Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jamal Hossain books

follower

জামাল হোসেন

জামাল হোসেন ১৯৬১ সালের ১৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মসদগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি গ্রামের স্কুলেই লেখাপড়া করেছেন, বাকী পড়াশুনা ঢাকায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে তিনি মেধা তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও ষষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে তিনি অনার্সসহ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি আমেরিকার হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পাবলিক ফাইন্যান্স বিভাগ থেকে অনারারি ডিগ্রিও অর্জন করেন। জনাব জামাল ১৯৯১ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারী চাকরিতে যোগদান করেন। ৩০ বছর সন্তোষজনক চাকরি শেষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য পদ থেকে অবসরে গেছেন। জামাল হোসেনের লেখালেখির শুরু কিশোরবেলা থেকেই। তারপর সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি লেখালেখিটাও চালিয়ে গিয়েছেন। ইতোমধ্যে তার তিনটি ছোটগল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তার লেখালেখির প্রায় পুরোটা জুড়েই 'কবিতা'। এর ফলশ্রুতিতে ৮টি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলা ২০২৫ এ সূচীপত্র প্রকাশনী থেকে এলো তাঁর ৯ম কবিতা গ্রন্থ "ভালোবাসার আয়নাঘর"। গ্রন্থটি পাঠককে আকৃষ্ট করবে বলেই আমাদের বিশ্বাস। জামাল হোসেন একজন সাহিত্য ও সংগীত প্রেমী। তার লেখা গান সংখ্যা সাত শতাধিক এবং প্রকাশিত গান সংখ্যা দুই শতাধিক। তাঁর অবসর জীবন কাটছে সাহিত্য ও সংগীত চর্চায়। পাশাপাশি তিনি রঙ্গন মিউজিক নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন। স্ত্রী শাহীন আক্তার এবং কণ্যা যারীন সাবাহ রঙ্গন কে নিয়ে জামাল হোসেনের ছোট্ট সুখের নীড়। এ পরিবারই তাঁর সৃষ্টিশীল কাজের মূল অনুপ্রেরণা।

জামাল হোসেন এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed