Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahbub Tutul books

follower

মাহাবুব টুটুল

জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৮০, নওগাঁ জেলার মান্দায়। বেড়ে ওঠা শৈশব-কৈশোর কেটেছে ছবির মতো দেখতে গ্রাম তেঁতুলিয়ায়। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই। দেশে ও দেশের বাহিরে অসংখ্য পত্রিকা আর বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ। ছাত্রজীবনে দৈনিক পত্রিকা করতোয়ায় সাংবাদিকতা করলেও পরবর্তীতে জীবনের অমোঘ বাস্তবতায় পেশা পরিবর্তন করে এখন শিক্ষক (বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া)। বাবা মো কছিম উদ্দিন শেখ, মা মরহুমা ছামছুন্নাহার বেগম এর সাত সন্তানের মধ্যে অবস্থান ষষ্ঠ। বাবা বলতেন 'তুমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে এটা বড় বিষয় নয়, কিন্তু মৃত্যুর পরে কতদিন বেঁচে থাকবে এটাই বড় বিষয়।' কথাটি অন্তরে গেঁথে গিয়েছিলো। শিক্ষার প্রথম পাঠ শেষ হয় তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁ থেকে। রাজশাহী কলেজ রাজশাহী থেকে উচ্চমাধ্যমিক, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমএসএস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড, এমএড এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ (ইএলটি) সম্পন্ন হয়। শুভেচ্ছা সম্মাননা পেয়েছি 'চিহ্ন' (রাবি), 'অপরাজিত' (শেরপুর) এবং 'কবিতা সম্মাননা' (শব্দকথণ সাহিত্য আসর) থেকে। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। বিকেলের বৃষ্টিতে চুল ভিজে মধ্যরাতে (যৌথ), জ্বলে জলে তিন নক্ষত্র (যৌথ), বাতাস ধুয়েছে শাড়ির আঁচল (একক)। ব্যক্তিগত জীবন সহধর্মিনী লায়লা নাজনীন ও সন্তান সৌহার্দ-তাহানী।

মাহাবুব টুটুল এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed