Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Saidur Rahman books

follower

সাইদুর রহমান.

সাইদুর রহমান (১৯০৯-১৯৮৭) তার জীবনে মাত্র দুটি বই লিখেছিলেন। প্রথম বইটি ছিল ইংরেজিতে। নাম: ইসলামিক দর্শনের একটি ভূমিকা | ইসলামি দর্শনের ওপর তিনি এই বইটি লিখেছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর স্যার মালিক ফিরোজ খান নুন-এর অনুরোধে। ফিরোজ খান (এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন) ছিলেন পাঞ্জাবি এবং পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতা রূপে পরিচিত, তিনিও তার স্ত্রী ভিকারুননিসা নুন ছিলেন বাঙালিদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতি পূর্ণ। ঢাকায় ভিকারুননিসা স্কুল এদেরই আনুকূল্যে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার ফিরোজ খান আকৃষ্ট হয়েছিলেন সাইদুর রহমানের দার্শনিক মতবাদে এবং প্রায় প্রতি সপ্তাহেই তাকে ডেকে আনতেন গভর্নর হাউসে (বর্তমানে বঙ্গভবন) ও উভয়ে আলোচনা করতেন দর্শন বিষয়ে। এক পর্যায়ে তিনি অনুরোধ করেন সাইদুর রহমান যেন ইসলামিক দর্শন বিষয়ে একটি বই লেখেন। সাইদুর রহমান তার কথা রাখেন এবং বইটি প্রকাশ করেছিলেন মল্লিক ব্রাদার্স। বইটি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠ্যবই হয়েছিল। ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হবার পর ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে সেই বাংলা অনুবাদের ভার সাইদুর রহমান দেন তার এক প্রিয় ছাত্রকে যিনি ছিলেন একজন শিক্ষক। বইটির বাংলা অনুবাদ করেন ঢাকা ইউনিভার্সিটির সেই শিক্ষক। 

সাইদুর রহমান. এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed