Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

 Nurunnahar Munni books

followers

নুরুন্নাহার মুন্নি

জন্ম : ৫ জানুয়ারি ১৯৮৩ খ্রিষ্টাব্দ, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামে। বেড়ে ওঠা চাঁদপুর শহরে। বাবা : মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (অবসরপ্রাপ্ত ব্যাংকার, এসপিও), মা : শেফালি খানম।

প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর মুন্নি পড়ালেখা করেছেন ঢাকার ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেছা সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজে।

শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু হলেও পরিবার ও সন্তানদের যত্নে মনোযোগী হতে চাকরিকে বিদায় জানান। বর্তমানে তিনি লেখালেখি, সাংগঠনিক কাজ এবং সংসার- এই তিন ক্ষেত্রেই নিজেকে সক্রিয় রেখেছেন।

লেখালেখির শুরু কৈশোরে। কবিতা, গল্প, ফিচার, প্রবন্ধ- সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে জাতীয় দৈনিকে প্রথম প্রকাশ পায় তার লেখা ফিচার। দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পোর্টালে লিখছেন নিয়মিত।

অসংখ্য সাহিত্য ও সামাজিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে জড়িত। বর্তমানে তিনি চাঁদপুর সাহিত্য একাডেমির একজন নির্বাচিত সদস্য। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র দায়িত্ব পালন করেছেন দীর্ঘ পাঁচ বছর।

প্রকাশিত গ্রন্থসমূহ : আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ); কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ); গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ); ভ্রূণফুল (কাব্যগ্রন্থ)।

সম্পাদনা করছেন লিটলম্যাগ আখ্যান।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২), মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩), একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা (২০২৪), শাহীনা রব স্মৃতি পদক (২০২৪)। এছাড়াও সাহিত্যকণ্ঠ পুরস্কার, চাঁদপুর দর্পণ সেরা লেখক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

[email protected]

নুরুন্নাহার মুন্নি এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed