
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটা ভালোই, মজার ছলে লেখা হয়েছে।

খুবই সুন্দর একটা বই। আপনি যদি সময়ের মূল্য বুঝতে চান তবে এটা পড়ুন।

Excellent Book

বই পড়া যারা শুরু করতে চান তাদের টার্গেট করেই লেখা হয়েছে বলে আমার মনে হয়।

বইটা এক কথাই অসাধারণ! আপনার যদি অভার থিংকিং এর অভ্যাস থাকে তাহলে এই বইটা আপনার জন্যই। আমি 5 স্টার দিতে পারছি না কারন বইটা ভালো হলেও এটার অনুবাদ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট হতে পারিনি, কিন্তু পড়ে বুঝো যায়।

ভালোই, যদি আপনি একজন হতাশাগ্রস্থ হয়ে থাকেন তো এটা আপনার কিছুটা কাজে আসতে পারে।

বইটা খারাপ তা কিন্তু আমার মনে হয়েছে , এটা তাদেরকেই টার্গেট করে লেখা হয়েছে যারা নতুন করে বই পড়া শুরু করছেন।

সত্যি অনেক ভালো একটা বই। আমি ডঃ মিজানুর রহমান আযহারি এই বইটার প্রথম পড়েছি এবং "ম্যাসেজ " কেনার কথা ভাবছি। অন্যদের জন্য এটা রিকমেন্ডেড।

আসলে কি বলব বুঝতেছি না কারণ আমি এই বইটা ধোকে পরে কিনেছিলাম তাদের মার্কেটিং দেখে। অনেক হাইপ তৈরি করেছিল। আমার যেহেতু ব্যাবসার চিন্তা নাই এজন্য আমার তেমন কাজে লাগেনি কিন্তু যারা ব্যাবসা করবেন বলে ভাবছেন তারা হয়তো কাজে আসতে পারে।

মোটামুটি ভালোই বইটা। বিশেষ করে যারা বই পড়া শুরু করতে চান, তাদের জন্য এটা ভালো শুরু হতে পারে। আর এই বইটা আপনাকে ভিন্নভাবে ভাবতে শেখাবে।





