর্থ ভান্ডার কিভাবে চলবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি কেমন হবে - সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রত্যেকটি ক্ষেত্র কেমন হবে বিষদ বিস্তারিত বর্ণনা রয়েছে। সবশেষে বলতে চাই, রাষ্ট্র-রাজনীতি বললেই যখন আমাদের মানসপটে ভেসে ওঠে ইউরোপীয় ভাব-ধারার মতাদর্শ ঠিক তখন "ইসলাম ও রাজনীতি" বইটা আমাদের কে আমাদের অব্যর্থ জীবন বিধান সম্পর্কে মনে করিয়ে দেয়।যেখানে ব্যর্থতার কোনো গ্লানি নেই, নেই কোনো লোভাতুর কামনা-বাসনা! যারা ইসলামী রাজনীতি পছন্দ করে বা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত- তাদের জন্য বইটা যদি জরুরি হয় তাহলে যারা ইসলামী রাজনীতির ঘোর বিরোধী তাদের জন্য অতীব জরুরি। সুতরাং সব শ্রেণি-পেশার মানুষ এই বইটার পাঠক হতে পারে।সুন্দর, প্রাঞ্জল ভাষায় সুখপাঠ্য অনুবাদ পড়ে বুঝতেই পারবেন না যে - অনুবাদ বই পরছেন। - Sayeed Muhammad Sanower
Was this review helpful to you?
or
alhamdulillah, this is so beautiful evar another theory. Realy I inspired this subjet what he describes in the book, and I requested all guy who would like to know about individual subjects.
Was this review helpful to you?
or
ইসলামি ও আধুনিক জ্ঞান পিপাসী মানুষের জন্য একটি অসাধারণ বই।
Was this review helpful to you?
or
রাষ্ট্রব্যবস্থা এমন একটি বিষয়, যার সাথে দেশের প্রতিটি মানুষের জীবন, তাদের শিক্ষা, সংস্কৃতি, কর্মব্যবস্থা ও অর্থনীতি, এককথায় জীবনের প্রতিটি স্তর সম্পৃক্ত। রাষ্ট্র পরিচালনার মূলনীতির উপরই নির্ভর করে জনগণের জীবনের গতিধারা, তাদের চিন্তা-চেতনা, রুচি-প্রকৃতি এবং সার্বিক অবস্থা। ইংল্যান্ডের শিল্পবিপ্লব ও ফ্রান্সের রাজনৈতিক বিপ্লবের পরে এমন কিছু রাজনৈতিক দর্শন, মতবাদ ও রাষ্ট্রব্যবস্থা আত্মপ্রকাশ করেছে,বর্তমান পাশ্চাত্য-সভ্যতার আধিপত্যের যুগে যা পৃথিবীর অধিকাংশ ভূখণ্ডে প্রতিষ্ঠা লাভ করেছে এবং যা পৃথিবীর দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। এসব মানব-সৃষ্ট ব্যবস্থার দরুন প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা জন্ম নিচ্ছে এবং নতুন নতুন সংকট সামনে আসছে। ইসলাম রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে যে মূলনীতি প্রদান করেছে, রাষ্ট্রের ব্যবস্থাপনা, পুঁজির যথাযথ বণ্টন, অর্থনীতি, শিক্ষানীতি, আইন ও দণ্ডবিধি, সর্বোপরি ক্ষমতার প্রয়োগের ব্যাপারে যে বিধান রেখেছে এবং রাষ্ট্রের আইনি, বৈষয়িক ও যাবতীয় সমস্যার যে পূর্ণাঙ্গ, যথাযথ ও যুগান্তকারী সমাধান দান করেছে, পৃথিবীর অন্যকোনো রাজনৈতিক মতাদর্শ বা রাষ্ট্রব্যবস্থা এর বিকল্প বা সমকক্ষ হওয়ার যোগ্যতা রাখে না এবং এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। ‘ইসলাম ও রাজনীতি’ গ্রন্থে মূলত সেসব রাজনৈতিক মতাদর্শ এবং প্রচলিত বিভিন্ন শাসনব্যবস্থার পরিচয় তুলে ধরা হয়েছে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনায় ইসলামের মৌলিক নীতিমালা স্পষ্ট করা হয়েছে। গ্রন্থের প্রথম ভাগে রাজনীতির ইতিহাস, রাজনীতিকেন্দ্রিক বিভিন্ন মতবাদ, সেগুলোর অধীনে প্রতিষ্ঠিত প্রশাসনের পরিচয়, দৃষ্টিভঙ্গি ও কার্যধারা তুলে ধরা হয়েছে। অতঃপর দ্বিতীয় ভাগে রাজনীতি প্রসঙ্গে ইসলামী বিধিবিধান ও শিক্ষাদীক্ষা পরিবেশিত হয়েছে এবং এক্ষেত্রে উম্মতের ফকিহ ও শাস্ত্রজ্ঞ ব্যক্তিবর্গের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আলোচ্য গ্রন্থ পাঠে প্রচলিত রাষ্ট্র ও অর্থব্যবস্থাগুলোর গূঢ়কথা সম্পর্কে যেমনি জানা যাবে, তেমনি ইসলামের রাজনৈতিক আদর্শ সম্পর্কেও অবগতি লাভ করা যাবে।
Was this review helpful to you?
or
ইউরোপীয় রাজনীতির বাকচাতুরতায় মুসলিম জাতি আজ ভুলেতে বসেছে ইসলামী সমাজ ও দেশপরিচালনার নীতি। দেশপরিচালনার কথা বললে মনের ভিতর উঠে আসে ম্যাকিয়াভেলি, সক্রেটিস এরিস্টোটল প্লেটোর নীতি দরশনের কথা। মনে হবে যে মুসলিমদের কোন নীতি নেই। অথচ একজন মুসলিম তার সমাজ ও দেশ পরিচালনায় ইসলামী নীতি মেনে চলবে। ভুলে যাওয়া মুসলিম কে মনে করিয়ে দিতে একটা ভালো মানের বই।




