Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Saiful Anowar books

followers

মোঃ সাইফুল আনোয়ার

দাদা মৌলভী ছালামত উল্লাহর একান্ত প্রিয় নাতি ছিলেন। ইসলামী ব্যক্তিত্বের জীবনী, নবী রাসূল দের জীবন কাহিনী ও ধর্মীয় উপদেশমূলক গল্প কাহিনী দাদা যেমন বলতেন, তেমনি দাদি সুফিয়া খাতুন সন্ধ্যার গল্প আসরে ও এসব বলতেন, যা লেখকের শিশু মনে যথেষ্ট রেখাপাত করেছিল। বাবা নূর মোহাম্মদ শফিকুল আলমের কঠোর অনুশাসন, এবং মা রেজিয়া খাতুনের পক্ষ থেকে পড়ালেখার জন্য অত্যাধিক চাপ, সবসময় বিদ্যা অনুশীলনের দিকে, জীবনের সময়টাকে ধাবিত করেছে। পাঠ্য বইয়ের পাশাপাশি দেশি-বিদেশি সকল ধরনের বই পড়ায় ছোটবেলা থেকেই আগ্রহী ছিল। বিশ্ব সাহিত্যের ক্লাসিক উপন্যাস গুলো স্কুল জীবনেই পড়া শেষ করেছিলেন। নিজস্ব, সমৃদ্ধ একটি লাইব্রেরী ও গড়ে তুলেছেন নিজের ঘরে। ৮৬ সনে ঢাকা সিটি কলেজে পড়ার সময় থেকেই, ঢাকার প্রায় জাতীয় দৈনিকে বিভিন্ন লেখা ছাপা হয়। গল্প লিখে সে সময় সম্মানি পেতেন, পত্রিকাগুলো থেকে। পত্রিকায় ছাপা হওয়া, সাহিত্যের সব শাখা মিলে, লেখার সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। শিশু কালে দাদা মৌলভী ছালামত উল্লাহর দ্বীনি সংস্পর্শ, অসংখ্য দ্বীনদার আলেম, মুফতি, মুহাদ্দেসের দ্বীনি সহচর্য, লেখনি চেতনায় নতুন মাত্রা যোগ করে। সেই থেকে ধর্মীয় বিষয়ে লেখা, মানুষ ও মানবতার উপকারে, সমাজের উপকারে, লেখালেখি করা প্রতিপাদ্য বিষয় হয়ে ওঠে, লেখকের জীবনে। তিনি কোমার ডগা, তিন নাম্বার ওয়ার্ড, লাকসাম, কুমিল্লা এর অধিবাসী। ইসলামী বিষয় নিয়ে গবেষণা করা, ইসলামী লেখা লিখতে নিজেকে সচেষ্ট রাখা, মানুষ ও মানবতার এবং সমাজের উপকারে ভালো লিখে, মহান আল্লাহকে খুশি করার চেষ্টায় ব্যতিব্যস্ত রয়েছেন। ইহকাল ও পরকালে মহান আল্লাহ সুবহানাতায়ালা রহমত পাবার ইচ্ছায়,আমৃত্যু ইসলামের খেদমত করার প্রত্যয়ে, এখনো কলম চালিয়ে যাচ্ছেন।

মোঃ সাইফুল আনোয়ার এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed