Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jahangir Panu books

followers

জাহাঙ্গীর পানু

জাহাঙ্গীর পানু গ্রামবাংলার হৃদয়ে বেড়ে ওঠা এক কবি, যাঁর লেখায় মিশে থাকে জীবনের গভীর বিষণ্ণতা ও নিঃসঙ্গতার স্পর্শ। শিক্ষাসনদ অনুযায়ী জন্ম ১ লা জানুয়ারি, ১৯৮০ খ্রি.। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ মো. নুরুল হক মৃধা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা বেগম নূরজাহান হক একজন গৃহিণী। জীবনের পথচলায় ঢাকায় পাড়ি দিয়ে কম্পিউটার ফার্মে কাজ শুরু করেন কবি। পেশাগত নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে গ্রামে ফিরে 'উলাট নূরজাহান শিক্ষা নিকেতন' নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চিনাখড়া বাজার এজেন্ট শাখার (সুজানগর, পাবনা) স্বত্ত্বাধিকারী ও ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছেন। ভ্রমণপ্রিয় এই কবি দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন, যার প্রতিফলন তাঁর রচনায় পাওয়া যায়। জাহাঙ্গীর পানুর কবিতাগুলো কেবল শব্দের মাধুর্যে মাখানো নয়; এগুলো গ্রামীণ জীবনের বঞ্চনা, মানুষের অন্তর্গত যন্ত্রণা এবং স্বপ্নভঙ্গের আর্তনাদে পূর্ণ।

জাহাঙ্গীর পানু এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed