Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abu Sayeem Md. Mirza books

follower

আবু সায়েম মোঃ মির্জা

কবি আবু সায়েম মোঃ মির্জা। জন্ম: ১১ জানুয়ারী ১৯৬৯ইং, পিতা- সিরাজুল হক, মাতা-মোছা: সখিনা খাতুন, গ্রাম-গজারিয়া (মিয়া পাড়া) পোষ্ট:-ফুলছড়ি, উপজেলা:-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা। তিনি ৮ ভাই এক বোনের মধ্যে সবার কনিষ্ঠ, বড়ো বোন সাহেরা বেগম তাঁর প্রিয় ব্যক্তিত্ব। শিক্ষা জীবন: গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ফুলছড়ি পাইলট বুচ্চ ব্যিালয় থেকে এসএসসি (১৯৮৫) সাদুল্যপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি (১৯৮৭) কার মাইকেল বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে সম্মান (১৯৯৩) এবং রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতকোত্তর (১৯৯৫) ডিগ্রি লাভ করেন। অতপর স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান চট্টগ্রামে ব্যবস্থাপক হিসাবে দায়িত্বরত আছেন। তিনি ছোটো বেলা থেকে ছড়া কবিতা লিখা ও আবৃত্তি করা বেশ পছন্দ করতেন। এখনও অবসর সময়ে বই পড়া কবিতা লিখায় ব্যস্ত থাকতে ভালবাসেন। "বৈষম্য নেই কোথায়" এটা তার প্রথম কাব্যগ্রন্থ। ব্যক্তি জীবন: তিনি অত্যন্ত সহজ-সরল সাদা মনের একজন মানুষ। দুই সন্তানের জনক। ছেলে মাহমুদ-উন নবী বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার ও মেয়ে রুশদানিয়া বুশরা সিভিল ইঞ্জিনিয়ার। সহধর্মিনি মনুজান আরা পারভিন একটা শিক্ষা সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত।

আবু সায়েম মোঃ মির্জা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed