Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shoriful Islam. books

follower

শরিফুল ইসলাম

তরুণ কবি ও ছড়াকার শরিফুল ইসলাম ১৯৯৯ সালের ৩রা ফেব্রুয়ারি, পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক ভিটা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা হাটখালি ইউনিয়নের দুড়িয়া গ্রামে, গাজনার বিলের কোল ঘেঁষে। এই বিলের জল, স্নিগ্ধ হাওয়া ও শস্যখেতের সবুজে মিশে আছে তাঁর কবিসত্তার প্রথম রূপ। পিতা মোহা. ওসমান শেখ, মাতা মোছা, শেফালী খাতুন। পাঁচ ভাই-বোনের মধ্যে তৃতীয় তিনি। কৃষক বাবার হাত ধরে শিখেছিলেন মাটির ভাষা, আর গৃহিণী মায়ের আদরে পেয়েছিলেন শব্দের সুর। ছোটোবেলা থেকেই শরিফুল ইসলামের সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ ছিল। পাঠ্যপুস্তকের সীমানা ছাড়িয়ে, সাহিত্যের বইয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল সীমাহীন। পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখতে লিখতে, কখন যেন জুড়ে দিতেন নিজের কল্পনার রং। শিক্ষক ও বন্ধুরা মুগ্ধ হয়ে বলতেন, "তুই কবি হলে ভালো হতো।" সেই কল্পনার পাখা তাঁকে ধীরে ধীরে পরিচিত করে তোলে তরুণ কবি ও ছড়াকার হিসেবে। জাতীয় পত্রিকা থেকে শুরু করে স্থানীয় পত্রিকার পাতায় নিয়মিত প্রকাশিত হয় তাঁর ছড়া ও কবিতা। তাঁর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটা তাঁর প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। তরুণ এই কবি ও ছড়াকার সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী। আল্লাহ্ কৃপা আর মানুষের ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে যেতে চান-সাহিত্যের আকাশে আরও উঁচুতে, স্বপ্নের আরও গভীরে। তাঁর কলম যেন কখনো না থামে, তাঁর সৃষ্টির আলো যেন ছড়িয়ে পড়ে আরও দূরে।

শরিফুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed