Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Munsi Abu Bakkar Siddiq books

follower

মুন্সী আবু বকর

মুন্সী আবু বকর (ড. এন এইচ এম আবু বকর) :  তাঁর জন্ম (১৯৫৩) চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার কোদালা গ্রামে। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, মননশীল প্রাবন্ধিক ও অনুভূতিপ্রবণ সাহিত্য সমালোচক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘ এক আলোকিত কর্মজীবন শেষে ২০১৯ সালে তিনি পূর্ণ অবসর গ্রহণ করেন। অবসর জীবনের নির্জনতায় তিনি আশ্রয় খুঁজে পান সৃজনশীল চর্চায়। তাঁর সৃষ্টিশীল মন প্রতিনিয়ত নতুনতর ভাবনা ও আবেগে সমৃদ্ধ হচ্ছে। মাধ্যমিক থেকেই সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ হৃদয় ছুঁয়ে গেছে। কিশোর বয়সে 'কাকলী' ক্লাবের দেয়াল পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি তাঁর সৃজনশীলতার সূচনা করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ এবং লিটল ম্যাগাজিনে গল্প-কবিতা লিখে তিনি সাহিত্যের জগতে নিজেকে তুলে ধরেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে দর্শন ও ইতিহাস নিয়ে গবেষণার ব্যস্ততায় সাহিত্যচর্চায় সাময়িক বিরত থাকলেও, কবিতার প্রতি তাঁর অমলিন ভালোবাসা কখনও ক্ষীণ হয়নি। বহুদিন পরে, হারিয়ে যাওয়া সুর ফিরে পাওয়ার মতোই, তিনি কবিতার জগতে ফিরে আসেন নতুন উদ্যম আর আবেগ নিয়ে। মুন্সী আবু বকরের কবিতায় সমাজের অন্যায়-অবিচার, নৈতিক অবক্ষয় এবং মানবতার জন্য তাঁর গভীর উদ্বেগ প্রতিফলিত হয়। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের যন্ত্রণা তাঁর হৃদয়কে আলোড়িত করে, যা তিনি অত্যন্ত মমতায় ও গভীরতায় তুলে ধরেন তাঁর লেখায়। তাঁর কবিতায় থাকে প্রতিবাদের সুর, আবার থাকে ভালোবাসার আশ্রয়। অপেক্ষার আকাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

মুন্সী আবু বকর এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed