Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Enayetur Rahman books

follower

মোহাম্মদ এনায়েতুর রহমান

বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পের দিকে আত্মবিশ্বাসী কোনো পদক্ষেপ নেয়নি। প্রযুক্তির এই বিপ্লব যেখানে বিশ্বকে নতুন যুগে এগিয়ে নিচ্ছিল, সেখানে একবাংলাদেশি প্রকৌশলী নিজের মেধা আর দূরদর্শিতার মাধ্যমে গড়েতুলছিলেন এক স্বপ্নের প্রতিষ্ঠান। তিনি মোহাম্মদ এনায়েতুর রহমান—উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO)।প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সেমিকন্ডাক্টর শিল্পে নিজেরদক্ষতা ও অভিজ্ঞতার আলো ছড়িয়ে দিয়েছেন তিনি। তার ক্যারিয়ারের শুরুহয়েছিল AMD-তে, যেখানে তিনি ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেইন্টারফেস লজিক চিপের জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর Oki Semiconductor, Virtual Silicon, এবং Syntera Communication-এ গুরুত্বপূর্ণ কারিগরি ও ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেন। AMD-তে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করার সময়, তিনি একাধিক উদ্ভাবনী প্রকল্পেনেতৃত্ব দেন এবং ডাটা কমিউনিকেশন সিস্টেমে বেশ কিছু পেটেন্ট অর্জনকরেন। শুধু একজন প্রযুক্তিবিদ হিসেবেই নয়, বরং একজন কৌশলী ও উদ্যোক্তাহিসেবে তিনি সেমিকন্ডাক্টর শিল্পে তার অবস্থান শক্তিশালী করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে, তিনি ওরেগন স্টেটইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সডিগ্রি অর্জন করেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ নিয়ে নিজের দক্ষতাকে আরও সমৃদ্ধ করেন। তার অদম্য প্রচেষ্টা এবং নেতৃত্ব উল্কাসেমিকে আজকের দিনে বাংলাদেশেরঅন্যতম গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারকাজের স্বীকৃতি স্বরূপ, তিনি ২০২৪ সালে বাংলাদেশের ১৮৪ জনবাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP)-এর একজন হিসেবে স্বীকৃতিপেয়েছেন।

মোহাম্মদ এনায়েতুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed