Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Banimadhob Sorkar books

follower

বেণীমাধব সরকার

কবি ও শিশু সাহিত্যিক বেণীমাধব সরকার ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর, বাংলা ১৩৬০ সনের ১৫ আশ্বিন, শুক্রবার বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার দধিঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরদাস সরকার এবং মাতা মতি মালা সরকার। তার পিতা ছিলেন একজন স্বনামধন্য প্রধান শিক্ষক। বেণীমাধব সরকার নিজ গ্রামে অবস্থিত সেনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে রোয়াইল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। কলেজপর্যায়ে লেখাপড়া করেন সাভার কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলায় এমএ পাস করেন। কর্মজীবনে সিংগাইর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রীদের প্রিয় স্যার। বাল্যকাল থেকেই সাহিত্যচর্চা করছেন। নবম শ্রেণির ছাত্র থাকাকালীন তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়। অদ্যাবধি সেই প্রকাশের ধারা অব্যাহত গতিতে চলছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায় প্রতিনিয়ত তার লেখা প্রকাশিত হচ্ছে। শিশু-কিশোর সাহিত্য ও সমকালীন ছড়া সাহিত্যের ক্ষেত্রে তিনি বিশেষ স্থান করে নিয়েছেন। গান ও গল্পও লেখেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার।


প্রকাশিত গ্রন্থ :

দেশের মাটি শীতল পাটি (২০০৮), কালের কথা (২০০৯), একাত্তরের বর্গি (২০০৯), ভূতের মুখে রাম নাম (২০০৯), প্রেমগোলাপে কত কাঁটা (২০১১), ছাদের ওপর চঁদের আলো (২০১১), হীরকমালার দেশে (২০১২), এসো দুর্যোগের সাথে লড়ি (যৌথ-২০১৫), মীনার জন্য গল্প (যৌথ-২০১৭), শিয়াল পণ্ডিতের পাঠশালা (২০২২)।

পুরস্কার :

নাট্য প্রজন্ম সিংগাইরের ‘সম্মাননা ২০০৬’, বাইমাল বিজয় দিবস উদ্যাপন পরিষদের ‘বিজয় দিবস পুরস্কার-২০১১’, সাভারস্থ সিংগাইর সমিতির ‘শহীদ রফিক বিশেষ সম্মাননা-২০১৬’, ইউনিসেফের ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬।

বেণীমাধব সরকার এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed