Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Joze Saramago books

follower

জোযে সারামাগো

সারামাগো জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ১৬ নভেম্বর। পর্তুগালের রিবাতেয প্রদেশে আযিনাগা গ্রামের এক ভূমিহীন কৃষক পরিবারে। ২ বছর বয়সে তাঁর মা-বাবা লিসবনে চলে আসেন। সারামাগো লেখাপড়ায় ভালো করলেও পরিবার স্কুলের খরচ চালাতে না পারায় ১২ বছর বয়সে তাকে কারিগরি বিদ্যার স্কুলে ভর্তি করা হয়। দুবছর গাড়ী মেরামতের কাজ করার সময় লিসবনের পাবলিক লাইব্রেরিতে তাঁর বইপড়া শুরু। ১৯৪৪ সালে সরকারি চাকুরিরত অবস্থায় শিল্পী লিডা রাইসকে বিয়ে করেন। কিছুদিন পর একটি প্রকাশনা সংস্থায় সম্পাদক ও অনুবাদক হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে প্রণয়ী লেখিকা ইসাবেল ডা নোব্রেগার হাত ধরে লেখালেখির জগতে প্রবেশ। ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানে ডিয়ারিও ডে নোটিসিয়া পত্রিকার সহকারী পরিচালক পদ থেকে চাকুরিচ্যুত হন। এর পর থেকে সারামাগো পুরোপুরি লেখালেখিতে আত্মনিয়োগ করেন। আজীবন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাহিত্যে নোবেল পুরষ্কার জয় করেন ১৯৯৮ সালে। প্রকাশিত কবিতাগ্রন্থ, নিবন্ধ এবং উপন্যাসের সংখ্যা ৩১।

জোযে সারামাগো এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed