Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nurul Alam Mohammad Nipu books

follower

নূরুল আলম মুহম্মদ নিপু

নূরুল আলম মোহাম্মদ নিপু ১৯৭৮ সালের ১ জুলাই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন বেখৈরহাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি ও ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ হতে এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে পাশ করেন। অতঃপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ হতে দ্বিতীয় শ্রেণিতে যথাক্রমে এল-এল.বি (সম্মান) ও এল-এল.এম ডিগ্রি অর্জন করেন। অতঃপর পাঁচ বছর ওকালতি করা অবস্থায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রয়াত সিনিয়র আইনজীবী জনাব এম.এ ওহাব-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে 'ফৌজদারি কার্যবিধি' ও 'দন্ডবিধি' নামক দুইটি বইয়ের সম্পাদনা শেষ করে ২০০৬ সালে ২৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়ারীতে সহকারী জজ হিসেবে সুনামগঞ্জ জজশীপে যোগদান করেন। অতঃপর ঐ জেলার ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়িত হয়ে চাকুরীর পাশাপাশি 'কোর্ট ফি আইন ও মামলা মূল্যায়ন আইন' এবং 'High Court Division Permission Guide' নামক দুইটি বইয়ের সম্পাদনা করেন। অতঃপর শেরপুর জেলার ম্যাজিস্ট্রেসীতে বদলী হয়ে সেখানে কর্মরত থাকাবস্থায় 'ভূমি জরিপ ও জমি-জমার হিসাব-নিকাশ'-এর পাণ্ডুলিপির কাজ করেন। অতঃপর সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে উক্ত ম্যাজিস্ট্রেসীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়িত হন। ইহার পর যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতিমূলে ঝালকাঠি জেলা জজশীপে ২০১২ সালে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাবস্থায় 'জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচার পদ্ধতি' নামক একটি বিশ্লেষণধর্মী বইয়ের সম্পাদনা করেন-যাহা প্রকাশের অপেক্ষায় আছে। অতঃপর বদলীসূত্রে উপ-পরিচালক হিসেবে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঢাকায় যোগদান করেন।

নূরুল আলম মুহম্মদ নিপু এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed