Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Arif Hossen Shobuj books

followers

আরিফ হোসেন সবুজ

২ নভেম্বর ১৯৯৯, কুমিল্লা জেলার অন্তরবর্তী চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের হাজারী বাড়িতে জন্মগ্রহণ করেন।পিতার নাম মোঃ আহছান উল্লাহ ও মাতা পারুল বেগম। উচ্চমাধ্যমিকে পড়াকালীনসময়ে লেখালিখির হাতেখড়ি। বিভিন্ন সাহিত্যসাংস্কৃতিক সংগঠনে আসা-যাওয়ার মাধ্যমেসাহিত্য চর্চায় বেশ অনুপ্রাণিত হন। প্রথমবারের মতো লেখা প্রকাশিত হয় ২০১৭ সালের ১৮ই ডিসেম্বর ‘দৈনিক কুমিল্লারকাগজ’ পত্রিকায়।তারপর ২০১৮ সালের ৪ এপ্রিল ‘দৈনিক যায়যায়দিন’পত্রিকায় লেখা প্রকাশের মাধ্যমে জাতীয় পত্রিকায় লেখালিখির শুভ সূচনা হয়। পরবর্তীতে জাতীয় দৈনিক সমকাল, নয়াদিগন্ত, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনেরসংবাদ, সংগ্রাম, যুগান্তর, এবং দেশের সর্বাধিক প্রচারিত ম্যাগাজিন নবারুণ, বেতার বাংলা, মনন, ফুলকুঁড়ি, কিশোর কণ্ঠ, কিশোর পাতা, নকীব, দ্বীন দুনিয়াসহ জাতীয় এবং স্থানীয় অসংখ্য পত্র-পত্রিকা, ম্যাগাজিনেনিয়মিত লেখালিখি করেন। গান লেখাতেওতার ভালো দক্ষতা রয়েছে। একাধারে তিনি একজন কবি-সাহিত্যিক, গল্পকার, শিল্পী ওসংগঠক। ‘বাকশাল থেকে স্বৈরাচার’ বইটি লেখকেরদ্বিতীয় বই, প্রথম বই ‘ফুলের মতো জীবন গড়ো’।

আরিফ হোসেন সবুজ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed