
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
good book
সেরা বই।
সেরা বই👌
অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ লিখিত ও এমসিকিউ
মোঃ আবু বকর সিদ্দিক
অনেক ভালো এবং ভর্তি পরীক্ষার জন্য কাজের একটি বই।তথ্যগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে এই বইটিতে।

অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম কবে প্রিয় কবিতা গুলো বই হয়ে উঠবে। লেখক বা কবি হয়ে ওঠা কঠিন হলে, কবি বা লেখক হয়ে এমন কিছু লিখে ফেলা "যা পড়তে পড়তে গিয়ে পাঠক ভাবে এ যেন আমিই কিংবা আমাকে উদ্দেশ্য করেই লেখা " আরও কঠিন। আহমেদ দীন রুমি ভাই সে কাজ করে গেছেন অবলীলায়। আল্লাহ আপনার চেষ্টা কে কবুল করুন। যুক্ত করুন তার পছন্দনীয় বান্দার তালিকায়।

RIVO EP 103 In-Ear Magnetic Earphone with Extreme and Deep Bass (Black)
RIVO
one of the best earphone

best

টফিক গুলা অনেক গুছানো। এবং সল্প সময়ে রিভিশনের জন্য উপযোগী
অরণ্যের আদিম গাম্ভীর্য আর লবুটলিয়া-বইহারের নির্জন প্রান্তরে প্রকৃতির যে অতিপ্রাকৃত রূপ বিভূতিভূষণ এঁকেছেন, তা বাংলা সাহিত্যে বিরল। জীবিকার প্রয়োজনে অরণ্য শাসন করতে আসা এক মানুষের ধীরে ধীরে অরণ্যের কাছেই আত্মসমর্পণ করার এক নস্টালজিক দলিল এই উপন্যাস। রাজু পাঁড়ে কিংবা ভানুমতির মতো প্রান্তিক মানুষগুলোর সরল জীবনদর্শন প্রতিটি পাতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। মহাকালের আবর্তে অরণ্যের নিস্তব্ধ হাহাকার মনের মধ্যে এমন এক চিরস্থায়ী ছাপ রেখে যাবে যা একজীবনে ভুলে যাওয়া দুষ্কর!

খুবই দারুন একটি উপন্যাস ছিল। প্রতিটি পাতা আপনাকে পরের পাতা উল্টোতে বাধ্য করবে। একটুও একঘেয়েমি লাগেনি। বাংলাদেশে ইতিহাসের সাথে মিল রেখে এভাবে টানটান উত্তেজনায় ভরপুর থ্রিলার উপন্যাস খুব কমই পড়েছি। অসাধারণ লেগেছে।




