Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Faruk Hossain books

followers

ফারুক হোসাইন

ফারুক হোসাইন এর জন্ম ১৯৮৯ সালের ১০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মেকুরটারী গ্রামে। তাঁর বাবা মরহুম আবুবক্কর সিদ্দিক একজন ব্যবসায়ী ছিলেন এবং মা মোছাঃ ফাতেমা বেগম গৃহিণী। স্ত্রী তাহমিনা হোসাইন তনু ও কন্যা ফাবিহা নুজহাতকে নিয়ে সংসার। লেখাপড়া করেছেন ব্র্যাক প্রাইমারি স্কুল, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মীর ইসমাইল হোসেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম.এস.এস পাস করেছেন। বিশ্ববিদ্যলয়ে থাকাকালীন বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাতেন, আর যখন সেগুলো পত্রিকায় প্রকাশ হতো তার চোখে-মুখে বিশ্বজয়ের হাসি ফুটতো। পরবর্তীতে ২০১৩ সালে তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকুরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে বিদ্যুৎ খাতে চাকুরি করেন। বর্তমানে তিনি পেট্রোবাংলার একটি স¦নামধন্য প্রতিষ্ঠানে সহকারি ব্যবস্থাপক হিসেবে হিউম্যান রিসোর্সেস (এইচ.আর) ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। সম্প্রতি তাঁর অতিপ্রিয় একজনের অনুরোধে লেখনিতে হাত দিতে চান এবং সাহিত্যের প্রতি তার অনুরাগকে অনেকদূর এগিয়ে নেওয়ার জন্য অবসর সময়ে লেখার ক্ষুদ্র প্রয়াস ব্যক্ত করেছেন। পাঠকবৃন্দের নব সৃষ্ট জ্ঞানের প্রতি শ্রদ্ধা রেখেই এই নবীন সামনের দিকে এগিয়ে নিতে চান চিন্তা ও মননকে। তাঁর লেখা প্রথম বই প্রথম কাব্যগ্রন্থ ‘আমি প্রেমিক হবো'’ ২০২২ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। ‘ঊণজীবন’ উপন্যাসে শবনম নামের বিশ্ববিদ্যালয় পড়–য়া একজন মেয়ের জীবনের বাঁকে বাঁকে সুখ সন্ধান এবং শেষ পর্যন্ত তাঁর জীবন একাকীত্ব আর না পাওয়ার বেদনায় কতটা হাহাকার করে সেই ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে। শবনমের জীবনের সাথে জড়িত প্রতিটা জীবন যেমন; বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবী পপি মাহবুবা, স¦ামী পারভেজ আর শেষ পর্যন্ত স্কুল বান্ধবী স্মৃতির ভাই হিরন্ময়ের সাথে তাঁর আস্থা ও বিশ্বাসের সম্পর্ক। সবকিছুই তাঁর অতৃপ্ত ও একাকীত্ব জীবনের প্রতিচ্ছবিকেই ফুটে তুলেছে।

ফারুক হোসাইন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed