User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আলহামদুলিল্লাহ বই টা অনেক ভালো।পড়লেই তো হবে না বাস্তবায়ন করা লাগবে তবেই জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। বইটি পড়লে ইতিকাফের শর্ত, উদ্দেশ্য ও ইতিকাফ করার পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়া সম্ভব।
মদিনা সনদ , যা মদিনা চার্টার বা মধ্যস্থতা সনদ নামেও পরিচিত — এটি ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রণীত এক ঐতিহাসিক দলিল। এটি হিজরত ৬২২ খ্রিস্টাব্দের পর মদিনায় তৎকালীন মুসলমান, ইহুদি, এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহবস্থান ও পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়।
Excellent book written by by older brother Dr. Mahabub Abir. Thanks a lot.
We more and more books from the Writer.
আসসালামু আলাইকুম, বইটি অবশ্যই ভালো। খুব আগ্রহ নিয়ে পড়তে লাগলাম কিন্তু সব মাথার উপর দিয়ে গেছে। পরের অধ্যায় গুলো তে গেলাম একি অবস্থা। পাঠক যে নিজের উপকারের জন্যে কিনছে এবং টাইম নষ্ট করে বইটি পড়বে সেটি অনুবাদকের ভাবা উচিৎ ছিলো। এতো বিরক্ত লাগছিল বইটি পড়তে যা বলার ভাষা নাই। খবই বিরক্ত হয়ে অনুবাদকের নাম দেখলাম। আমি যদি রকমারির মালিক হতাম, এই অনুবাদক কে এবং তার সকল বই ব্যান্ড করতাম, এতো ভালো একটি বই কে কি বানিয়েছে। পুরো বইটি পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি। ছিড়ে ফেলতে ইচ্ছা করছে বইটি।
খুবই সুন্দর ও সাবলীল ভাষায় AI র জটিল বিষয় গুলোকে লেখক যেভাবে পাঠকদের জন্য তুলে ধরেছেন, তা প্রশংসার দাবিদার। শুভকামনা রইল।
কোরআন শরীফ পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ (পকেট সাইজ)
ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
আলহামদুলিল্লাহ,সুন্দর অনুবাদ। তবে বইয়ের ছাপা এবং বাইন্ডিং উন্নত করার অনুরোধ রইলো। অনেক লেখার ছাপা পড়েনি।
অসাধারণ একটা বই,,,আমি মনে করি সব মেয়ের এট পড়া দরকার
আজই বইটি হাতে পেলাম আলহামদুলিল্লাহ । আশা করছি এই বই থেকে জীবন ঘনিষ্ঠ প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবো ইং শা আল্ল-হ ।