Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Farid Uz-Zaman Polash books

follower

ফরিদ উজ্-জামান পলাশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুরে ১৯৮৫ সালে ৩১ মাে মার্চে জন্ম ফরিদ উ জামান পলাশের। পিতা: আবেদ আলী, ৫. মাতা: আমিনা খাতুন। ছয় ভাই, এক বোনের মধ্যে সবার জেসমিন আক্তার এবং দুই কন্যা ফারিহা জামান সারা ও ফাইজ। জামান বুশরা। ফরিদ উজ-জামান পলাশ এসআরডি শামছুউদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলে লেজে রাষ্ট্রবিজ্ঞান-এর প্রভাষক হিসেবে কর্মরত। মূলত তিনি ছড়াকার। চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া লিখে থাকেন নিয়মিত। এছাড়া কবিতা এবং ছোটগল্পেও সমান দক্ষতায় তৎপর। এলাকার স্বনামধন্য পুঁথিপাঠক পিতা আবেদ আলীর দরাজ গলায় পুঁথি পাঠ শুনতে শুনতে শৈশবে তাঁর ঘুম ভাঙত। সে কারণেই হয়তোবা তিনি শেকড়ের কাছে ফিরে যান বারবার। পরম মমতায় লালন করেন নিজস্ব সংস্কৃতি। যেই আগুনে জ্বইল্যা মরি তার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। ২০১৮ সালে প্রকাশ হয় তার প্রথম কবিতাগ্রন্থ কাকতাড়ুয়া। কিশোরগঞ্জের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত তিনি। আজকের দেশ সাহিত্য ফোরাম, জেগে ওঠো নরসুন্দ্য, অনুশীলন সাহিত্য পরিষদ ছাড়াও বর্তমানে কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডার সহ-সাধারণ সম্পাদক-এর দায়িত্ব পালন করছেন।

ফরিদ উজ্-জামান পলাশ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed