Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Romena Sultana Shiuli books

follower

রোমেনা সুলতানা শিউলী

রোমেনা সুলতানা শিউলী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রামপুর গ্রামে ১৫ জুলাই ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। পিতা- এ.এফ.এম রহমত উল্যাহ ভূঁইয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে নোয়াখালীর মাইজদী পুলিশ কে.জি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মাতা- রাশিদা বেগম। গৃহিণী। রোমেনা সুলতানা শিউলী বান্দরবনের রুমা উপজেলার রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেন। ইডেন মহিলা কলেজ থেকে প্রাণিবিজ্ঞানে বিএসসি (অনার্স) এবং এমএসসি সম্পন্ন করেন। বর্তমানে ঢাকার আজিমপুরস্থ রণিত স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত। শ্বশুরালয়: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের ইসলাম বক্স ভূঁইয়া-বাড়ি। শ্বশুর: মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী আশ্রাফ আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান। শাশুড়ি: পারভীন আক্তার। গৃহিণী। স্বামী: মোহাম্মদ আক্তার আলম। বিএসএস (সন্মান), এমএসএস ও এলএলবি। সম্পাদক ও প্রকাশক- সাপ্তাহিক বর্তমান লক্ষ্মীপুর। মেসার্স আর.এস ভূঁইয়া এন্টারপ্রাইজের কর্ণধার। কন্যা: আনিশা আনজুম রামিশা। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। পুত্র: তাসনীমুল হাসান সামিন। রণিত স্কুল এন্ড কলেজে নার্সারী শ্রেণিতে অধ্যয়নরত। লেখালেখি: ছোটবেলা থেকে পত্রিকা ও ম্যাগাজিনে গল্প ও কবিতা লিখে আসছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নীল নয়না’ (২০০৩, যৌথ), ছোটগল্পের বই ‘আকাশের স্বপ্নগুলো ছুঁয়ে দেব’ (২০১৫, যৌথ), শেষ বিকেলের রোদের আলোয়।

রোমেনা সুলতানা শিউলী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed