Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Monisha Rani Hawlader books

follower

মনীষা রানী হাওলাদার

নাম আমার মনীষা রানী হাওলাদার (মনি) ছোট বেলা থেকেই লেখালেখি করার অনুভূতি ছিল। কলেজ জীবনে পত্রিকায় সময় অসময় লিখছি । বই পড়ার ছিল খুবই অভ্যাসি মন। যাই হোক একসময় জীবন সংসারে পৌঁছানোর পরে চাকরি করেছি ইংলিস মিডিয়াম বাচ্চাদের স্কুলে প্রাই ১৫ বছর। পরে শারীরিক অসুস্থতার জন্য চাকরি ছেড়ে দিতে হয় । কি আর করার অসুস্থতা আর একাধিত্ত্বতা দুটোই আমাকে এমন অবস্থায় ফেলেছে শেষে খুবই অসহায় তা বোধ করি। কিন্তু ঈশ্বরের আর্শিবাদ একদিন হঠাৎ পূর্বে লেখার মনে চলে আসি এবং এবং নিজেদের ঘরের সবাই কেমন আমায় ভালোবাসে এবং সমাজ সংসার এসব বিষয়ে লিখতে মন চায় এবং আমি লিখতে শুরু করি আমার খুবই ভালো লাগে । তাই লেখার শুরুতেই প্রথমেই আমি আমার জন্মধারিনি মাকে নিয়ে একটা লেখালেখি আর মন ভরে যায়-তারপর থেকে লেখা শুরু করি । পরিবারের সব আপনজনদের নিয়ে ও সমাজ নিয়ে । যদি লেখা কবিতাগুলি স্বাভাবিক কিন্তু সবাই আমাকে ভালোবাসা দিয়ে সবসময় ঘরে সহযোগিতা করতো । অসুস্থ অবস্থায় ও লিখছি আর এখন কিছুটা সুস্থতার পরে সারাদিন মন চায় লিখতে । সবাই আমাকে ভালোবাসলে সত্যিই আমি খুব ভালোভাবে বেঁচে থাকব । এবং কবিতা লিখব । নাম: মনীষা রানী হাওলাদার বিএ পাস, গ্রাজুয়েশন করেছি ১৯৯২ সালে । পো: পিরোজপুর, জেলা: পিরোজপুর কৃষ্ণনগর পিরোজপুর, মণ্ডল পাড়া ।

মনীষা রানী হাওলাদার এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed