Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shamsunnar Shewli books

followers

সামছুন্নাহার শিউলি

সামছুন্নাহার শিউলি পেশায় একজন শিক্ষক। লেখালেখি তাঁর কাছে ক্ষুধার মতো। খাবার খেলে যেমন পেট ভরে; তেমনি তিনি মনে করেনÑ লিখলেও মনের পেট ভরে। মন তৃপ্ত হয়, শান্তি লাগে। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। স্টুডেন্ট লাইফে বিভিন্ন দিবস, স্কুল কলেজের ম্যাগাজিন, সাময়িকী ও দেয়াল পত্রিকাগুলোতে লিখতেন তিনি। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্য পত্রিকায় নিয়মিত লিখেন। তিনি ১৯৭৯ সালে ৩১শে ডিসেম্বর নানার বাড়ি; সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শাজাহানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার সরকারি চাকরির সুবাধে বিভিন্ন জায়গায় তিনি যাওয়ার সুয়োগ পেয়েছেন। পরিবারে তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। পড়াশোনা করেছেন ঘাটাইল গালর্স স্কুল, জি.বি.জি কলেজ ও সরকারি আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বই পড়া, ফুলের গাছ লাগানো, ঘর গোছানো এবং গল্প করা আড্ডা দেয়া তাঁর শখ। তাঁর প্রাণের বাস ঘাটাইল। যেখানেই থাকেন তিনি ঘাটাইলে পা রাখার সাথে সাথে তাঁর মনে হয় তিনি বাবার কাছে এসেছেন, মায়ের কাছে এসেছেন। বর্তমানে তিনি ঘাটাইল ব্রাহ্মণ শাসন সরকারি কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত। যে মানুষটার সাথে এইমাত্র পরিচয় হলো; আমৃত্যু সে মানুষটাসহ জীবনের সকল সম্পর্কের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান তিনি।

সামছুন্নাহার শিউলি এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed