Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sushama Sarker books

follower

সুষমা সরকার

সুষমা সরকার বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত, স্বনামধন্য, দর্শকনন্দিত ও মেধাবী অভিনেত্রী। গত প্রায় বিশ বছরের অধিক সময় ধরে তিনি বিচরণ করছেন বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র এবং হালের ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্র দর্শকনন্দিত ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। বাবার সরকারি চাকরির সুবাদে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশের নানা জেলা ও উপজেলা শহরে। দেখেছেন নানারকম মানুষ, মানুষের জীবন। সেই সব মানুষের জীবন যাপন যেমন তাঁর অভিনয় জীবনে ঘুরে-ফিরে এসেছে তেমনি লেখালেখিতেও তাদের অবস্থান স্পষ্ট। ভারতেশ্বরী হোমস্ থেকে এসএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে অভিনয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তাঁর লেখা প্রথম উপন্যাস 'প্রণয়' প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই যুক্ত হন থিয়েটার গ্রুপ দেশ নাটকের সাথে। দেশ নাটকের প্রযোজনা নিত্যপুরাণ, জলবাসর ও সম্প্রতি 'পারো' তে একক অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সুষমা সরকারের উল্লেখযোগ্য টিভি নাটক-নোলক, শেষ পর্যন্ত, অনুভবে প্রতিক্ষণ, সাদা মেঘের বৃষ্টি, ভালোবাসার আলো আঁধার, যোগ-বিয়োগ, কাশেম ডাকাত, তলিয়ে যাওয়ার গল্প, চিঠি, মিস্টার-কে, শিশির বিন্দু, ভালোবাসার চতুষ্কোণ, ঘাস, পোস্ট মর্টেম, কাঁচের পুতুল, ক্যাম্পাস, দেনা পাওনা। উল্লেখযোগ্য চলচ্চিত্র-ছুঁয়ে দিলে মন, গোর, পেয়ারার সুবাস, দহন, সাপলুডু, বাদশা। এছাড়াও সম্প্রতি 'আই সি ইউ' নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দেশি-বিদেশি অনেক সম্মাননা এবং গুনীজনদের বিশেষ প্রশংসা। 'ছোট ছেলে' নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন আরটিভি বেস্ট অ্যাক্টর এ্যাওয়ার্ড। লেখালিখির দীর্ঘ বিরতির পর করোনাকালীন সময় থেকে আবারও লিখতে শুরু করেন, তারই ধারাবাহিকতায় এই প্রকাশনা। চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা লিটন কর-এর সাথে সুষমা সরকারের বিষ বছরের পথচলা।

সুষমা সরকার এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed