Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Bulbul Hasan books

follower

বুলবুল হাসান

বুলবুল হাসান বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি। ১৯৯০-এর দশকের দ্বিতীয়ার্ধে তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেন। ২০০১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব বিতর্ক প্রতিযোগিতা, ওয়ার্ল্ডস-এ তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও লন্ডন স্কুল অব ইকোনোমিক্স (এলএসই) ডিবেটিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। বিচারক হিসেবে অংশ নিয়েছেন মর্যাদাপূর্ণ কেমব্রিজ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বুলবুল হাসান বিতর্কের প্রথাগত সাফল্যকে স্পর্শ করেছেন বহুমাত্রিক ব্যঞ্জনায়। কিন্তু সফলতার স্বীকৃতিকে তিনি কখনোই বড়ো করে দেখতে চাননি। বিতার্কিকের সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে সেই তরুণ বয়সে তিনি ছুটে বেড়িয়েছেন প্রান্তিক জনপদে। পাদপ্রদীপের আড়ালে থাকা কিশোর-তরুণদের নিয়ে গড়ে তুলতে চেয়েছেন যুক্তিবাদী এক প্রজন্ম, জাগিয়ে তুলতে চেয়েছেন অন্তর্ভুক্তিমূলক বুদ্ধিবৃত্তিক ভাবাবেগ। বিতর্কের ব্যাপ্তি বা প্রভাব বলয়কে উপলব্ধি করে তিনি দেশজুড়ে চালু করেছিলেন বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি 'বিডিএফ স্কুল অব ডিবেট', জাতীয় পর্যায়ে বিতর্ক বিষয়ক প্রথম নিয়মিত প্রকাশনা 'সংলাপ'-এর আত্মপ্রকাশ ঘটে তাঁর হাত ধরেই। বিতর্ককে কেবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে নিয়মিত গোলটেবিল আলোচনা, পলিসি বিতর্ক, এমনকি গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনি বিতর্কেরও উদ্যোগ গ্রহণ করেন তিনি। গত দুই দশক ধরে বুলবুল হাসান লন্ডনে সাংবাদিকতা করছেন। প্রবল জনপ্রিয় উপস্থাপক তিনি, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে সম্প্রচার সাংবাদিকতার ঋতুবদল ঘটেছে তাঁর হাত ধরে। থিয়েটারের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় নিয়মিত নাটক লিখছেন। পাশাপাশি ব্রিটিশ গণতান্ত্রিক সংস্কৃতির নিবিড় পর্যবেক্ষক তিনি। প্রাচ্য ও প্রতীচ্যের অভিজ্ঞতায় ভর করে বিতর্ককে ভিন্ন আলোয় ব্যাখ্যা করবার একটি প্রয়াস 'অন্তহীন বিতর্কযাত্রা'।

বুলবুল হাসান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed