Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Shamshul Hoque Chowdhury books

follower

অধ্যাপক ড. সামশুল হক চৌধুরী

বইখানার লেখক দীর্ঘ সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন অধ্যাপক। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে লেখক অধ্যাপনা করেন সেগুলো হলো: নিউ ইয়র্কস্থ টুরো (Touro) ইউনিভার্সিটি, মনরো কলেজ, ব্রনক্স, মেট্রোপলিটান কলেজ অব নিউ ইয়র্ক (পার্ট-টাইম), ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি টেক, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি (খণ্ডকালীন-Weekend Program), নর্থসাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ (খণ্ডকালীন-গ্রীষ্মকালে), ইউনিভার্সিটি উত্তরা মালায়েশিয়া (ভিজিটিং অধ্যাপক), Touro ইউনিভার্সিটি, বার্লিন (faculty exchange program আওতায়)। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষবারের মতো পাড়ি দেওয়ার আগে লেখক বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার (বর্তমানে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামে খ্যাত), সরকারি সিটি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, কানুনগোপাড়া প্রমুখ শিক্ষাপ্রতিষ্ঠান ও ট্রেনিং প্রতিষ্ঠানসমূহে ব্যবস্থাপনা পরামর্শ, প্রশিক্ষণ (Management Counselor and Trainer) ও অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাংকের উচ্চতর শিক্ষার গুণগত মানোন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি গবেষণা ও (অপর ফ্ল্যাপে বাকি পরিচিতি দ্রষ্টব্য) [11:29 am, 03/02/2025] Ali Proyas: গবেষণা পদ্ধতির উপর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের গবেষণা ও গবেষণা পদ্ধতির উপর দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেন। এতে আশে-পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও স্বল্পসংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। শিক্ষাজগতে স্বীকৃত একাডেমিক জার্নালসমূহে বিজনেস ও অর্থনীতিবিষয়ক তাঁর অনেক লেখা প্রকাশিত হয়। আরও দুটো উল্লেখ করার মতো অভিজ্ঞতার কথা না বলে পারছি না। একটা হলো ২০১২ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত Global Conference for Academic Research (GCAR) এ keynote speech দেওয়া আর ২০১৮ সালে আলীগড় মুসলিম ইউনিভার্সিটির 'Managing Research for Effective Outcome' নামক কর্মশালায় দু-দিনব্যাপী একক প্রশিক্ষক হিসেবে কাজ করা। সময়-অসময় (যখন অনুরোধ আসে) Boca Raton Lyn University, Fl, Aligarh Muslim University, Birla Institute of Technology, India প্রভৃতি বিশ্ববিদ্যালয়সমূহের Doctoral প্রোগ্রামে External Examiner হিসেবে কাজ করেন। আর যেসব বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়ন করেন তিনি মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রিসমূহ প্রাপ্ত হন তাদের মধ্যে উল্লেখ্য- ব্রুকলীন কলেজ অব সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, নোবা Southeastern ইউনিভার্সিটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ড. সামশুল হক চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed