Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shamim Patuwari books

follower

শামীম পাটোয়ারী

কবি শামীম পাটোয়ারী। সার্টিফিকেট নাম রেজাউল করিম। জন্ম ১৯ নভেম্বর ১৯৮০, দ্বারবক্স পাটোয়ারী বাড়ি, বাঁশপাড়া, ছাগলনাইয়া, ফেনী। পিতা মজল হক, মাতা অজিবা খাতুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। কবিতা ও প্রবন্ধের পাশাপাশি সংগঠন ও রাজনীতি প্রধান আরাধ্য। লিখে আসছেন জাতীয় ও স্থানীয় দৈনিকের পাতায়। বিশ্ববিদ্যালয়-জীবনে তার সম্পাদিত লিটলম্যাগ ‘ষড়ঋতু’ আলোচিত ও আদৃত। সম্পাদনা করেছেন ঐতিহ্যবাহী ছাগলনাইয়া গণপাঠাগারের একাধিক একুশের সংকলন, সাহিত্যপত্রিকা ‘প্রয়াস’, ‘প্রত্যাশা’, ‘ঐতিহ্য’ ও ‘দূরযাত্রা’। ‘দৈনিক এবেলা’র ‘সাহিত্যবেলা’র বিভাগীয় সম্পাদক। নয়ের দশকের মাঝামাঝিতে সাংবাদিকতা ও লেখালেখি করেছেন মাসিক হায়দার, পাক্ষিক মসিমেলা ও সাপ্তাহিক বৈকালী পত্রিকায়। পেশায় ব্যাংক কর্মকর্তা। বর্তমানে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী জেলা শাখার সদস্য সচিব। তিনি ১৯৯৪ সাল থেকে ছাগলনাইয়া গণপাঠাগারের সাথে সম্পৃক্ত; বর্তমানে কার্যকরী কমিটির সদস্য। সম্মিলিত পাঠাগার আন্দোলন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। ফেনী সাহিত্য সভা ও সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সদস্য শামীম পাটোয়ারী ফেনীর সাহিত্যাঙ্গনের উজ্জ্বল মুখ। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাবেক সভাপতি শামীম পাটোয়ারী আদর্শবাদী রাজনীতি প্রতিষ্ঠার এক স্বপ্নবাজ পুরুষ। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ থেকে বাসদের মনোনীত প্রার্থী হয়েছিলেন। স্ত্রী রোকেয়া আক্তার রোকসানা, দুই মেয়ে মৃত্তিকা ও কবিতা এবং ছেলে স্বদেশকে নিয়ে সংসার।

শামীম পাটোয়ারী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed