Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

M. Mazharul Islam books

follower

এম মাজহারুল ইসলাম

লেখক পরিচিতি এম মাজহারুল ইসলাম। ১৯৭৫ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী জেলার বাগমারা থানায় ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ি গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- মো. আব্দুল জব্বার মন্ডল এবং মাতা- মোছা. জরিনা বেগম। বাবা ছিলেন কৃষক ও মধ্যম ব্যবসায়ী, মা ছিলেন গৃহিণী। তার ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি মেজ। কবি ভটখালী প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন এবং পরে বীরকুতসা অবিনাশ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর নাটোর সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে ১৯৯২ সালে (বিজ্ঞান বিভাগ) থেকে এইচএসসি পাশ করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়ন করেন এবং পরে রাজশাহী কলেজ থেকে প্রাইভেট পরীক্ষায় ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন। কবি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন, তাই প্রাইমারি ও জুনিয়র স্কলারশিপ লাভ করেন। শিক্ষা জীবন শেষ না করেই চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট থেকে মার্চেন্ট ম্যারিনের উপর লেখা পড়া করে জাহাজে যোগদান করেন। এই চাকরির সুবাদে তিনি বিশ্বের ৫৩ টি দেশ, বহু নগর ও বন্দর ভ্রমণ করেন। বিগত ১২ বছর ধরে ভবানীগঞ্জ আদর্শ মহিলা ভোকঃ স্কুল এন্ড বি এম কলেজে- (এখনো নন এমপিওভুক্ত) প্রভাষক (ইংরেজি) পদে শিক্ষকতা করছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশের নদ-নদী গুলোর উপর অমানবিক অত্যাচার লক্ষ্য করে কিছু লেখার জন্য তিনি ইচ্ছা পোষন করেন। বিশেষত আত্রাই, বারানই ও ফকিরনী নদীর উপর অনেক অবহেলা ও অত্যাচার বিশেষভাবে লক্ষ্য করেছেন। দেশের আরো অন্যান্য নদী গুলোর একই অবস্থা। এভাবে চলতে থাকলে একদিন আমাদের এই সুন্দর প্রকৃতি, এই মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। তাই নদী সম্পর্কে অমর একুশে বইমেলা ২০২৫ এ একটি পূর্ণাঙ্গ কাব্য "আত্রাই নদীর আত্মবাণী" রচনা করে দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তার এই ক্ষুদ্র প্রয়াসকে যদি সবাই স্বাগত জানায় তাহলে আগামী দিনে আরো অনেক ভালো কিছু তিনি জাতিকে দিতে পারবেন ইনশাআল্লাহ্। যে জাতি তার সাহিত্যকে ভালোবাসে সে কখনো দুর্বল হয় না, আদর্শ হারায় না। মতামত জানাতে... ০১৬১৯০৬১৪২৭

এম মাজহারুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed