Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Roshan Ara Pompa books

follower

রওশন আরা পম্পা

রওশন আরা পম্পা—সঙ্গীত, সাহিত্য এবং শিক্ষা জগতের এক নিবেদিতপ্রাণ শিল্পমনস্ক মানুষ। রাজশাহী শহরে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্বের পিতা আব্দুস সাত্তার ছিলেন প্রখ্যাত নজরুল গবেষক এবং মাতা শামসুন নাহার এক অনুপ্রেরণাদাত্রী মা। রাজশাহীতেই তার শৈশব, বেড়ে ওঠা এবং শিক্ষা জীবন শুরু হয়—গভ. পি.এন. গার্লস হাইস্কুল থেকে এসএসসি ও রাজশাহী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। 🎶 শিল্পচর্চা ও সাংস্কৃতিক জীবন রওশন আরা পম্পার শিল্পচর্চার শুরুটা হয় গান দিয়ে। ছোটবেলা থেকেই নজরুলসঙ্গীত ও লোকগীতির প্রতি গভীর অনুরাগ ছিল। পিতার হাত ধরে মাত্র ১৯৬৬ সালেই তৎকালীন রেডিও পাকিস্তান রাজশাহীতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৬ সালে সপরিবারে ঢাকায় স্থানান্তরিত হয়ে বাংলাদেশ বেতারে নজরুলসঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করে আসছেন ধারাবাহিকভাবে। ✍️ লেখালেখি ও সাহিত্য সাধনা শৈশব থেকেই লেখালেখির সঙ্গে গভীর আত্মীয়তা তার। ‘মুকুল’, ‘সবুজ পাতা’, ‘ইত্তেফাকের কচিকাঁচার আসর’, ‘টরে টক্কা’ সহ নানা শিশুসাহিত্য পত্রিকায় নিয়মিত লিখতেন। পরবর্তী সময়ে ‘সচিত্র বাংলাদেশ’, ‘স্পন্দন’, ‘বেতার বাংলা’ প্রভৃতি মাধ্যমেও তার লেখা প্রকাশিত হয়েছে। ফেসবুকে তার একটি নিজস্ব সাহিত্য ও সংগীতভিত্তিক পেজ রয়েছে, যেখানে তিনি আবৃত্তি, গান এবং নিজস্ব রচনাসমূহ নিয়মিত শেয়ার করেন। 👩‍🏫 পেশাগত জীবন ঢাকায় এসে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন—প্রথমে মুন্সিগঞ্জের রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী হিসেবে এবং পরে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গাইড লেকচারার পদে কাজ করেন। এরপর সিএজি অফিসে ২৫ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, যেন মনোনিবেশ করতে পারেন তার আজন্ম ভালোবাসা—সঙ্গীত ও সাহিত্য চর্চায়। 📚 প্রকাশিত গ্রন্থ রওশন আরা পম্পার ইতোমধ্যে তিনটি যৌথগ্রন্থ প্রকাশিত হয়েছে, যা তার সাহিত্যিক অভিমুখকে সুপ্রতিষ্ঠিত করেছে। প্রকাশিত একক কাব্যগ্রন্থ ‘ধ্রুবতারা’। 🌿 ব্যক্তি জীবন তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জননী। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তিনি একজন বিনয়ী, প্রাণবন্ত ও সাংস্কৃতিকভাবনায় সমৃদ্ধ মানুষ, যিনি এখনো সাহিত্য, সংগীত ও মানবিক বোধের আলোকবর্তিকা হয়ে জ্বলছেন। রওশন আরা পম্পা—একজন বহুমাত্রিক শিল্পী, যাঁর জীবনে মিশে আছে সংগীতের সুর, সাহিত্যের ছন্দ এবং আত্মনিবেদিত মানবিক চেতনা।

রওশন আরা পম্পা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed