User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আলহামদুলিল্লাহ হাতে পেলাম। যদিও কভার পেজটা দেখে মনে হচ্ছে বইয়ের উপর দিয়ে অনেক দখল গেছে কিন্তু ভেতর দিয়ে ফ্রেশই মনে হচ্ছে । বাকিটা পড়ার পর দেব ইনশাআল্লাহ।
সুফি দর্শন ও প্রেম : রুমি কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানে
পুলিন বকসী
অসাধারণ একটি বই । লেখক সূফিবাদের পর্যালোচনায় বর্ননা করেছে জুলাই গণঅভ্যুত্থানকে । সেই সাথে ইনসানুল কামিল আর নীটশের অতিমানব ধারণার ব্যাখা । ইবনে আরাবীর ওহদাতুল ওজুূদের সংক্ষিপ্ত ব্যাখ্যা । সব মিলিয়ে অসাধারণ ।
দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]
মিরাজ রহমান
আলহামদুলিল্লাহ হাতে পেলাম। বাকিটা পড়ার পড় দেব ইনশাআল্লাহ । তবে পেজ কোয়ালিটি প্রশংসনীয়।
নাইচ
আমি পড়ছি। চমৎকার বাংলা গল্পের বই। গল্প আমাদেরকে বেঁচে থাকার উৎসাহ দেয়। শিক্ষা দেয়। গল্পকারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
মহান আল্লাহ পূর্ববর্তী জাতি-গোষ্ঠীসহ বিভিন্ন সময়কার নানা ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্য দিয়ে এই উম্মাহকে তাঁর আনুগত্য ও নির্দেশনা মানার ব্যাপারে তাগিদ ও শিক্ষা দিয়েছেন। কুরআনের গল্প-ঘটনা নিয়ে আরবি-উর্দু-বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় নানান রকম বই প্রকাশিত হয়েছে। তবে খুবই দুঃখজনক ব্যাপার হলো, তারগিব-তারহিবের হাদিসের মতো এসব ঘটনার বইয়েও বিশুদ্ধ ঘটনার সাথে সাথে জাল ও অনির্ভরযোগ্য বর্ণনার ছড়াছড়ি। এসব বিষয়কে সামনে রেখে উর্দু ভাষায় কাসাসুল কুরআনের ওপর একটি বিস্তৃত বই রচিত হয়। বইটি লিখেছেন যুগসেরা মুহাক্কি...See More
বইটা খুব সুন্দর । বইটা দেখে ভেবে ছিলাম হয়তো ভালো হবে না কিন্তু পড়ে দেখলাম সত্যি অনেক সুন্দর
অতিপ্রাকৃত উপন্যাস অত্যন্ত চমৎকার
এটি একটি পূর্ণাঙ্গ বই, নারীদের জন্য। কোন নারী যদি এই বইটিকে পুরোপুরি ফলো/অনুসরণ করে তাহলে আমি বিশ্বাসী যে, সেই নারীর জীবন ধন্য, দুনিয়া ও আখেরাত উভয়েই।ইনশাআল্লাহ
আমার পড়া অনন্য ইউনিক সিরাতগ্রন্থ ‘আল মাহী-উল-মুলক’; রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নামে বইটির নামকরণ করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া থেকে শিরক উৎখাত করতে প্রেরিত হয়েছিলেন, এ জন্য তাঁর গুণবাচক নাম ‘আল মাহী’। . এ সিরাতকে আমি ইউনিক বলছি এ কারণে যে, এখানে আমাদের বর্তমান অবস্থা ও সমকালীন নানা ইস্যুকে সামনে রেখে নবিজির জীবনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। আপনার কাছে ব্যাপারটি খুবই দারুণ লাগবে- আপনার সামনে যে বাস্তবতা বা সমস্যা আছে, সেটি রাসুল সাল্লাল্লাহু আল...See More