
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
সুপাঠ্য বই
বড় লেখকদের ভ্রমন গল্প পড়তে বসার আগে একটু ভয় ছিল। কঠিন করে লিখেন নাইতো? এই বইটা সুপাঠ্য।

জীবন ও কবিতা
Cover, Mukhobondho, Kobita ghuruk rikshai rikshai, meghBristiValobasa, Gontobbo Gonotontro, Jibon o Kobita, songabodhe Naari, egolo vison vison valo legeche.

BOOK TITLE
Dear, sorry for bothering, here the book name is engineering chemistry but title is dictionary of economics,, how? pls.

বীরাঙ্গনারা'ই সব-চেয়ে ত্যাগ স্বীকার করেছে ৭১ এ
বিষয়বস্তু হিসেবে বিচার করলে এটি একটি অসাধারণ বই। বই-এ একাধিক বীরাঙ্গনার যুদ্ধ পূর্ববর্তী, যুদ্ধ সময়কালীন ও যুদ্ধ পরবর্তী জীবন/অবস্থা নিয়ে বর্ণনা করা হয়েছে। বীরঙ্গনাদের আমরা কখনই যথোপযুক্ত সম্মান দিতে পারি নি। তাদের ত্যাগ-কষ্ট-লাঞ্চনা-বঞ্চনা-কে যৌক্তিক ভাবে স্বীকার করা এবং তাদের অবদানকে মূল্যায়ন করা তো দূরের কথা, তাদের এ আমরা সামন্য গ্রহণ ও করতে পারি নি। সেটা সামাজিক, পারিবারিক বা ব্যক্তিগত যে কোন ভাবে-ই বিচার করা হোক না কেন। সমাজ তাদের কে ধিক্কার দিয়েছে। পরিবার তাদের বর্জন করেছে। ব্যক্ত...See More

কাফকা নিয়ে জানান
যারা এরইমধ্যে কাফকা পড়েছেন তারা দয়া করে এর ভালো খারাপ কিছু লিখেন আর আমাদের জানান। জানি বইমেলায় কাফকা অনেক বিকিকিনি হয়েছে কিন্তু এমন অনুবাদ সাহিত্য কিনার কোন অভিজ্ঞতা আমার নাই তাই কিছুটা বিস্তারিত জানালে খুশি হব। আমি পাথক সমাবেশের রবিন্দ্রনাথ ঠাকুরের সমগ্র কিনেছিলাম তাই এখন আগ্র আছে কেউ আন্তরিকতা দিয়ে জানালে খুশি হব।

বাঙালি ছেলে শংকরের দুধর্ষ আফ্রিকা অভিযান
কিছুদিন আগে রেডিও মিরচি (কোলকাতা) একটি রেডিও স্টেশন থেকে চাদের পাহাড় অডিও বুক হিসাবে সানডে সাসপেন্স নামে একটি শোতে শোনানো হয় ৬ ভাগে। আমি বহু আগে সত্যাজিত রায়ের সৃস্ট চরিত্র তপেশকে একটি গল্পে চাদের পাহাড় সম্পর্কে মন্তব্য করতে শুনেছিলাম কিন্তু তখন বইটি পাইনি। বাবাকে বলে অনেক খোজাখুজি করেছিলাম, পাইনি। পরে জীবনের ধারায় ভেসে যেয়ে ভুলে গিয়েছিলাম, হঠাত সেদিন রেডিওতে শুনে আজ প্রায় ১৫ বছর পর বইটি আমি অবশেষে পেয়ে পরেছি। রেডিওতে গল্পটা বলার সময় আরজে জানান এই গল্পটি আজ থেকে ৭৫ বছর আগের লেখা এবং বি...See More

ব্যোমকেশ বক্সীর সৃষ্টিকর্তাকে আমার শতকোটি প্রনাম
ধুতি পাঞ্জাবি পরেও যে দুধর্ষ গোয়েন্দা হওয়া যায় সেটা শরদিন্দুবাবু প্রমান করে ছেড়েছেন। ব্যোমকেশ বক্সী কিশোরদের জন্য সৃস্ট চরিত্র নয়, বড়দের জন্যই। কিছুটা শার্লক হোমসএর মিল আছে বিশ্লেষণী ক্ষমতার ক্ষেত্রে কিন্তু সেটা একেবারই মানানসই বাঙালি পরিবেশের জন্য। শার্লক দাম্ভিক ছিলেন কিন্তু ব্যোমকেশ ক্ষুরধার বুদ্ধিমান কিন্তু বিনয়ী আর দশজন বাঙালির মতই। পথের কাটা, দুর্গ রহস্য, সীমান্ত হীরা, চিড়িয়াখানা, রক্তের দাগ, সজারু কাটা, অগ্নিবাণ, বহ্নি পতঙ্গ, লোহার বিস্কুট ইত্যাদি গল্প বার বার পড়েও যেন আঁস মেট...See More

শরদিন্দু বাবু সত্তিই অসাধারণ!!
এই বইটি আমি রকমারি থেকে কিনিনি কিন্তু আমার এত ভালো লেগেছে যে ভাবলাম রিভিউটা না দিলেই নয়। বাঙালি লেখকের কল্পনা শক্তি যে এতদূর গড়াতে পারে আর তার লেখনি যে এত দুর্দান্ত হতে পারে সেটা এই বইটি না পড়লে বুঝতে পারতাম না। অনায়াসে যেকোনো বড় ইংরেজি সাহিত্যিকের পাশে এক কাতারে দাড়ানোর ক্ষমতা রাখেন এই দুধর্ষ ইচ্চাবাদী লেখক। ১৮৩টি ছোট গল্প আছে এতে। ব্যোমকেশ বক্সীর সৃষ্টিকর্তার আরো কিছু অসাধারণ মজাদার এবং সাসপেন্স ভরা গল্প এখানে পাবেন।

Sei Pother Pachali
Pore poreo jeno purano hoi na. Bibhuti babu kotogulo oshadharon uponnash diye gechen ei bepare kono shondeho nei. Oshoni Shongket porte jeye chokhe pani eshe giyeche, Aronnok porte porte bangali jogot theke gayeb hoye jachchilam arekbar..Aro koto bolbo.. Abar porun..valo lagbe

Bhalo Laglo
Mishti mishti bhalobashar boi. Khali dukhkho ektai, last e Kabir kivabe cheka khelo ta jante parlam na. Noile lekhar dhoron khub e chomotkar, erokom aro lekha chai.





