User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
bigganbaksho kine anlam amar bachhar jonno, khub e mojadar bachchader jonno, bigganbaksher instrument gulo dekhe amr nijer chele bela mone pore gelo :)
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এরকম আরও চমৎকার পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আলো না থাকলে সবকিছু অন্ধকার। অলোর কতো খেলা মাঝে মাঝে অবাক হয়ে যাই।চোখে ধাঁধাঁ লেগে যায়।এখন আর লাগবে না বোধয়।অন্যরকম বিজ্ঞান বাক্স( আলোর চমকে) পরীক্ষা করে নিজেরাই উত্তর পেয়ে যাবেন।বাচ্চারা নিজেরাই পেরিস্কোপ বানাবে।নিজারাই বিজ্ঞানী হতে চাইবে।ধন্যবাদ আমার কাজিনদের এমন সপ্ন দেখতে সাহায্য করার জন্য।
ছোট বেলায় অনেকবার বৈদ্যুতিক শক লেগেছে।কেন এমন হয় বুঝতে পারি নি।এখন বুঝতে পারি কিন্তু এখন বাচ্চারাও নিজেরা মজার পরীক্ষা করে সব জানবে।শুধু বইয়ে পড়ে না নিজেরা বানাবে মোটর যা এখন অনেকের কাছে ভয়ের কারন তা হয়ে উঠবে আনন্দের।ধন্যবাদ অন্যরকম বিজ্ঞান বাক্স( তড়িৎ তাণ্ডব) কে।
ছোট বেলার বইয়ে শুধু থিওরি পড়তাম।না বুঝে মুখস্ত করতাম অনেক কিছু।এখন দিন বদলেছে।বাবা মায়ের সাথে সাথে ছেলে মেয়েরাও না বুঝে কিছুই করতে চায় না।বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ চুম্বক। এই চুম্বক নিয়ে অন্যরকমের সায়েন্সকিট সত্যিই প্রশংসার যোগ্য।আমি আশা করি বাংলাদেশের সব বাচ্চা এই কিটের ম্যাধ্যমে পরীক্ষা করে বুঝে বুঝে শিখবে।
দুনিয়ায় সবচেয়ে ইন্টেরেস্টিং আর দরকারী জিনিস বোধহয় আলো। পুরো দুনিয়ার শক্তি আসে এই আলো দিয়ে, বিজ্ঞানীরা দিনরাত মাথা ঘামাচ্ছেন এই আলো নিয়ে। প্রিয় লেখক ড, জাফর ইকবাল এই আল নিয়েই লিখে ফেলেছেন দূর্দান্ত একটা বই। আলো নিয়ে খেলতে খেলতে আলো সম্পর্কে জানায, আর আলো নিয়ে জানতে জানতে বিজ্ঞানে উৎসাহী হওয়ার চমৎকার উপায় ‘আলোর ঝলক’। খালি চোখে যেই আলো দেখি সেটা আসলে শুধু সাদা না সেটা বোঝার জন্য নিউটন বানিয়ে ফেলেছিলে বর্ণ চাকতি। নানা রঙে রাঙানো চাকতি ঘুরিয়ে দিলেই আলোর রঙ পেয়ে যায়। আবার সে আ্লোকে...See More
ছোটবেলায় চুম্বক নিয়ে খেলা বলতে বুঝতাম কাগজের একপিঠে ছোট একটা চুম্বুক রেখে অন্যপাশে বড় চুম্বুক রেখে সেটাকে নাড়ানো। বড় চুম্বক আকর্ষনে ছোট চুম্বকটা কাগজের পিঠে ঘুরে বেড়াতো। বড় হয়ে দেখি সেই চুম্বক নিয়েই আস্ত সায়েন্সকিট! ক্লাস সিক্স-সেভেনে চুম্বকের বলরেখা নামে একটা ব্যাপার পড়াতো, কিভাবে চুম্বক তার চারপাশে আকর্ষনী ক্ষমতা ছড়িয়ে রাখে সেটা বোঝা যেত, কিন্তু সেই বলরেখা শুধু বইয়েই দেখেছিলাম, আসলে কেমন হয় সেটা দেখার সৌভাগ্য হয়নি। এই সায়েন্সকিটে দেখলাম সেই সুযোগ আছে। বইপড়া হয় নাকি জ্ঞানার্জনের জন্য, সেই জ্ঞান...See More
অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশের ইতিহাসে প্রথম সায়েন্স কিট যার তৃতীয় কিট হল তড়িৎ তান্ডব। তড়িৎ তান্ডব কিটটি আসলে খুবই মজার যার মাধ্যমে ছেলে-মেয়েরা হাতে-কলমে বিজ্ঞান শিখতে পারবে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়বে। কিটটিতে রয়েছে ২০ টি Exciting এক্সপেরিমেন্ট যার মাধ্যমে এখান থেকে আইডিয়া নিয়ে তুমি সাইন্স ফেয়ারে তোমার প্রোজেক্ট দিতে পারো। তড়িৎ নিয়ে যদি কারও খেলার ইচ্ছা থাকে তাহলে এখনই কিনে নিতে পারো তড়িৎ তান্ডব। কিটটিতে আছে তড়িৎ নিয়ে মজার মজার সব এক্সপেরিমেন্ট যেমন বানিয়ে ফেলতে পারো মোটর, তাপ দিয়ে জ...See More
অন্যরকম বিজ্ঞানবাক্সের দ্বিতীয় কিট হল চুম্বকের চমক। চুম্বকের চমক কিটটি আসলে খুবই মজার খেলনার মত যার মাধ্যমে খেলার ছলে বিজ্ঞানও শিখতে পারবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে। এই কিটটিতে ২৬ টি Exciting এক্সপেরিমেন্ট আছে যার মাধ্যমে এখান থেকে আইডিয়া নিয়ে তুমি সাইন্স ফেয়ারে তোমার প্রোজেক্ট দিতে পারো। কিটটিতে রয়েছে চুম্বক নিয়ে মজার মজার সব এক্সপেরিমেন্ট যেমন বানিয়ে ফেলতে পারো ম্যাগনেটিক সুইচ, মোটর দিয়ে জ্বালাতে পারো লাইট, বানাতে পারো ম্যাজিক মোটর, এরকম আরও অনেক অনেক এক্সপেরিমেন্ট। শুধু তাই নয়, সাথে রয়ে...See More
ছেলেবেলায় 'বিজ্ঞান' বিষয়টি নিয়ে হিমশিম খায় নি এমন মানুষ মেলা ভার। এমনকি ব্যবহারিক ক্লাসগুলোও অসহনীয় মনে হয় অনেকের কাছে। সহজবোধ্য বিজ্ঞানকে কঠিন ভাষায়-সূত্রে ভাবতেই আমরা বেশি অভ্যস্ত। দুর্বোধ্য বিজ্ঞানকে উপভোগের স্তরে নিয়ে এসে অন্যরকম বিজ্ঞানবাক্স বেশ চমকেই দিয়েছে বলা যায়। অন্যরকম বিজ্ঞানবাক্স তড়িৎ তাণ্ডবের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীরা তড়িৎ বিষয়ক ২০টি এক্সপেরিমেন্টের সাথে পরিচিত হতে পারবে। বিজ্ঞানকে প্রাকৃতিক ভাবেও চিনতে পারা যাবে এক্সপেরিমেন্টগুলোর সাহায্যে।