Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Saieed Manazir Ahsan Gilani books

followers

সাইয়িদ মানাযির আহসান গিলানি

আল্লামা সাইয়িদ মানাজির আহসান গিলানি রহ. জন্ম: ৯ই রবিউল আউয়াল ১৩১৩ হিজরি মোতাবেক ১লা অক্টোবর ১৮৯২ খ্রিষ্টাব্দে ভারতের বিহার রাজ্যের গিলান নামক গ্রামে। শিক্ষাদীক্ষা গ্রামের মক্তবেই তিনি কুরআন, উর্দু, ফারসি, নাহু-সরফসহ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৩২৪ হি. থেকে ১৩৩১ হিজরি পর্যন্ত রাজস্থানের মাদরাসায়ে খলিলিয়ায় দর্শন, যুক্তিবিদ্যা, ফিকহ, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্রের ওপর ব্যাপক পড়াশোনা করেন। ১৩৩১ হিজরিতে ভর্তি হন দারুল উলুম দেওবন্দে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি, আল্লামা শাব্বির আহমদ উসমানি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি -রাহিমাহুমুল্লাহ- প্রমুখ উচ্ছ্বাষের সান্নিধ্য পেয়েছেন। ১৩৩২ হিজরিতে দারুল উলুমে কৃতিত্বের সঙ্গে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। অধ্যাপনা: ১৩৩৩ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দারুল উলুমের মুখপত্র দ্বি-মাসিক 'আল-কাসিম' ও 'আর-রশিদ' এর সম্পাদনার দায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়। ১৩৩৮ হিজরিতে হায়দারাবাদের উসমানিয়া ইউনিভার্সিটির 'দীনিয়াত' বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। একযুগের বেশি এখানে দীনিয়াত বিভাগের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করে ১৯৪৯ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। রচনাবলি: তাঁর রচনাবলির মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য হলো ইমাম আবু হানিফা কি সিয়াসি যিন্দিগি, তাযকিরায়ে শাহ ওয়ালিউল্লাহ, সাওয়ানেহে কাসিমি (তিন খণ্ডে কাসিম নানুতবি রহ.-এর বিস্তারিত জীবনী), তাদবিনে কুরআন, তাদবিনে হাদিস, তাদবিনে ফিকহ, আন-নাবিয়্যুল খাতাম প্রভৃতি। মৃত্যু: ২৫ শাওয়াল ১৩৭৫ হি. মোতাবেক ৫ জুন ১৯৫৬ খ্রি.।

সাইয়িদ মানাযির আহসান গিলানি এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed