Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Evan Ikram books

follower

ইভান ইকরাম

ইকরামুল হক ইভানের জন্ম যশোরে, ইভান ইকরামের গণমাধ্যমে। সাংবাদিক হতে চেয়েছিলেন, চেষ্টা চালিয়েছেন, কতটুকু পেরেছেন বিচারের ভার দর্শক-পাঠকদের। ২০১৬ সালে সেরা ডকুমেন্টারি পুরষ্কার পেয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি থেকে। তার মূলত উল্টো হাঁটেন। সাধারণত সাংবাদিকতায় সংবাদপত্র দিয়ে শুরু করে পরে টেলিভিশনে যাওয়া রীতি। কিন্তু এখানেও তিনি উল্টো। টেলিভিশন সাংবাদিকতা দিয়ে শুরু করে পরবর্তীতে দৈনিক সংবাদপত্রে যাওয়া অল্প কিছু মানুষের একজন। ভর মৌসুম আবাদ করে ফসল পাকার আগেই নিরাসক্তভাবে কেটে ফেলার এক অপূর্ব সক্ষমতা নিয়ে জন্মেছেন। যখন টুকটাক মানুষ চিনতে জানতে শুরু করেছে, তখনই সাংবাদিকতা ছেড়ে উন্নয়ন যোগাযোগে চাকুরিজীবি হয়েছেন। সাংবাদিকতা কতটুকু করতে পেরেছেন সে এক বিরাট প্রশ্ন। নিজে মনে করেন পারেননি। নইলে কি আর সাংবাদিকতা ছাড়তেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'খানা ডিগ্রী আছে। তারচেয়ে গুরুত্বপূর্ণ অগণিত মানুষের ভালোবাসা আছে। বিশ্বাস করেন, তিনি বারে বারে নতুন করে জন্মান পথচারীর ভালোবাসা নিয়ে। স্বপ্ন দেখেন, একদিন বিবাগী হবেন।

ইভান ইকরাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed