Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mamun Muztaba books

followers

মামুন মুজতাবা

যশোর জেলার কেশবপুরে জন্ম নেওয়া মামুন মুজতাবা ছোটবেলা থেকেই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণা পেয়েছেন নিবেদিতপ্রাণ কলেজ শিক্ষক বাবার কাছ থেকে। বাবার শিক্ষার আলো ও অনুপ্রেরণার স্পর্শ তাকে জীবনে মানুষের স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ করেছে। শিক্ষাক্ষেত্রে মামুন মুজতাবার সাফল্য উল্লেখযোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ভারতের International Management Institute থেকে ‘The Colombo Plan’-এর বৃত্তি নিয়ে এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া Bangladesh Institute of Management থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা ও মার্কেটিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। আন্তর্জাতিক শিক্ষা-প্রশিক্ষণ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ মামুন মুজতাবা মালয়েশিয়ার University of Malaya-তে FDP এবং থাইল্যান্ডের Asian Institute of Technology থেকে MDP সম্পন্ন করেছেন। তার অর্জিত আন্তর্জাতিক সার্টিফিকেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Certified Flourishing Life Coach, Certified KPI Specialist, Certified NLP Practitioner, Certified Career Counselor এবং Master Trainer । তার পেশাগত জীবন বৈচিত্র্যময় ও অনুপ্রেরণামূলক। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তিনি ক্যারিয়ার উন্নয়ন, ব্যবসা উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, মাইন্ড-ব্রেইন প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। বর্তমানে তিনি Bangladesh Institute of Management-এর একজন অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শসেবা ও লেখনী হাজারো মানুষকে জীবনের লক্ষ্য নির্ধারণ এবং স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে আসছে।

মামুন মুজতাবা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed